পাতা:প্রবাসী (চতুর্বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৩০৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

а - يتبعية জীমতী রমীবাঈ রানডে পরলোক গমন করিয়াছেন। ই হার মৃত্যুতে মহারাষ্ট্র-সংস্কার-পন্থীদল একজন বিশিষ্ট কৰ্ম্মীকে হারাইল । পতিপ্রাণী রমাবাই যাবতীয় সংস্কার-কার্য্যে উাহার মহামুম্ভব স্বামীর সঙ্গিনী ছিলেন এবং নারীজাতীর উন্নতি ও শিক্ষাদান এবং জমুন্নত-সমাজের উন্নতিকল্পে আজীবন কাৰ্য্য করিয়া গিয়াছেন। স্বামীর মৃত্যুর পর তিনি অধিকতর আগ্রহের সহিত সংস্কার-আন্দোলনে যোগ দিয়াছিলেন এবং পুণা সেবা-সদনের অধ্যক্ষরূপে এযাবৎ নানা জনহিতকর কার্য্যের সহিত সংশ্লিষ্ট ছিলেন। - ভারতীয় নারীদের উন্নতির জন্ত অক্লান্ত পরিশ্রম করিয়া তিনি যে আদর্শ দেশের সম্মুখে রাখিয়া গিয়াছেন, সেই আদর্শে দেশের নারী-জাতিকে অনুপ্রাণিত করিবার চেষ্টা করাই উহার পরলোকগত অক্সিার প্রতি শ্রদ্ধা-নিবেদনের প্রকুষ্ট উপায় । নিখিল-ভারত স্বরাজ্য-দলের বৈঠক— সম্প্রতি বোম্বাইয়ে নিখিল-ভারতীয় স্বরাজ্যদলের একটি গোপন বৈঠক বসিয়াছিল। প্রকাশ, যে, এই বৈঠকে মান বিষয়ের মীমাংস হইয়া গিয়াছে। স্থির হইয়ছে, যে, মধ্য-প্রদেশের ব্যবস্থাপক সভার নুতন নির্বাচনের সময় যাহাতে পুনরায় স্বরাজ্যদলের জয় হয় তাহার জন্ম বিশেষভাবে চেষ্টা করা হইবে । উক্ত দলের কার্য-তালিকার বিশেম কোন পরিবত্তন করা হইবে না বলিয়। স্থির হক্টরছে । বৰ্ত্তমান কায্যতালিকাই খুব জোরের সঠিত চালানে হইবে। টারিফ, বোর্ডের রিপোর্ট, আলোচনা করিয়া ব্যবস্থা-পরিসদের স্বরাজা সদস্তদিগকে পরামর্শ দেওয়া এবং ব্যবস্থl-পরিষদের আগামী অধিলেশনে স্বরাজা-দলের কার্য্য-তালিক। নির্দেশের জন্ত একটি কমিটি গঠন করিবার প্রস্তাব গ্রহণ করা হইয়াছে। এই বৈঠকে পণ্ডিত নেহর, লীযুক্ত পটেল, জয়াকার, রঙ্গস্বামী আয়েঙ্গার, কেলুকীর প্রভূতি উপস্থিত ছিলেন । শ্ৰীযুক্ত চিত্তরঞ্জন দাশ সভাতে যোগদান করেন নাই । বিদেশী পর্যটকের উপর পুলিশের অত্যাচার— মিঃ পিটার জ্যাভিস্কি একজন আমেরিকবাসী দেশ-পৰ্য্যটক । তিনি দেশ-পৰ্য্যটনে বাহির হইয়। চীন, জাপাণ, মধ্যএশিয়া প্রভৃতি দেশ ভ্রমণ করিয়া গৃত ডিসেম্বর মাসে ভারতবর্ষে উপস্থিত হন। তিনি কাকিনাড়। কংগ্রেসে উপস্থিত ছিলেন। মিঃ জ্যাভিস্কি ধুতি-চাদর পরিয়া খুব সরলভাবে ভারতবাসীদের সহিত মেশ মিশি করেন বলিয়া অনেকের সহিত তাহার বন্ধুত্ব হইয়ছে। কিছুদিন যাবৎ তিনি মাদ্রাজে একটি আশ্রমে বাস করিতেছেন। মাদ্রাঞ্জের পুলিশ তাহীর উপর কড়া পাইরে দিতেছে। পুলিশের অনাবশ্বক বাড়াবাড়িতে বিরক্ত হইয়। মিঃ জ্যাভিস্কি মাদ্রাজের আইন-সচিবের নিকট লিগিয়াছেন —“আমি মিঃ গান্ধিকে ভাললাসি, র্তাহার অমুচরদিগের সহিত মেশামিশি করি এবং আমার মনের ভাল ব্যক্ত করিয়া বলি-—এই জন্যই কি আপনার আমাকে সকলের সম্মুখে ঠেয় প্রতিপন্ন করিতে এবং আমাকে ব্যতিব্যস্ত করিতে এই-প্রকার কড়া পাহরার ব্যবস্থা করিয়াছেন ? জগতের যে-কোন দেশে গমন করিবার স্বাধীনত আমার আছে, কিন্তু আপনার নিজের দেশে কি আপনার সে স্বাধীনত আছে ? একজন বিদেশার প্রতি এইরূপ ব্যবহার করিলে তাহার কতদূর অস্ববিধা হয়, তাহা বোধ হয় বুঝিতে পারেন। আমার জন্তও যদি না বোঝেন, অস্তুতঃ আপনার যেসকল দেশবাসী বিদেশে আছে, তাহদের বিষয়ে চিত্তা করিয়া আপনার ইহা বোঝা উচিত। গত ডিসেম্বর মাসে কাকিনাড়া-কংগ্রেসে অামি যদি ভারতবাসীদিগের স্বাধীনতা-প্রিয়তা দেখিতে না পাইতাম, তাহা হইলে আমি অনেকদিন পূর্বেই স্বদেশে প্রত্যাবর্তন করির বলিতাম যে, ভারতবাসীগণ মিথ্য চাটুবাদ, উপাধি এবং অর্ধের খাতিরে একটা জাতি-হিসাবে তাঁহাদের জন্মগত অধিকার

