পাতা:প্রবাসী (চতুর্বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৪০২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পোষাক পরিয়া শিকারী আশা করেণ যে তিনি একদল নেকড়ের মধ্যে একলা দাড়াইয় তাহদের নিকাশ করিতে পরিবেন । ইহাতে তিনি বেশ দু-পয়সা রোজগারের আশাও রথেন । নূতন গাড়ী-– ( ১ ) ছবিতে দেখুন। দুইজনে চাপিলার গাড়ী । ইহা জাৰ্ম্মানীর তৈরী। খুব শক্ত, দামও বেশ সস্তা । (২) আর-একখানি গাড়ী দেখুন, এই গাড়ীর চালক দরকার মতন যেখানে ইচ্ছা গাড়ীর মধ্যেই ঘুমাইতে পারে। গাড়ীখানি দেশ-বিদেশ ভ্রমণ করিবার উপযুক্ত করিয়া নিৰ্ম্মিত। এই গাড়ীতে করিয়া যে ভ্রমণ করিবে, তাহাকে কোন সহরে গিয়া রাত্রি কাটাইবার জন্য স্থান খুজিতে হইবে না, কোন দোকান হইতে কিছু খাদ্য কিনিয়া লইয়া গাড়ীতেই রাত্রিবাস করিতে পারিবে । গাড়ীটির গতিও অতি দ্রুত । (৩) জাৰ্ম্মানীতে আজকাল সব জিনিষেরই কমৃতি হইয়াছে । একখানি মোটরে একজন চড়িবার মতন অবস্থা এখন আর জাৰ্ম্মানীর লোকেদের নাইবলিলেও হয়। সেইজন্ত এখন তাহার এক-একখানি মোটর সাইকেলে তৃতীয় একটি চাকা যোগ করিয়া, মোটর সাইকেলকে মোটর সাইকেল কে মোটর গাড়ীরূপে ব্যবহার করা হইতেছে বেশ বড় একটি মোটরকাবে পরিণ গু করিতেছে। ছবি দেখিলে বুঝিতে পরিবেন, এইরকম করিয়া তৈরী মটোরকার দেখিতে কেমনধারা হয় । সামনে মাত্র একটি চাকা, পিছনে দুটি চাকা । এইরকম মটোরকারে পাচ-ছয় জন লোক চড়িতে পারে, অথচ ইহার চালাইবায় এবং নিৰ্ম্মাণ