পাতা:প্রবাসী (চতুর্দশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/২৫৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

○○8 প্রায় হয়। দশ বৎসর আগে তিব্বতের সঙ্গেও ইংরেজদের যুদ্ধ হইয়াছিল। এই সব অভিজ্ঞতা ইংলণ্ডকে জয়লাভে সমর্থ করিতেছে। সকলের চেয়ে অল্প দিন আগেকার, বলিতে গেলে এক বৎসর আগেকার, অভিজ্ঞতা সার্ভিয়া ও মণ্টিনিগ্রেীর সৈন্সদের । তাহার। " খুব লড়িতেছে ও জিতিতেছে । অপর দিকে জাৰ্ম্মেণী ৪৪ বৎসর আগে ফ্রান্সের সঙ্গে যে যুদ্ধ করিয়াছিল, তাহার পর আর কোন কঠিন যুদ্ধের অভিজ্ঞতা তাহদের নাই । দক্ষিণ-পশ্চিম আফ্রিকায় ১৯•৩৬ খৃষ্টাব্দে তাহারা লড়িয়ছিল বটে ; কিন্তু ৩াং অসত জাতিদের সঙ্গে, এবং তাহা৩ে তাহাদের কেবল বিশ হাজার সৈন্ত যুঝিয়াছিল । অষ্ট্রিয় প্রশিয়ার সঙ্গে ১৮৬ খৃষ্টাব্দে যুদ্ধ করিয়াfছল । তাহার পর ৩০ বৎসরের ও পূর্বে বমিয়াতে প্রকমের যুদ্ধ করিয়াtছল । অভিজ্ঞ ত৷ ৩iহাদের নাই । 게 5 আধুনিক সময়ে কোন যুদ্ধের অষ্ট্রিয়ার দুৰ্ব্বলতার একটি করণ । অপর পাতায় আধিয়া সাম্রাজ্যের যে মানচিত্র দেওয়া হইয়াছে, তাহাতে দুটি ছোট জায়গা গাঢ় কৃষ্ণবর্ণ, এবং বাকী সমস্ত দেশটি ভিন্ন ভিন্ন রকমে রেখা টানিয়া তিন ভাগে বিভক্ত করা হইয়াছে। সৰ্ব্বসমেত ভাগের সংখ্যা চারিটি । এই চারিটি ভাগে প্রধানতঃ চারিটি জাতির লোক বাস করে—হ৩ালায়, সুভ, জtaখন ও মড্যর ૭ાશદ્ર બન્ન ગાતાર મુt૭ કા૭ોcમદ્રા পোলু, সাবর্ণ, সুেতি কৃ, প্রভূতি নন। ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে বিভক্ত ; তাহদের তাঁধ। স্বতন্ত্র । এইরূপ নানাভাষাভাষী নন। জাতিতে বিভক্ত হওয়া দুৰ্ব্বলতার একটি কারণ । ইহার উত্তরে কেহ বলিতে পারেন, সুইচূজার (Magyar) ; লণ্ডেও তিনভাষাভাষী লোক আছে, আমেরিকার সম্মিলিত রাষ্ট্রেও বহুভাষাভাষী বহুজাতির বাস ; তাহার। ত দুৰ্ব্বল নয়। কিন্তু এই-সব দেশের সঙ্গে অষ্ট্রিয়ার একটু পাথক্য আছে । সুইটুজারলও এবং আমেরিকার সন্মিলিত রাষ্ট্রের শাসনপ্রণালী এরূপ যে তাহাতে সেই সেই দেশের বাসিন্দারা, ভাষা বা জাতি প্রবাসী—অগ্রহায়ণ, ১৩২১ [ ১৪শ ভাগ, ২য় খণ্ড . যাহাই হউক, প্রত্যেকে আপনাকে স্বাধীন দেশের স্বাধীন অধিবাসী মনে করে, এবং সকলেই একটি মহাজাতির অংশ এইরূপ মনে করে । অষ্ট্রিয়ার ব্যবস্থা কিন্তু অন্তরূপ। প্রথমতঃ, অষ্ট্রয়া ও হাঙ্গেরী, সাম্রাজ্যের এই দুটি প্রধান ভাগ । তাহীদের আভ্যন্তরীণ শাসন-ব্যবস্থা সম্পূর্ণ স্বতন্ত্র। তাহার পর বম্বিয়া ও হের্জোগাবীনা প্রদেশের শাসন-ব্যবস্থা আর এক রকমের । সেখানে যে ব্যবস্থাপক সভা আছে, তাহাতে অধিবাসীরা আপনদের জাতি ও ধৰ্ম্ম অনুসারে নিজের নিজের প্রতিনিধি নিৰ্ব্বাচন করে । প্রতিনিধির সংখ্যা অধিবাসীদের সংথ্যার অনুপাতে নির্দিষ্ট হয়। গ্রীকধৰ্ম্মমণ্ডলীভুক্ত লোকদের সংখ্যা সকলের চেয়ে বেশী ; ৩iহার ৩১ জন প্রতিনিধি নিৰ্ব্বাচন করে ; মুসলমানের ২৪, রোমান ক্যাথলিকের ১৬ এবং ইহুদীরা ১ জন নির্বাচন করে । BBBBB BBSBBS BBBBS BSBBSBBB KBK BBB লোক বলিয়া মনে করে ; সকলে জমাট ভাবে একটা মহাজাতি গড়িতে পারে না । হাঙ্গেরীর অধিবাসী মডাররা মনে করিতে পারে, আমরা ত প্রায় পৃথকৃ আছিই, কেন অকারণ অষ্ট্রিয়ার জন্য লড়িব ? পোলুপ্ত। ভাবে আমরা জাৰ্ম্মেনীর অধীন পোল ও রুশিয়ার অধীন পোলদের সঙ্গে মিলিয়া একটা স্বাধীন পোলাণ্ডে বাস করিব । বম্বিয়া-হের্জেগোবীনার অধিবাসীরা সাব জাতীয়, তাহার। সাবিয়ার অধিবাসীদের সঙ্গে এক হইয়া একটা বৃহৎ সাfবয়া রাজ্য স্থাপন করিতে চায়। এইরূপ নান কারণে অষ্ট্রিয়াহঙ্গেরী খুব বড় দেশ এবং সার্বিয়া ছোট দেশ হইলেও সাবিয়া জিতিতেছে। কেননা সাবিয়ার লোকেরা একপ্রাণ । ভারতবর্ষের মুসলমানের ব্যবস্থাপক সভায় আলাদা প্রতিনিধি নিৰ্ব্বাচনের অধিকার পাইয়াছেন, অধিকন্তু অন্য সব অধিবাসীদের সঙ্গে মিলিয়। প্রতিনিধি নিৰ্ব্বাচনের অধিকারও তাহীদের আছে । যে-সব প্রদেশে তাহাদের সংখ্যা খুব কম, তথায় তাহার। সংখ্যার অনুপাতে যে কয়জন প্রতিনিধি পাইতে পারেন, তদপেক্ষা বেশী প্রতিনিধিও পাইয়াছেন । র্তাহার। এখন জেলাবোর্ড, লোকালবোর্ড ও মিউনিসিপালিটিতেও স্বতন্ত্র প্রতিনিধি ফলে ভিন্ন ভিন্ন