পাতা:প্রবাসী (চতুর্দশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৫৬৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৬৩৬ —তাতে অমাবস্ত । –তাইত তবু দেখা যাক কতদূর কি হয়...... —না না, ডাক্তার বাবু, অতটা সাহস করবেন না ! ঠিক করে ভেবে দেখুন, তাল সামলাতে পারবেন ত ? গোকুল দুই হাত জোড় করিয়া মাথায় ঠেকাইয়। বলিল-আজ্ঞে গুরুর আশীৰ্ব্বাদে আর মা কালীর খাড়ার কৃপায় পারব ত মনে হচ্ছে ; অাজকে সন্ধ্যেবেল। থেকেই কুলার্ণব তন্ত্রের মতে পুরশ্চারণ করে ভুতওfদ্ধ আর ভুতাপসারণ করতে হবে । লক্ষ্মীকান্ত বাবু বলিগেন—হঁ। ষ্ট। ঐ ভূতশুদ্ধির কথা য। বললেন ওতে মহেশপুরের কালীগুণী খুব ওস্তাদ ! তাকেও আনিয়ে নেওয়া যাক, কি বলেন ? আপনারা - 4. দুজনে হলে তবু একট। জোর বাধবে ত ? গোকুল প্রমাদ গণিল । গুণী আসিয়। তাহার গুণ সমস্ত ফাস করিয়া না দেয় । তথাপি মুখে বলিল—ত। বেশ ত! আপনার আনতে ইচ্ছে হয় আমুন ; কিন্তু কিছু দধকার ছিল না । লক্ষ্মীকান্ত বাবু বলিলেন—ত হোক ডাক্তার বাবু, কথায় বলে সাবধানের বিনাশ নেই। আজকে যে বড় ভয়ানক দিন । গোকুল গম্ভীর হইয়। বলিল—তা বটে ! কিন্তু কালীগুণী কি খুব জবর গুণী ? o লক্ষ্মীকান্ত বাবু বলিলেন—উঃ বলেন কি ! তার টিকিতে জট । তিনি বা হাতের তিন তাম্বুলে ধরে মড়ার মাথার খুলিতে করে মদ খান ! গোকুল চক্ষু বিস্ফারিত করিয়া বলিল—ওঃ ! তবে ত মস্ত গুণী ! বিকেল নাগাদ কালীগুণী আসিয়া উপস্থিত হইল । লক্ষ্মীকান্তবাবুর বৈঠকখানায় গোকুলেরও ডাক পড়িল । গোকুল গিয়া দেখিল এক-বৈঠকখানা লোকের মধ্যে একজন লোক বসিয়া আছে, সে গুণী ন হইয়া যায় ন!— তাহার দুই হাতে হুই তামার তাগায় আঠারো গণ্ড৷ মাদুলি ; তাহার গলায় রুদ্রাক্ষের মালা, হিংলাজের মালা, হাড়ের মালা, ক্ষটিকের মালা, মুলুঙ্গান ফকিরের তসবীমালা ; তাহার প্রত্যেকটাতে একএকটা মাজুলি, একটা প্রবাসী—ফাঙ্কন, ১৩২১ [ ১৪শ ভাগ, ২য় খণ্ড তাম-বাধানে। আমড়ার আঁঠি, একটা আংটি, সুতায় জড়ানো নানাবিধ জড়ি-বটি ; তাহার কোমরের ঘুনসিতে একটা ঘসা পয়সা, তিনকড়া কাণাকড়ি, একটা নাভিশঙ্খ, একটা কুমীরের দাত, একট। বাঘের নখ, আর তার সঙ্গে গোটাকতক মাদুলি বুলিতেছে ; তাহার মাথার টিfকটি একটি জট, তাহার শেষ প্রান্তে একটি মাদুলি জটের পাকে কায়েমি হইয়া আটকাইয়া বুহিয়াছে ; তাহার পরণে লাল চেলী, কঁাধে "লাল চেলীর উত্তরায়, কপালে রক্তচন্দন ও সি দুরের ফোট । গোকুল দেখিল কালীগুণী লক্ষ্মীকাস্তের হাত দেখিতেছে। লক্ষ্মীকান্ত বলিল-আম্বন ডাক্তারবাবু, গুণীকে আপনার হাতটা একবার দেখান । গোকুল উহাকে গুণী বলিয়। স্বীকার না করিবার জন্য তাহাকে গুণী না বলিয়া বলিল—কালীপদবাবু কি মতে হণ ৩ দেখেন ? কাণী একটু বিপ্লজ হইয়। বলিগ—কি মতে দেখি তা আপনি কি বুঝবেন ? আপনি কি এ শাস্ত্র কিছু আলোচনা করেছেন ? গোকুল বলিল—তা একটু আধটু করেছি বৈ কি। লক্ষ্মীকান্ত বলিল—আপনি গুণতে পারেন, তা ত আমাদের এতদিন বলেন নি ? গোকুল গম্ভীর হইয়া বলিল—নিজের বিদ্যের কথা কি নিজের মুখে বলতে আছে ? লক্ষ্মীকান্ত তাড়াতাড়ি আপনার হাত কালীর হাত হইতে ছাড়াইয়া লইয়। গোকুলের সম্মুথে প্রসারিত করিয়া ধরিয়া বলিল—ডাক্তারবাবু, আমার হাতটা একবার দেখুন। কালী গোকুলের উপর মনে মনে চটিল। গোকুল লক্ষ্মীকান্তকে বলিল-হাত দেখতে হবে না, আমি এমনিই বলে যাচ্ছি। লক্ষ্মীকান্তের শ্রদ্ধা দ্বিগুণ বাড়িয়া গেল। কালী বলিল—ও ! আপনি হনুমানচরিত্র কাকচরিত্রমতে গোশেন দেখছি । গোকুল বলিল—আপনি জানেন ? কালী গম্ভীর হইয়। বলিল-ই, জানি বটে, কিন্তু ততটা অভ্যাস নেই।