পাতা:প্রবাসী (চতুর্বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/১৮৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

“সত্যমৃ শিবম্ সুন্দরম্” “নায়মাত্মা বলহীনেন লভ্যঃ” ২৪শ ভাগ ১ম খণ্ড ੋਫੋਬੇ- *SN9<DS్స ২য় সংখ্যা বকুল-বনের পাখী শোনে। শোনো ওগো, বকুল-বনের পাখী, দেখ ত, আমায় চিনিতে পারিবে না কি ? নই আমি কবি, নই জ্ঞান-অভিমানী, . মান অপমান কি পেয়েছি নাহি জানি, দেখেছ কি মোর দূরে-যাওয়া মনখানি, উড়ে-যাওয়া মোর আঁখি ? দেখেছু কি কিছু আমায় তোমারি সম, অসীম-নীলিমা-তিয়ামী বন্ধু মম ? শোনো শোনো ওগো, বকুল-বনের পার্থী, কবে দেপেছিলে মনে পড়ে সে কথা কি ? বালক ছিলাম, কিছু নহে তার বাড়, রবির আলোর কোলেতে ছিলেম ছাড়া, চাপার গন্ধ বাতাসের প্রাণ-কাড়া যেত মোরে ডাকি' ডাকি । সহজ রসের ঝরন-ধারার পরে গান ভাসাতেম সহজ স্বখের ভরে । শোনে শোনে, ওগো বকুল-বনের পাগী, কাছে এসেছিমু ভুলিতে পরিবে তা’ কি ? নগ্ন পরাণ ল’য়ে আমি কোন স্বপে সারা আকাশের চিমু ৰেন বুকে বুকে, বেলা চলে যেত অবিরত কৌতুকে সব কাজে দিয়ে ফাকি । শু্যামল ধরার নাড়ীতে যে তাল বাজে নাচিত আমার অধীর মনের মাঝে । শোনে শোনো, ওগো বকুল-বনের পার্থী, দূরে চলে এক্ট, বাজে তার বেদনা কি ? আষাঢ়ের মেঘ রহে না কি মোরে চাহি ? সেই নদী যায় সেই কলতান গাহি’,— তাহার মাঝে কি আমার অভাব নাহি ? কিছু কি থাকে না বাকি ? বালক গিয়েছে হারায়ে, সে কথা ল’য়ে কোনো জাখিজল যায়নি কোথাও রয়ে ?