৫ম সংখ্যা 1 কিছুই বাদ পড়িবে না। অধিকন্তু একমাত্র ইংরেজী অথবা বৃটিশ ও ইয়ান্ধী মতগুলাই বাঙালীর জ্ঞান-মণ্ডল দখল করিয়া বসিবে এমন নয়। ফরাসী এবং জার্মান ভাষায় দুনিয়া যাহা-কিছু চিন্তা করে, সেইসবও এই আবহাওয়ায় দেখা দিবে। বিশ্বশক্তির সঙ্গে সহযোগ চলিতে থাকিবে চূড়ান্ত ও নিবিড়। চিন্তারাজ্যে কোনো “বঘ্নকট’ চলিবে না। আবার কাহারও প্রতি পক্ষপাত করাও এই রাজ্যের আইনকামুনের বহিভূত। অধিকন্তু কোনো মত-বিশেষের সপক্ষে বা বিপক্ষে আন্দোলন চালানো পরিষদের মতলব নয় । মতগুলা মত-মাত্ররূপে “দার্শনিক” বা “বৈজ্ঞানিক” হিসাবে আলোচিত হইবে। এই পরিষং “সাত মাসে স্বরাজ” আনিয়া দিবে না। দেশের লোককে রাতারাতি ধনী করিয়া তোলাও এই পরিষদের সাধ্য নয়। আর ম্যালেরিয়ার মূল উৎপাটন, প্লেগের পঞ্চভূ-প্রাপ্তি অথবা দুর্ভিক্ষের ধ্বংসসাধন ইত্যাদি স্বফলও এই পরিষদের নিকট আশা করা চলিবে না । ধনদৌলত-সম্বন্ধে বাঙালী জাতির জ্ঞানবৃদ্ধি এবং সাহিত্যহুষ্টি হইতে থাকিবে । তাহার ফলে যদি দেশের কোনো উপকার সাধিত হয় এবং অপকার নিবারিত হয় ত হইবে। তাহার বেশী কিছু চাহিলে যে-কোনো বিদ্যাপরিষৎই পত্রপাঠ জবাব দিতে বাধ্য। প্রত্যেক জ্ঞান মণ্ডলেরই সীমানা আছে । কৰ্ম্মগঞ্জী (ক) উদ্দেশ্য ;---( ১ ) বাংলা ভাষায় ধনবিজ্ঞানবিদ্যার চর্চা করিবার জন্য এই পরিষদের উৎপত্তি । (২) দুনিয়ার আর্থিক ক্রমবিকাশও এই চর্চার অন্তর্গত। ভারতীয় তথ্যের সঙ্কলন এবং বিশ্লেষণ করিবার দিকেই পরিষদের বিশেষ দৃষ্টি থাকিবে। (খ ) কার্ধ্য-প্রণালী :–(১) এইসকল বিষয়ের গবেষণা ও অনুসন্ধানের জন্য বিজ্ঞান-দক্ষ নরনারীর মিলনকেন্দ্র কায়েম করা হইবে । (২) আলোচনা, তর্কপ্রশ্ন, বক্তৃতা, সম্মিলন, লা, প্রদর্শনী, ইত্যাদির ব্যবস্থা করিয়া জনসাধারণের ভিতব বঙ্গীয় ধনবিজ্ঞান পরিষৎ , ' ©bᏅ☾ ধনবিজ্ঞান এবং আর্থিক জীবন-সম্বন্ধীয় জ্ঞান ছড়াই চেষ্টা করা যাইবে। " - (৩) বাংলা ভাষায় উচ্চশ্রেণীর সাহিত্য স্বষ্টি করিবার দিকে লক্ষ্য রাখিয়া ধনবিজ্ঞান বিষয়ক গ্রন্থ পত্রিকাদি প্রকাশের ব্যবস্থা করা হইবে। ( ৪ ) স্কুল কলেজের ধনবিজ্ঞান পঠন-পাঠন-সম্বন্ধে উন্নতি এবং বিস্তৃতির উপায় আলোচনা করা হইবে । ( e ) দেশের ভিতর অনেক সময় সরকারী আর্থিক সমস্ত হাজির হয় । সেইসকল সাময়িক সমস্তার, আলোচনায় যোগ দেওয়া যাইবে । 疊 ( ৬ ) দেশের নানা কেন্দ্রে ধনবিজ্ঞান ও আর্থিক জীবন বিষয়ক বিদ্যাপীঠ, গ্রন্থশালা, বক্তৃতা-ভবন, আলোচনা-গৃহ ইত্যাদি শিক্ষা-কেন্দ্র কায়েম করিবার দিকে লক্ষ্য থাকিবে । ( ) কলিকাতার নানা প্রতিষ্ঠান অথবা মফঃস্বলের পল্লী সহর. হইতে ধনবিজ্ঞান ও আর্থিক জীবনসম্বন্ধে প্রশ্ন আসিলে সেইসকল বিষয়ে বিশেষজ্ঞদের জবাব প্রকাশ করা হইবে । (গ) বৃত্তিস্থাপন :-( ১ ) এই বিদ্যার উচ্চতম অঙ্গে পাকাইয়া তুলিবার জন্য বাঙালী গবেষকদিগকে আর্থিক বৃত্তি দ্বার সাহায্য করা হইবে। (২) গবেষণার জন্ত দেশের নানা স্থানে পৰ্য্যটন আবখ্যক হইলে তাহার ব্যয় বহন করা হইবে। ( ৩ ) অঙ্গুসন্ধান এবং গবেষণা-পর্য্যটনের জন্য বাঙালী বিজ্ঞানসেবীদিগকে বিদেশের নানা কেন্দ্রে খোরপোষদিবার ব্যরস্থা করা হইবে। (মামুলী পরীক্ষায় পাশ বা ডিগ্রীলাভে সাহায্য করা এই বৃত্তির মতলব নয়। ) ( ঘ ) আন্তর্জাতিক ভাব ও কৰ্ম্ম-বিনিময় – ( ১ ) বঙ্গীয় ধনবিজ্ঞান-পরিষৎ অন্যান্ত ভারতীয় এবং বিদেশী ধনবিজ্ঞান-পরিষৎ-সমূহের সঙ্গে ভাব ও কৰ্ম্মবিনিময়ের সকলপ্রকার ব্যবস্থা করিবেন। (২) দুনিয়ার কোষাধ্যক্ষ, বাণিজ্যসচিবের আফিস, বিশ্ববিদ্যালয়, পণ্ডিত-সঙ্ঘ, শিল্প-পরিষৎ, অঙ্ক-প্রতিষ্ঠান, . . মু-মণ্ডল, মজুর-সমিতি, কিষাণ-সভা ইত্যাদি
পাতা:প্রবাসী (চতুর্বিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৬১০
অবয়ব