পাতা:প্রবাসী (চতুস্ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৩৪৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পোষ শিকাগে। বিশ্র-প্রদর্শনী Nර් مسوا ఫి / বিশ্ব-প্রদর্শনীর পতাকা-শোভিত তোরণ-দ্বার পেধিকে বিভূধিতা এক অনিন্দাসুন্দরী ইতালীয় রূপসী ; তাহারই পাশ্বে হলাণ্ডের স্বাস্থ্যবর্তী এক মহিলা, অবশেঘে আছেণ্টিনার এক নমিতাঙ্গী তন্ত্ৰী তরুণ, অদূরে ভারতের মহিমময় নারী-প্রগতির উদ্বোধনবাণী বহন করিয়া শ্ৰীমতী মুথুলক্ষ্মী উপবিষ্ট ছিলেন । বিশ্বের নারী-প্রগতির যাবতীয় বিধয় সভায় পুঙ্খানুপুঙ্খরূপে আলোচিত হইয়াছিল, শিল্প সাহিত্য সঙ্গীত ও কবিতা রচনা বিষয়েও মহিল{গণের দীনের প্রসঙ্গ সভায় আলোচিত হয় । তাহীদের বিজ্ঞপ্তির এক স্থানে লিখিত আছে— Ilei ce it is : gainst tocial systen s, mot nion, that wo ! hunch our second wonen movement. “সমাজতন্ত্র সম্বন্ধীয় ব্যাপারে আমরা আমাদের দ্বিতীয় নারী আন্দোলন চালিত করিব-পুরুষদের বিরুদ্ধে নহে।” বর্তমান বৎসরের অধিবেশন আরও বৃহত্তর, জনপ্রিয় ও সুন্দরতর হইয়া উঠিয়ছে । গগনম্পর্শ অট্টালিক, সাজসজ্জার

পারিপাট্য, প্রদর্শিত দ্রবোর বৈচিত্রা অনেকাংশে পূৰ্ব্ব বৎসর অপেক্ষা শ্রেষ্ঠ বলিয়া প্রতিপন্ন হইয়াছে । সৰ্ব্বাপেক্ষা মনকে আকৃষ্ট করে প্রদর্শনীর অগণিত সৌধশ্রেণী । ইহারা নানা বর্ণের ও নানা কারুকার্য্য-সম্বলিত স্থপতিবিদ্যা ও ভাস্কৰ্য্য শিল্পের নিদর্শন-স্বরূপ সগৰ্ব্বে দণ্ডায়মান রহিয়াছে । প্রদর্শিত দ্রব্য অপেক্ষ ইহার অধিকতর মনোহারী । গত দুই সহস্র বর্ষ ধরিয়া ইউরোপ ও শ্ল’মেরিকার অধিবাসিগণ স্থাপত্য-শিল্পে প্রাচীন গ্রীসের অনুসরণ করিয়া আসিয়াছে। ঈজিপ্ট ও ব্যাবিলোনিয়ার মৰ্ম্মর-সৌধ তাহাদিগকে কম আকৃষ্ট করে নাই, কিন্তু বর্তমানে লৌহ প্রভৃতি ধাতু ও গৃহনিৰ্ম্মাণের অন্তান্ত দ্রব্য পূৰ্ব্বাপেক্ষা সুলভ হওয়ার এখানে সেই প্রাচীনতম রীতির আর অন্ধ অনুকরণ করা হয় নাই ; তজ্জন্ত প্রাচীন রীতির কোনও স্পর্শ বা লক্ষণ ইহাতে দুষ্ট হয় না বলিয়া অনেকে প্রদর্শনীয়