পাতা:প্রবাসী (চতুর্দশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৫৭১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৫ম সংখ্যা ] বলি কি ঐ সঙ্গে অকডুম চক্রে বসে পিশাচ-বি দ্রাবণ মন্ত্রটা জপ করলে হয় না ? কালী-গম্ভীর হইয়। বলিল-ই। ই অতি উত্তম! আমি হোম করব, আপনিই মন্ত্রটা জপ করবেন। গোকুল বলিল-আচ্ছা তাই হবে। আমাকে তু মাবার গোণ্ডুতবিতাড়িনী মন্ত্রটাও জপ করতে হবে। একটা গোভুতবিঘট্টিনী কুচ লিখে আপনার টিকিতে বেঁধে দেবো । কাগাঁর মুখ শুকাইয়া এতটুকু হইয়া গেল। তাহা দেখিয়া গোকুল তাড়াতাড়ি বলিল—একটা আমাকেও ধারণ করতে হবে । কালী বলিল—আপনার ত শিখা নেই দেখছি । গোকুল বলিল—আমার গুরুসম্প্রদায় নিঃশিখ। কালী বিজ্ঞের মতে মাথা নাড়িয়া বলিয়। উঠিল— ও ! আপনারা তা হলে তিববতীয় আশ্রমের । গোকুল হাসিয়া বলিল—আপনার দেখছি সমস্ত ধবরই জানা আছে । কালী গম্ভীর হইয়। বলিল— শ্ৰী গুরুর প্রসাদে ! গোকুল ভূত তাড়াইবার অনুষ্ঠানের একটা খুব লম্বাচৌড় ফর্দ করিয়া দিল। এবং সেই ফর্দ কালীর সম্মুণে ফেলিয়া দিয়া বগিল–গুণীমশায়, দেখুন, কিছু ছাড় টাড় হল কি না । .象 কালী ফর্দে একবার চোখ বুলাইয়াই বলিয়া উঠিল— করেছেন কি ? আসল জিনিসই ভুল ! গোকুল বলিল—কি মশায় ? কালী বলিয়। উঠিল—কারণ ! গোকুল হাসিয়া বলিল—ও ! গুরুসম্প্রদায়ে চলে না কি না...... কালী বলিয়া উঠিল—ঠিক ঠিক, আপনার যে তিববতী সম্প্রদায় । আপনার। ঘৃতা ভ্যঙ্গ চায়ের কাথ পান করেন বটে। কিন্তু চাও ত ফৰ্দ্দে ধরেন নি । গোকুল বলিল—চ আমার বাসায় আছে, ও নেশাট। আমাকে নিয়মিত দুবেলাই করতে হয়, নইলে মন্ত্র জাগ্রত থাকবে কেন ? কালী বলিল—ই, চ খেলে ঘুম আসে না ঘটে । ও জিনিসটা আমাদের গুণী . কিন্তু...আমার জন্তে এক বোতল,কারণ ফর্দুে ধ అరిసె দিন। আমরা শব-সাধনা করি কিন% দের নইলে নয়...... গোকুল—ঠা অবগু—বলিয়। ফর্দে এক বোতল কার লিখিয়া দিল। এবং বলিশ–লক্ষ্মীকান্ত বাবু, কারণট আমি নিজে কিনব ; যে-সে জিনিস ত পুঞ্জে। আচ্ছা! চলে না ! 3. গোকুল নিজে গিয়া খুব কড়া রকমের এক বোতল মদ কিনিয়া অনিয়াছিল । এবং হোম করিতে করিতে কালীগুণীকে ঢালিয়া ঢলিয়া দিতে লাগিল। কালী ব। হাতের মাঝের দুটি আঙ্গুল যুড়িয়া, কনিষ্ঠ তর্জনী ও বৃদ্ধ মুলিতে একটি তেপায় বৈঠক করিয়া তাহার উপরে মদের ছোট পাটিটি বসাইয়। পান করিতেছিল । তাহা দেখিয়া গোকুলের ভারি কৌতুক বোধ হইল । সে জিজ্ঞাস করিল— গুণী মশায়, ওরকম করে থাচ্ছেন ধে ? কালী একটু অবজ্ঞার স্বরে বলিল—আপনাদের গুরুসম্প্রদায়ে ত এসব নেই, জানবেন কেথেকে ? ডান হাতে করে খেলে, কিথা সোজা আঙ,লে ধরে খেলে যে মদ খাওয়া হয় । মদ ত আমরা থাই না। বঁ। হাতের তিন আঙুলের ডগায় বসিয়ে খেলে হয় কারণ, আমরা কারণই করে থাকি ! গোকুল বলিল—বেশ ! একটা নতুন তত্ত্ব শেখ গেল। বড় ভাগ্যে আপনা-হেন গুণীর সাক্ষাৎ পেয়েছি। আমাকে দয়া করে কিছু গুণটুন শিখিয়ে দিতে হবে কিন্তু । কালী উৎফুল্ল হইয়া বলিল—ত। বেশ! কিন্তু জানেন ত শিবের গুরু রাম, আর রামের গুরু শিব ! গোকুল হাসিয়া বলিল— তা অবশু ! ত। অবশ্য ! আমার একটু আধটু যা জানা আছে তা আপনাকে শিখিয়ে দেবো বৈ কি ! কিন্তু তালোয় ভালোয় আজকের রাতটা ত কাটিয়ে উঠি । কালী আড়চোখে একবার চারিদিকে দেখিয়া লইল । ইহ গোকুলের চোখ এড়াইল না । গোকুল আবার^পাত্র পূর্ণ করিয়া দিল । বলিল—জত বন ঘন না হে ! te কারণটা আম কালী,