পাতা:প্রবাসী (চতুর্বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৬৩৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

- ৫৭৬ ছাপা ভাল হইবে না, এবং চক্ষুর ক্ষতিও হইবে । অধিকন্তু কাগজ নিকৃষ্ট হওয়ায় পুস্তক সাময়িক পত্ৰসকল বাধাইয়া রাখিলেঃ কয়েক বৎসরের মধ্যে নষ্ট হইয়া যাইবে । মোট-কথা, কাগজের মূল্য-বৃদ্ধি জ্ঞানবিস্তার ও শিক্ষণ-বিস্তারের সাহায্য না করিয়া উহাতে বাধা জন্মাইবে । চিঠির ও পুস্তকের পুলিন্দার ডাকমাশুল দ্বিগুণ হইয়াছে, অল্প টাকার ভালুপেয়েবল পুলিন্দার কমিশন দ্বিগুণ হইয়াছে, সমুদ্রয় ভ্যালুপেয়েবল পুলিন্দা রেজিষ্টারি করিতে হয় । ইহাতে জ্ঞানবিস্তার ও শিক্ষাবিস্তারের ব্যাঘাত ঘটিয়াছে, এবং প্রকাশকদের ব্যবসার ক্ষতি হইয়াছে। ইহার উপর কাগজের দাম বাড়িলে আরও বাধা জন্মিবে । যদি কাগজের কলগুলি লক্ষ্মেীয়ের কলের মত দেশী হইত, তাহা হইলেও বা আমরা কিছু দিনের জন্য বেশী দামে কাগজ কিনিতে রাজী হইতাম। কিন্তু ভারতে প্রতিষ্ঠিত বিদেশী বণিকৃদিগকে ভারতের অর্থশোষণে সাহায্য করিবার জন্ত আমরা আমদানী কাগজের উপর পণ্যশুদ্ধ বসাইবার প্রস্তাবে সম্মতি দিতে পারি না । আলাদিনের ছবি শ্ৰীযুক্ত গগনেন্দ্রনাথ ঠাকুরের অঙ্কিত আলাদিনের যে ছবির প্রতিলিপি আমরা এবার দিলাম, তাহ আলাদিনের গল্পের কোন ঘটনার নহে । আলাদিন পৰ্ব্বতগুহায় এক রহস্যময় আলোকের মধ্যে রহিয়াছে, ইহাই তিনি তাকিয়াছেন । মন্ত্রীদের বেতনের প্রস্তাব স্থগিত বাংলার মন্ত্রীদের বেতন মঞ্জুরীর প্রস্তাব গবর্ণমেণ্ট, আবার কৌন্সিলে পেশ করিতে চাহিয়াছিলেন ; কিন্তু ঐযুক্ত কুমুদশঙ্কর ও কিরণশঙ্কর রায় এবিষয়ে হাইকোর্টে প্রবাসী—খাবণ, ১৩৩১ t રકમ છેોન, ડેમ ૧૭ মোকদমা করায় বিচারপতি চারুচন্দ্র ঘোৰ্য মহাশয়ের আদেশে প্রস্তাব উপস্থিত করা স্থগিত আছে। গবর্ণমেণ্ট, পক্ষ হইতে ইহার বিরুদ্ধে আপীল হইয়াছে। প্রস্তাবটি স্থগিত রাখিবার আদেশ হওয়ায় গবর্ণমেন্ট কেন্সিলের অধিবেশনই স্থগিত রাখিযাছেন। তাহ করা ঠিক হয় নাই। কারণ এই প্রস্তাবটি ছাড়া কৌন্সিলের আরও বিস্তর কাজ ছিল । তাহাতে অকারণ বিলম্ব ঘটান অঙ্কুচিত হইয়াছে । চটিয়া হঠাৎ কোন কাজ করা বিচক্ষণ রাজনীতিজ্ঞতার পরিচায়ক নহে । পতিতাদের কবল হইতে বালিকাদের উদ্ধার পতিতাদের গৃহে কলিকাতায় প্রায় ২০০০ বালিকা আছে, যাহাদিগকে, বড় হইলে, তাহারা পাপ ব্যবসায়ে লিপ্ত করিবে । ইহাদের উদ্ধার সাধনের ক্ষমত পুলিসকে নূতন আইন দ্বারা দেওয়া হইয়াছে। কিন্তু তাহাদিগকে কোথায় রাখা হইবে, তাহা স্থির না হওয়ায় পুলিশ তাহাদিগকে পাপ-নিকেতন হইতে সরাইতে পারিতেছে না। খৃষ্টীয় মিশনারীরা তাহাদের ভার লইতে পারেন ; কিন্তু তাহা হইলে কথা উঠিতে পারে, যে, গবর্ণমেণ্ট প্রকারাস্তরে খৃষ্টিয়ানের সংখ্যা বাড়াইতেছেন। এইজন্য একটি অখুষ্টিয়ান আশ্রমের জন্য কলিকাতা · ভিজিল্যান্স এসোসিয়েশ্বন সম্প্রতি সভা করিয়া এক লক্ষ টাকা তুলিবার চেষ্টা করিতেছেন। ২৫ নং চৌরঙ্গীতে এই সভার অবৈতনিক সম্পাদকের , নামে টাকা পাঠাইতে হইবে । যে-কোন ধৰ্ম্মের আশ্রয়েই হউক, বালিকারা সৎজীবন-যাপনের জন্য শিক্ষিত ও পালিত হইলে আমরা তাহাতে কোন আপত্তির কারণ দেখি না—বিশেষত: যদি হিন্দুসমাজ এবিষয়ে নিজের কর্তব্য না করেন । কিন্তু গবর্ণমেণ্ট সাবধানতা অবলম্বন করিয়া ভালই করিয়াছেন । আশ্রম-স্থাপনে. সাহায্য সকলেরই করা কর্তব্য। ভ্রম-সংশোধন এই মাসের প্রবাসীতে ৪৭২ পৃষ্ঠার পরে ৪৬৫ হইতে ৪৭২ পৃষ্ঠা ভুলক্রমে পুনরায় দেওয়া হইয়াছে। অতএব ৪৭২ পৃষ্ঠার পর হইতে পাঠকগণ অনুগ্রহ করিয়া পরবর্তী ৮ পৃষ্ঠা ৪৬৫ (ক), ৪৬৬ (খ) এইরূপ ধরিয়া লইবেন। এই মাসের ৪৬৭ পৃষ্ঠায়— অশুদ্ধ শুদ্ধ २ग्न कलम ७ञ्च लॉईन ধূলিহীন ধূলিলীন 3¢w r- - ७श कञघ २७* लॉईन निब्रां★ांडू নিরালায় ঐ ২sশ লাইন निर्व्वांीनि निब्रांलांब्र শুদ্ধ অশুদ্ধ ৪৬৯ পৃষ্ঠায়— २भ कलभ २e* जांझेन তপলব্ধ তপোলন্ধ ২য় কলম ১ম লাইন বাধা रौीशां ২য় কলম ৩৬শ লাইন এতদিন একদিন গত জ্যৈষ্ঠের প্রবাসীতে ২১৯ পৃষ্ঠায় ২য় কলমের নীচের দিকে “ঘণ্টায়-মাইল নৌকা" প্রসঙ্গটিতে ঘণ্টায়-মাইল না হইয়া “মিনিটে: হইবে, এবং প্রসঙ্গটির ভিতরেও সেইরূপ পরিবর্তন ধরিতে l