পাতা:প্রবাসী (চতুর্বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৭১২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৫ম সংখ্যা ] সহি করেন। ১৯১৩ ও ১৯১৪ সনে ইহার আরও জুই অধিবেশন হয় । যে-সব রাষ্ট্র অহিফেন-ব্যবসায়ী তাহারা নিজেদের স্বার্থ ধাহাতে ক্ষুণ্ণ না হয়, তাহার যথাসাধ্য চেষ্টা হেগে করে। গ্রেটবৃটেন একদিকে যেমন সৰ্ব্বাপেক্ষ শক্তিমান রাষ্ট্র অপর দিকে পৃথিবীতে সেই সৰ্ব্বাপেক্ষা অধিক পরিমাণে অহিফেন উৎপন্ন করে। ফলে তাহার চেষ্টায় অহিফেন-সম্বন্ধে যে নিৰ্দ্ধারণ হয় তাহা দ্বারা জগতে অহিফেন-নিবারণের যে কোন সহায়তাই হইবে ন, ইহা স্বতঃই বোঝা যায়। এই নিৰ্দ্ধারণের দ্বিতীয় অধ্যায় ৬ষ্ঠ সৰ্ত্তে আছে—“The high parties shall take measures for the gradual contracting and offective suppression of the manufacture of, internal trade in, and use of prepared the country concerncil. opium, with due regard to varying circumstances of each unless regulations on the subject are already in force." ( Chap. II. Art. 6 ). —বৃহত্তম শক্তিগুলি ধীরে ধীরে এবং নিশ্চিন্তভাবে অহিফেন-প্রস্তুত, উহাতে ব্যবসায় এবং অহিফেন-জাত অন্যান্ত দ্রব্য নিজ নিজ দেশের অবস্থা বুঝিয়া বন্ধ করিবার জন্য—যদি কোন আইন না থাকে তবে—আইন প্রণয়ন করিবেন । e এই সৰ্ত্ত অর্থহীন । “Gradual" "ক্রমে ক্রমে,’ ‘ধীরে ধীরে’ শব্দটা ভূয়া-কথা ব্যতীত আর কিছুই নয়। একটা নিদিষ্ট সময় উল্লিখিত না হওয়াতে এই সৰ্ত্তের সকল উপযোগিতা নষ্ট হইয়া গিয়াছে। স্বাৰ্থ বড় বিষম চীজ । এই স্বার্থের লোভেই ইংরেজ-রাজ আমাদের Responsible বা স্বায়ত্ত *tion “Gradual”ভাবে—ধীরে ধীরে, ক্রমে ক্রমে দিতেছেন ; অহিফেনপ্রচার বন্ধও ঠি? সেইরূপ ধীরে ধীরে করিতেছেন। এক পাউণ্ড, অৰ্দ্ধসের করিয়া বৎসরে অহিফেন-চাষ কমাইলেও ত ই সৰ্ত্তের অঙ্গীকার বজায় থাকে। ১৯২১-২২ সালে ভারতে ব্যবহৃত হইয়াছে اهدا ه» چاه ها পাউণ্ড অহিফে এক পাউও করিয়া যদি সদয়-প্রাণ Government অহিফেন-ব্যবসায়ে ব্রিটিশরাজ, V8& ভারতের ভাগ্য-বিধাতার এই অহিফেন-চাষ কমান, তবে মাত্র ২ লক্ষ বৎসর এই অহিফেন-ব্যবসা একেবারে বন্ধ হইতে লাগিবে, কিন্তু জ্বল্পীকার ত ঠিক রাখা হইবে! এইরূপ আর একটি গর্ভ-নিৰ্দ্ধারণের ২য় অধ্যায়ের ৭ম সৰ্ত্ত :– f. "The contracting powers shall prohibit the importation and exportation of prepared opium ; however, those nations which are not yet ready to prohibit the exportation of prepared opium at once, shall prohibit such exportation as soon as possible. —সর্বে স্বাক্ষরকারী রাষ্ট্রগণ স্ব-স্ব রাষ্ট্রে অহিফেন হইতে প্রস্তুত দ্রব্যাদির আমদানি ও রপ্তানি বন্ধ করিবেন। তবে যে-সব রাষ্ট্র উহা বৰ্ত্তমানে বন্ধ করিতে , রাজি নহেন, তাহারা যত শীঘ্র হয় তাহা করিবেন। এই সর্তটিও ষে ‘আইনের ফাকি ব্যতীত অন্য কিছু নহে, তাহা একটু বিচার করিলেই দেখা যায়। অহিফেন হইতে প্রস্তুত কোন দ্রব্যই ( অর্থাৎ মফিয়া প্রভৃতি } বর্তমানে আর কেহ রপ্তানি করে না। কাচা অহিফেনই বৰ্ত্তমানে রপ্তানি করা হয়, এবং যে-সব রাষ্ট্রে উহা বিক্রীত হয়, তাহারাই উহাকে মফিয়া ইত্যাদিতে পরিণত করিয়া লয়। হংকং, সিঙ্গাপুর, সেইগন, ম্যাকাও প্রভৃতি স্বদূর প্রাচ্যের ( Far East ) সৰ্ব্বত্রই অহিফে* মফিয়া প্রভৃতিতে পরিণত করার কারখানা স্তাছে। তাই তাহার কেহই অহিফেন-জাত দ্রব্যাদি আমদানি করে না । এইরূপেই হেগ-নিৰ্দ্ধারণের ৭ম সর্তকে বজায় ১ রাখা হইয়ছে। স্বাক্ষরকারী রাষ্ট্রদের যদি সত্যসত্যই অহিফেন-পাপ নিবারণের জন্য আস্তরিক ইচ্ছা থাকিত, তাহা হইলে তাহার কাচা অহিফেন রপ্তানি ও আমদানির বিরুদ্ধেই সর্ত করিত । *。 গোজ-মিল দেওয়ার একটা গুপ্ত ইচ্ছা এইরূপ কতকগুলি সৰ্ত্তের মধ্য দিয়াই পরিস্ফুট হইয়া উঠিয়াছে। ইংরেজই পৃথিবীর মধ্যে সৰ্ব্বাপেক্ষ বড় অহিফেন- “ ব্যবসায়ী ; ইংরেজই স্বাক্ষরকারী শক্তিগুলির মধ্যে সৰ্ব্বাপেক্ষ শক্তিমান । তাই স্তায় ও ধর্শ্ব বাচাইতে ষে