বিষয়বস্তুতে চলুন

পাতা:প্রবাসী (চতুর্বিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/২৯৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Հb-8 SSASAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS ------------------------------ বাহ্য মতামত এবং আসল গৃহাভ্যন্তরীণ মতামতের বিভাগও জন্মিতে পারে। তাহাতে কপটাচরণ প্রশ্রয় পায়। তা ছাড়া, একটা যেমন সংস্কার আছে, যে, পূজা পাঠাদিতে কৌষেয় বস্ত্র প্রশস্ত, ইহাও সেইরূপ বিধি হইল। অনেক দিন আগে স্তার প্রফুল্লচন্দ্র রায় বলিয়াছিলেন, যে, খন্ধর না পরিয়া কোন দেশ-হিতকর কার্য্য করিলে তাহা বিশুদ্ধ, শুচি, বা সৰ্ব্বাঙ্গীণ হয় ( তাহার ভাষা ঠিক্ মনে নাই ), ইহা তিনি বিশ্বাস করেন না। এখন সেই মতটা অংশতঃ বাহাল হইল। ইহা হইতে কুসংস্কারের উৎপত্তি হইবে । কংগ্রেসের কাজের সমতুল্য বা তদপেক্ষণ শ্রেষ্ঠ অনেক কাজ আছে । তাহা যদি থদর না পরিয়া করা চলে, তাহা হইলে কংগ্রেসের কাজই ব! খদ্দর না পরিলে কেন চলিবে না, তাহা রফা নামায় লিখিত হয় নাই । - আচাৰ্য্য জগদীশচন্দ্র বম্বর নব আবিষ্কার কাগজে দেখিলাম, উদ্ভিদের স্বায়ুজাল-সম্বন্ধে আচার্য্য জগদীশচন্দ্র বস্ব মহাশয়ের একটি নূতন আবিষ্কার-বৃত্তান্ত শীঘ্রই ইউরোপে প্রকাশিত হুইবে । ইহাতে আমরা আহলাদিত হইয়াছি, কিন্তু বিস্মিত হই নাই । তিনি আরও অনেক তত্ত্বের আবিষ্কার করিয়াছেন, কিন্তু দীর্ঘকাল ধরিয়া পুনঃপুনঃ পরীক্ষা দ্বারা কোন আবিক্রিয়া প্রবাসী—অগ্রহায়ণ, ১৩৩১ [२8* छां★, २ध्न थ७ সম্বন্ধে" নিজে নিঃসন্দেহ না হইলে তিনি তাহা প্রকাশ করেন না। এইজন্য তিনি যখন যাহা আবিষ্কার করেন, লোকে তখনই তাহা জানিতে পারে না, অনেক পরে জানে। ভগবান তাহাকে আরো দীর্ঘজীবী করুন। তাহা হইলে মানবের জ্ঞানের সীমা আরো বিস্তৃত হুইবে । আগামী ৩০শে নবেম্বর বন্ধ বিজ্ঞান-মন্দিরের জন্মোৎসব উপলক্ষে বস্ব-মহাশয় তাহার উদ্ভাবিত ধৰ্ম্মসমূহের সাহায্যে অনেক নূতন আবিক্রিয়ার কথা বুঝাইয়া বলিবেন । তিনি পাটনা ও পঞ্জাব বিশ্ববিদ্যালয়দ্বয়ের উপাধিবিতরণ-সভায় বক্তৃতা করিবেন । তাহাতে এই দুই বিশ্ববিদ্যালয় সম্মানিত হইবেন । বিলাতে গবৰ্ণমেণ্ট পরিবর্তন বিলাতের সর্বত্র পাল মেণ্টের সভ্য নির্বাচনে রক্ষণশীল দলের সভ্য অন্য দুইদলের মোট সভ্য অপেক্ষাও অনেক বেশী হইয়াছে। অতএব এখন রক্ষণশীল দল কর্তৃক তথাকার গবর্ণমেণ্টের কার্য্য পরিচালিত হইবে । ইহাতে ভারতের ভাবিবার বিষয় এই, যে, শ্রমিক গবর্ণমেন্টের কার্য্যকালের শেষ সময়ে এখানে যে দলননীতি প্রবর্তিত হইয়াছে, তাহা পরিত্যক্ত বা কিছু নরম না হইয়! দৃঢ়ীভূত ও কঠোরতর হইবার সম্পূর্ণ সম্ভাবন হইল । স্বপ্ন-জাগরণ স্ত্রী সজনীকান্ত দাস নিঃশব্দ, নিঝুম, স্তন্ধ মধ্য-যামিনীতে— নিদ্ৰা হ’তে কেন জানি সহসা জাগিছু ; শয্যা পরে বসিলাম উঠি,—আঁথি মেলি’ স্তিমিত আলোকে স্বপ্নসম দেখিলাম প্রিয়া মোর,—গভীর-স্বৰূপ্তি-মগ্ন, আশা ও আশ্বাসে পরিপূর্ণ বক্ষ তার –মৃদ্ধ হাসি ওষ্ঠ-প্রান্তে—যামিনীর উচ্ছলিত আনন্দের শেষ । এলায়িত বাহু দু’টি ;