পাতা:প্রবাসী (চতুর্দশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/২১৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

হল দোতলায় অবস্থিত । নীচে কতকগুলি ক্ষুদ্র ক্ষুদ্র কামরা। এই হলে বসিয়া বিচারকার্য্য বা থেসিগল্প হইত। হল বেশ মচিত্রিত। সোনালি অক্ষরে কোরানের বয়েৎ ইকার দেওয়ালে এবং ভিতরকার ছাদে লিখিত, এই লেখাগুলিই আবাব সৌধের অলঙ্কারস্বরূপ । ‘কাশি" প্রাচীন আমলের রাজ কৰ্ম্মচারীর নাম । বিবাহভঙ্গ-ঘটিত বিচার-কার্য্যের জন্স কাদি নিযুক্ত হই তেন । এই ধ্বংসপ্রাপ্ত ভবনটি সেই বিচারালয় ছিল । কবরের দেশে দিন পনর t నన - * ~ : - * » سمی » ، "مره ۱.۳ متر পূৰ্ব্বদিকের প্রাচীরের বহির্ভাগে দেখিলাম—এক কোণে একটা জলের ঘর রহিয়াছে—পথিক ও মসজিদের লোকজনের জন্য এখানে জল সঞ্চিত হইত। এই গৃহের .fভতরকার ছাদ সোনালি অলঙ্কারে সুচিত্রিত। প্রাচীরের অন্যান্য ভাগে কতকগুলি স্তস্ত দেখিতে পাইলাম । এইগুলি একএকখানা পাথরে নিৰ্ম্মিত-গোলাকার ও বেশ স্তস্তের উপরিভাগে প্রাচীন গ্রীসের “কোরিস্থীয়" “ডোরিক” রচনা-রীতির কারুকার্যা • সন্ধান মস্তপ | অথবা প্রাচীণ সালাদিন দুর্গে মহম্মদ আলির মর্শ্বর-ৰসজিদ । এখান হইতে অল্প দুরে কলাবন সুলতানের মসজিদ, কবর এবং পাগলা-গারদ বা হাসপাতাল । এই সুলতান একজন প্রসিদ্ধ চিকিৎসকও ছিলেন। মৃত্যুর পূৰ্ব্বে fন রোগীদিগের জন্য একটা হাসপাতাল প্রস্তুত কfরয়াfছলেন । এই হাসপাতাল মসজিদের সংলগ্ন ছিল । ইহার সঙ্গে সঙ্গে নিজের কবরও প্রস্তুত করিয়া রাখিয়াছিলেন । এই-সমুদয়ের রক্ষণাবেক্ষণের জন্য যথেষ্ট "স্পত্তি “ওয়াকুফ” বা দেবোত্তর করেন। মধুর ব্যবসায় হইতে যে আয় হইত তাহার কিয়দংশ এই মসজিদের জষ্ঠ সংরক্ষিত হইয়াছিল । লোকে এই সৌধগুলিকে পাগলা-গারদ-মসজিদ নামে জানে। סאל লইয়া জানিলাম—মিশরে প্রাচীনকালে অনেক খ্ৰীষ্টান গিজা ছিল। সেই-সকল গির্জায় রোমান এবং গ্রীকের স্বজাতীয় গৃহনিৰ্ম্মাণ-প্রণালী অবলম্বন করিতেন। সেইসমুদয় বিনষ্ট করিয়া সেখান হইতে মালমসলা, ইষ্টক, প্রস্তরস্তস্ত. অলঙ্কার ইত্যাদি মুসলমানের বহন করিয়া আনিত । পরে মুসলমানী প্লাসাদ, ধৰ্ম্মমন্দির, কবর হত্যাদির গঠনে সেই-সমুদয় ব্যবহৃত হইত। পাগলাগারদ মসজিদের বাহিরে ও ভিতরে এইরূপ অনেক গ্রীক ও রোমান গির্জার উপকরণ ব্যবহৃত হইয়াছে। নানাপ্রকার স্তন্তই প্রধান। ভারতবর্ষেও মুসলমানের হিন্দু মন্দিরসমূহ ধ্বংস করিয়া তৎপরিবর্তে মসজিদ ও কবর নির্মাণ