    • : . فيه عليه وسلم - تعريبي.يع ي ي يجيةa هایی - یع به نام هاه هي: سيدي . هیه " وهيةھ ** કે , * * * eeeTTeeeeTeeeSeeee eeeeeeeeSeeSeA Aeee AAA AAAA

শে-বিদেশের কথা—ভাতৰ ।

• ૨૭s નું পাইবার উপযুক্ত নহে। আপনাদের নিজের গৃহে যে অধিকার নাই: অথবা যে অধিকার লাভের জন্য আপনার চেষ্টা করেন না, অন্তের নিকট তাহা আপনার কি করিয়া দাবী করতে পারেন? আমি আপনাকে ; আরো বলিতেছি যে, অস্ত কোন দেশে এরূপ প্রকাষ্ঠভাবে পুলিশ: কাহারও অনুসরণ করে না। এই কায দ্বারা আপনার আপনাদের: সন্তান-সন্ততিদের সম্মুথে এক খারাপ অদশ স্থাপন করিতেছেন এবং ইহার: ফলে ভারতবর্ষ একটা পুলিশের লোকের জাতি হইয়া উঠিতে পারে i. জনসাধারণের অর্থ যদি এই প্রকারের আয় অপমানকারক কায্যে ব্যয় না; করিয়া দেশের বালকবালিকাদের শিক্ষার জন্য বায় করা হইত, তাহ৷ ” হইলে দেশের প্রভূত উপকার হইত। আমি জানি, আমার এই পত্র আপনি আপনাদের মতে গ্রহণ করিবেন । হয়ত গোফে একটু চাড়া দিয়া । আমার উপর দ্বিগুণভাবে পাহীরার ব্যবস্থা করিবেন । আমি মিঃ গাঙ্কি এবং তঁহার অনুচরদিগকে ভালবাসি এবং আমি স্মিতমুখে আপনাদিগকে উপেক্ষা করিব এবং যতদিন পর্যন্ত স্থাপনার বীরগণ তাহদের রণ-কুঠার তাইদের নিজেদের নিকটেই রাপিয়া দিবে এবং আপনিও আপনার হস্ত আমার নিকট হটতে দূরে রাখিবেন, ততক্ষণ আমি আপনাদের এই নিৰ্ব্বদ্ধিতার জন্য আমাদের কনসাল অথবা ওয়াশিংটনকে ব্যতিব্যস্ত করিব না । কেবল আমি নহি, সমস্ত স্বাধীন জগৎ মহাপ্পা গান্ধির স্বায় মানুষকে DBBBSS SBBSS BBB BB BBBB BBBB BBB BB BBBS BBB BBB BBB BBBB BBS BBBBB BB BBB BB BBS করিয়া এরূপ লোককে ঘৃণা করিয়া পদদলিত করিতে পারে। তাঙ্কোরে টাক্স-বন্ধ আন্দোলন সৰ্বকার অন্যায় করিয়৷ টাক্স, বর্ধিত করায় তাঞ্জোরের মিরাশদারগণ ট্যাক্স বন্ধ আন্দোলন আরম্ভ করে । ট্যাক্স, বন্ধ করিয়া দেওয়ার