পাতা:প্রবাসী (চতুস্ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/২৫৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

SS8 অনাবিল নিষ্কলঙ্ক স্বর্যরশ্মি সেবনে মুতপ্রায় রোগীদের জীবনীশক্তি ধীরে ধীরে ফিরিয়া আসে, আবার তাহারা সুস্থ সবল মকুব হইয়া উঠে । এই ভাবে এই সুন্দর দেশটার বুকের অমৃতধারায় আজি কত শত যক্ষ্মীরোগী বঁচিয়া উঠিতেছে ! পৰ্ব্বতগাত্র ক্ষুদ্র গ্রাম স্তানীটোরিয়ামগুলিতে ১৯০৩ খৃষ্টাব্দের পূর্ব পর্যন্ত শুধু যক্ষ্ম 1-রোগীদের চিকিৎসাঙ্গ হইত। অবশ্ব সুইজারল্যাণ্ডের বfহরে আঠান্ত দেশেও স্তানাটোরিয়াম আছে । কিন্তু আবহাওয়া ও সূর্য্যরশ্মি দ্বারা অস্থোপ৮াবে #3:34.4% oft:(4 (Surgical tuberculosis চিকিৎসা এই সুইজারল্যাণ্ডের অন্তর্গত লেজ" নামক স্থান ছাড়া অঙ্গ কোথাও হয় না । গত ১৯০৩ খৃষ্টাব্দে ডাক্তাৰ অগষ্টি রোলিয়া নামে এদেশের একজন চিকিৎসক নুতন পদ্ধতিতে এই রোগের চিকিৎসা লেজাতে আরম্ভ করেন । ইহার পুৰ্ব্বে এ চিকিৎসার প্রচলন ছিল না । ডাক্তার রোলিয়া এবং তাহার নূতন প্রণালীগত চিকিৎসার খ্যাতি আক্ত সমস্ত পৃথিবীতে ছড়াইয়া পড়িয়াছে—শুধু পৌছে নাই আমাদের ভারতবর্ষে । এ খ:নকার সাধারণ লোকের কথ ছাড়িয়া দিলে চিকিৎসকদের ভিন্ধর খুব অল্প সংখ্যকই এ ఫినD8ఫి সংবাদ অবগত আছেন বলিলে অন্তীয় হইবে না। এই চিকিৎসাপ্ৰণালী সম্বন্ধে বিশদ বিবরণ আমাদের দেশের জনসাধারণ, বিশেষতঃ চিকিৎসকগণের গোচরীভূত করার যথেষ্ট প্রয়োজন আছে । বৰ্ত্তমান প্রবন্ধে লেজ"ার একটু বিবরণ দিতে চেষ্টা করিব । কিন্তু তৎপুৰ্ব্বে যাহার অধ্যবসায়-গুণে লেজ"। আজ জগদ্বিখ্যাত সেই সূর্য-উপাসক ডাক্তার রোলিয়। প্রধানতঃ কি সূত্র হইতে স্থৰ্য্য-চিকিৎসক হইয়া পড়িলেন সে-সম্বন্ধে সামান্ত দুই-একটি কথা বলিতে চাই । অগাষ্ঠী রোলিয়ার নিবাস সুইজারল্যাণ্ডের অন্তর্গত লোজানের ( Lausanne) নিকটবর্তী নোশাতেল নামক স্থানে । ঠাহীর পিতা এক জন অধ্যাপক ছিলেন । অগষ্টি স্কুলে অধ্যয়নকালে তাহার সহপাঠীদের ও নিজের গায়ের রঙের পার্থক্য লক্ষ্য করেন । লেজার অপর দৃপ্ত তাহার চামড়ার রং ফ্যাকাশে আর কৃষকদের ছেলেদের রোদে পোড়া । শারীরিক শক্তিতে কৃষকদের ছেলেরা র্তাহার অপেক্ষ অনেক শ্রেষ্ঠ ছিল । এই সব ছেলেদের নিশ্চয়ই ভাল আহার-বিহারের ব্যবস্থা ছিল না । তবে তাহাদের শক্তি তাহার চেয়ে বেশী কেন ? তিনি চিত্ত৷ করিয়া স্থির করিলেন রোদ লাগিয়া উহাদের শরীরের