পাতা:প্রবাসী (চতুর্দশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৩২৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩য় সংখ্যা ] গোলড না, না, এর চেয়ে বড় অনেক বিপদ কাটিয়ে উঠেছি। রক্ত আর ইস্পাত দিয়ে আমি তৈরি...এগুলো ছেলেমামুযের কচি হাড় নয় ; কিছু ভাবনা করে। না... মেলিস্তাও। চোখ বন্ধ করে ঘুমোবার চেষ্টা কর । আমি এখানে সমস্ত রাত্রি রয়েছি। গোলড় না, না ; এ রকম কষ্ট করতে তোমাকে আমি কিছুতেই দেব না। আমার কিছুরই দরকার নেই ; শিশুর মতন ঘুমিয়ে পড়ব.. কি হয়েছে, মেলিস্তাণ্ডা ? হঠাৎ কাদছ কেন ?... মেলিস্তাগু। [ হঠাৎ কঁাদিতে আরম্ভ করিয়। ] আমার...আমারও অমুখ হয়েছে । (?甘研5 তোমার অসুখ হয়েছে ?...কি অসুখ হয়েছে, কি অসুখ হয়েছে, মেলিষ্ঠ গু ? মেলি হ্যাগুt তা আমি জানিনা...এখানে আমার অসুখ বোধ হচ্ছে...তোমায় আজই বলে ফেলা ভাল ; প্রচু, প্রভূ, এখানে থেকে আমি সুখী নই... গোলড় কেন, কি ল. মেলিস্যাণ্ডা ? ব্যাপার কি ?... আমার মনেই হয়নি...কি হয়েছে কি ?...কেউ অন্যায় ব্যবহার করেছে?...কেউ তোমায় আঘাত করেছে ? মেলিস্তাগু। ন, না ; কেউ এতটুকু অন্যায় করেনি... এ তা নয়... কিন্তু এখানে আর আমি বাস করতে পারব না । কেন তা আমি জানি না...আমি চলে যেতে চাই, চণে যেতে চাই!...এখানে পড়ে থাকতে হলে আমি মারা যাব.. গোলড কিন্তু যা হোক কিছু একটা হয়েছে ত নিশ্চয় ? আমার কাছে নিশ্চয় তুমি কিছু লুকোচ্ছ ?...সমস্ত সত্যট। আমার কাছে বলে ফেল, মেলিষ্ঠাণ্ডা...রাজা কিছু বলেছেন ?.ম কিছু বলেছেন ?...পিলীয়াস কিছু বলেছে ?... পিলীয়াস ও মেলিস্তাণ্ড৷ טספי do মেলিস্তাগু। না, না ; পিলীয়াস না। কেউ নয়...ঠিক বুঝতে পারবে না তুমি... গোলড • কেন বুঝতে পারব না ?...যদি আমায় কিছু না বল, তা হলে আমি কি করব ?.. সমস্ত আমায় বল আমি সব বুঝতে পারব । 穩 (মলিস্তাও। আমি নিজেই জানি না কি হয়েছে.. ঠিক বুঝতে পারছি না কি হয়েছে...যদি বলতে পারতাম, তাহলে বলতাম...এ যে আমার আয়ন্তের অতীত.-- গোলড শোন ; অবুঝ হয়ে না, মেলিস্ত গুt — কি করতে বল আমায় ?--আর তুমি ছেলে মানুষ নও 1– আমাকেই কি তুমি ছেড়ে যেতে চাও ? মেলিস্ক ও ওঃ ! না, না ; তা নয়...আমি তোমার সঙ্গে চলে যেতে চাই...এখানে আর আমি থাকতে পারব না... মনে হচ্ছে যেন আর আমি বেশী দিন বাচব না... (午前研W5 ё в в সে যাই হোক, এ-সকলের কিছু একটা কারণ আছে ত নিশ্চয় । সকলে তোমাকে পাগল মনে করবে। তারা বলবে তোমার ও-সমস্ত ছেলেমাক্ষী খেয়াল। -- শোন, পিলীয়াস কিছু করেছে, কোনও রকমে ? বোধ হয় অনেক সময় সে তোমার সঙ্গে কথা বলে না... য়েলিস্তাগু] হা, হা ; সময় সময় কথা বলে । বোধ হয়, আমার সে দেখতে পারে না ; চোখ দেখে তার আমি তা বুঝতে পরি...তা হলেও দেখা হলেই ও আমি র সঙ্গে কথা বলে... গে। লড ও-সবে তাকে ভুল বুঝে না । ও চিরকালই ঐ রকমের । ওর সবই আশ্চর্য্য, ধরণের । অপর এখন ওর মনটা খারাপ হয়ে রয়েছে ; ওর বন্ধু মাসে লাস মরমর হয়েছে, তার কথাই ভাবছে, আর তার কাছে যেতে পারছে না...স্বভাব ওর বদলাবে, স্বভাব বদলাবে, পরে দেখো ; বয়স ওর কম•••