সঙ্গে সঙ্গে স্থানীয় কর্তৃপক্ষ অনেকের ধান ক্রোক করে । ক্রমে এই ক্রোকী : ধান লীলামে বিক্রয় করিবার চেষ্ট হয় ; কিন্তু কেহই নীলামে ডাকে না । তখন জেলে ব্যবহার করিবার জন্য সরকার পক্ষ হইতে, অতি সামান্ত টাকায়, এই ধান ডাকিয়া লইবার চেষ্টা করা হয় । সম্প্রতি আয়গাদিতে ' মিরাশদারদিগের একটি বৈঠক বসে। মান্দ্রাজের কংগ্রেস-নেতা স্ত্রীযুক্ত BBBBBBSBB BBBSBB BBBS BBBBBBB BBBBB উপদেশ দেন। মিরাশদারদিগের নেতা শ্ৰীবুক্ত পাণ্টলু আয়ার বলেন যে এপ্রিল কিস্তি হইতে পুনরায় ট্যাক্স বন্ধ করিয়া দিয়া সত্যাগ্রহ আরম্ভ করা হইবে । ভারতের লৌহ শিল্প ও সংরক্ষণ-নীতি বিদেশী শিল্পের অবৈধ প্রতিযোগিতায় অনেক ভারতীয় শিল্প ধ্বংসপ্রাপ্ত হইয়াছে এবং এখনও হইতেছে। এমত অবস্থায় সংরক্ষণ-নীত্তি : অবলম্বন করিলে কোন কোন দেশীয় শিল্প টিকিয় থাকিতে পারে কি নাBK BBBBB BBBB BBS BBBB BBBBB BBB BBBS অনুসারে, গত বৎসর ট্যারিফ বোর্ড গঠিত হয় । ইহার সভাপতি ছিলেন দিল্লীর সরকারী দপ্তরের মি: শ্রেণী, পুণার অধ্যাপক স্ত্রীযুক্ত কালে ও ব্ৰহ্মদেশের শ্ৰীযুক্ত জিন্‌ওয়ালা। ট্যারিফ, বোর্ডের সদস্তের ভারতের ভিন্ন-ভিন্ন প্রদেশ ঘুরিয়া তদস্থ করিয়া সম্প্রতি তাহাদের মত প্রকাশ, করিয়াছেন। ভারতের লৌহ-শিল্প, বিদেশী লৌহ-শিল্পের প্রতিযোগিতায় দাড়াইতে পারিতেছে না, বস্ত বিশেষজ্ঞ বোড়ের সম্মুখে এইরূপ সাক্ষ্য দিয়াছিলেন । কতিপয় বিদেশী বণিকের পক্ষ হইতেও সংরক্ষণ-নীতির বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করা হইয়াছিল। কিন্তু সমস্ত বিষয় জালোচনা করি বোর্ড লৌহ-শিল্পের অনুকূলে মৃত ,প্রকাশ করিয়াছেন। বোর্ড নিৰ্দ্ধারণ করিয়াছেন যে, বিদেশ হইতে জামদানি লৌহজাতৃপ্রব্যের উপর মাশুল না বাইলে ভারতীয় লেহু-শিল্প জাগ্রন্থ ماه و ما می خ ق . م . م."، ه *

:::::

, . -، ع، لم