পাতা:প্রবাসী (চতুর্বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/১৪০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৫শ (খ) বিনে দ هم٦ বিনোদ, প্রয়োগ-কারীর প্রতি- প্রতিকার প্রতিকার-কল্পে বিনোদ-প্রয়োগ-কারী তুরন্তে ঈধং দক্ষিণাবৰ্ত্তে ঘুরিয়া বামহস্তে অসি-ধারীর দক্ষিণ কফোণিতে সূজোরে আঘাত করিবে, এবং সঙ্গে-সঙ্গেই যষ্টি দ্বার কিম্ব যষ্টির পশ্চাৎ-বিন্দ্র দ্বার। আমি-ধারীর অণ্ডকোষে কিম্বা বন্তি অথবা উদরস্থিত যে কোনও মৰ্ম্মে আঘাভের উপক্রম করিবে। অব্যাঙ্গতির স্বচনাহেতু অসি-পারীও তুরস্তুে দক্ষিণাধর্ভে অৰ্দ্ধেক ঘুরিয়া দক্ষিণ পদ, সম্মুখে ও বাম পদ পশ্চাতে বিস্ফূেপ করিয়৷ বাম হস্তে বিনোদ প্রয়োগকারীর দক্ষিণ মণি-বন্ধে আক্রমণের উপক্ৰম করিবে। যথ। পঞ্চবিংশ চিত্রে " в е অবস্থাবিশেষে পূৰ্ব্ব-বর্ণিত প্রক্রিয় নিম্নাঙ্কিত পঞ্চবিংশ (খ) চিত্রের অহরূপও হইতে পারে। - নিষ্কৃতি হেতু অসি-ধারী পূৰ্ব্ব-বর্ণিত. প্রক্রিয়ার উপক্রমের সঙ্গে-সঙ্গেই তুরস্তে বিনোদ-প্রয়োগকারীর দক্ষিণ মণি-বন্ধে কিম্বা কফোণিতে সজোরে আঘাত করিয়৷ (অবস্থা-বিশেষে দক্ষিণাবৰ্ত্তে কিম্বা বামাবৰ্ত্তে ঘুরিয়া) বিনোদ-প্রয়োগকারীর সম্মুখবর্তী হইয়া পড়িবে। আঠম পাঠ te “কোমর” হইতে "চাপ নি” আভ্যন্তরে আক্রাস্ত হইলেও লাঠিখেলা ও অসিশিক্ষা Y S > সপ্তম পাঠের বর্ণনার অন্তরূপ অগ্রসর হুইয়া অসি-ধারীর দক্ষিণ মণিবন্ধে সৃষ্টি দ্বারা সজোরে আঘাত করিতে যথ ষড়বিংশ চিত্রে হইবে । २४* ब्रिट्नॉल অসি-পারীর প্রতিকার প্রতিকার-কল্পে অসি ধারী ও তুরস্তে দক্ষিণ পদ ঈষৎ পশ্চাতে আনিয়া ও সঙ্গে-সঙ্গে দক্ষিণাবৰ্ত্তে ঘুরিয়া বিনোদ-প্রয়োগ-কারীর দক্ষিণ বাহু আক্রমণ করিয়৷ নিজ দক্ষিণ বাহু মুক্ত করিয়া লইবে । মৃথা সপবিংশ চিত্রে । বিনোদ-প্রয়োগকারীর প্রতি-প্রতিকার সম্ভবপর হইলে বিনোদ-প্রয়োগকারীও তুরস্তে বাম হস্ত দ্বার প্রথমে অসি-ধারীর দক্ষিণ কফোণি ও পরে বাম • ২৭৭ বিনোদ