পাতা:প্রবাসী (চতুর্বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/২৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রবাসী—বৈশাখ, বনপথে আসি’ করিতে উদাসী কেতকীর রেণু মেপে । বর্ষ।-শেষের গগন-কোণায় কোণায়, সন্ধ্যা-মেঘের পুস্থ সোনায় সোনায় মির্জন ক্ষণে কখন অন্য-মনায় ছু য়ে গেছ থেকে থেকে । কখনো হাসিতে কখনো বাশিতে গিয়েছিলে ডেকে ডেকে । কি লক্ষ্য নিয়ে এসেছ এ বেল কাজের কক্ষ-কোণে ? সাণী খুজিতে কি ফিরিছ একেল। তব পেল-প্রাঙ্গণে ? নিয়ে যাবে মোরে নীলা স্বরের তলে ঘর-ছাড়া যত দিশ|-তারাদের দলে, অমাত্র। পথে মাত্রী সাহার। চলে নিষ্ফল আয়োজনে ? কাজ ভোলবারে ফেরে। বারে বারে কাজের কক্ষ-কোণে । আবার সাজাতে হবে আণ ভরণে মানস প্রতিমা গুলি ? কল্পনাপটে নেশfর বরণে বুলাব রসের তুলি ? বিবাণী মনের ভাবণ। শণ গুল-প্লাতে উড়ে চলে’ যাবে উৎসুক বেদনাতে, কল গুঞ্জিত মৌমাছিদের সাথে ' পাখায় পুপধূলি । আবার নিভৃতে হবে কি রচিতে মানস প্রতিমাগুলি ? OS)) [ ২৪শ ভাগ, ১ম খণ্ড দেখ ন কি, হায়, বেল চলে’ যায়— সার হয়ে এল দিন । বাজে পূরবীর ছন্দে রবির শেষ রাগিণীর বীণ । এতদিন হেথা ছিন্ত আমি পরবাসী, গুণরিয়ে ফেলেছি সেদিনের সেই বঁশি, শু দ্য সন্ধ্যায় প্রাণ ওঠে নিঃশ্বাসি’ গনহার। উদাসীন । কেন অবেলায় ডেকেছ খেলায়, সারা হয়ে এল দিন । এবার কি তবে শেষ খেলা হবে নিশীথ-অন্ধকারে ? মনে মনে বুঝি হবে পোজাখুজি অমাবস্যার পারে ? মালতী-লতায় সাহারে দেপেছি প্রাতে তারায় তারায় তারি লুকাচুরি রাতে ? স্থর লেগেছিল সাহার পরশ-পাতে নীরবে লভিব তারে ? দিনের দুরশি। স্বপনের ভাষা রচিবে অন্ধকারে ? ধদি রাত হয়—লা করিব ভয়,-- চিনি যে তোমারে চিনি । চোখে নাই দেখি, তবু ছলিবে কি, ' হে গোপন-রঙ্গিণী ? নিমেসে আচল ছুয়ে যায় দি চলে’ তবু সব কথা যাবে সে আমায়ু বলে’, তিমিরে তোমার পরশ-লহরী দোলে g ঙ্গে রস-তরঙ্গিণী । তে আমার প্রিয়, আবার ভুলিয়ে, চিনি যে তোমারে চিনি । শ্ৰী রবীন্দ্রনাথ ঠাকুর