পাতা:প্রবাসী (চতুস্ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/১৯৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

“সত্যম্ শিবম্ সুন্দরমূ” “নায়মাত্মা বলহীনেন লভ্যঃ” ৩৪শ ভাগ } আগ্রহণজ্জণ= ১৩৪১ } ২য় সংখ্যা ২য় খণ্ড 始 আবেদন রবীন্দ্রনাথ ঠাকুর পশ্চিমের দিকৃসীমায় দিনশেষের আলে৷ পাঠালো বাণী সোনার রঙে লিখা,— “রাতের পথে পথিক তুমি, প্রদীপ তব জালো, প্রাণের শেষ শিখা ” কাহার মুখে তাকাব আমি, আলোক কার ঘরে রয়েছে মোর তরে, সঙ্গে যাবে যে আলোখানি পারের ঘাটপানে এ ধরণীর বিদায়বাণী কহিবে কানে কানে ; মম ছায়ার সাথে আলাপ যার হবে নিভৃত রাতে । ভাসিবে যবে খেয়ার তরী কেহ কি উপকূলে রচিবে ডালি নাগ-কেশর ফুলে তুলিয়া আনি চৈত্রশেষে কুঞ্জবন হতে ভাসায়ে দিবে স্রোতে p - আমার বঁাশি করিবে সারা যা ছিল গান তার সে নীরবতা পুর্ণ হবে কিসে ?