পাতা:প্রবাসী (চতুস্ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৪৭০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

な、の এই মানুষগুলি মাটির পৃথিবীতে নামিয়া, চলিয়া ফিরিয়া বেড়াইতেছে। তাহারা গোর, মুচরিত, ললিতার নিখুৎ ফোটোগ্রাফ না হইলেও, একই জাতের যে মানুষ তাহা বুঝিতে বিলম্ব হয় না। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, সংসারে ভাল জিনিষের অনুকরণের বহু পূৰ্ব্বেই মন জিনিষর অনুকরণটা আরম্ভ হয়। তাই আধুনিকতম লেখকদের এক দল যে অতি বিকৃত ও অতি আসার কতকগুলি নরনারীর চরিত্র অঙ্কিত করিতেছেন, তাহাদেরও অনুকরণে ঐ রূপ স্ত্রীপুরুষ গড়িয়া উঠিয়াছে ও দেশের দুর্ভাগ্যবশতঃ এদিক-ওদিকে দেখা দিতে আরম্ভ করিয়াছে। কয়েক বৎসর পূৰ্ব্বে গল্পের পাতায় যখন এই সব অতি-আধুনিক ছেলেমেয়ের সাক্ষাৎ পাইতাম, তখন হাসিয়াই উড়াইয়া দিতাম যে এ রকম জীবের আবির্ভাব আমাদের দেশে অসম্ভব। কিন্তু ইংরেজীতে &Rto atto, Talk of the devil, and he appears.” “শয়তানের কথা বলিতে-না-বলিতে শয়তানের আবির্ভাব হয়,” আমাদেরও অবস্থা হইয়াছে তাই । ক্রমাগত শয়তানের কাহিনী বর্ণনা করিয়া করিয়া আমরা আজ শয়তানকে মর্ত্যলোকে সশরীরেই টানিয়া আনিয়াছি । ইহার জন্ত ঐ অসৎ ও অসার সাহিত্য একেবারেই যে দায়ী নয়, তাহা কোনোক্রমেই বলা যায় না । সুতরাং А ем" 8 "প্রবাসী; F్య 74 F * *A్మ: ج. في ك به هة 雷.、。令 t': ': * թ, Վ՝ هو4 ه ي ، ه هاي" في : " بي Ծ՝. Ն ჯw':: S$$2 & , , * * 竺、 امیه خراسانه d 魄 د8(کده আজকাল সাহিত্যসেবী মাত্রকেই কলম ধরিবার পূৰ্ব্বে ভাবিতে হইবে। নিজের সংসারে, ভাই-ভগিনী, পতি-পত্নী বা পুত্র-কন্ত রূপে যাহাঁদের কল্পনা করা অসম্ভব, সেইরূপ কতকগুলি অভি-বিকৃত চরিত্রকে ছাপার অক্ষরে চিরস্থায়ী করিবার ইচ্ছাটাকে যথাসাধ্য দমন করিয়া যাওয়াই উচিত । বস্তুতান্ত্রিকতার (Realism-এর) নামে কত অসম্ভব ও অস্বাভাবিক জিনিষই যে আজকাল সাহিত্যে স্থান পাইতেছে তাহার ঠিকানা নাই। বাস্তব (Real) ত অনেক জিনিষই । ভদ্র, শ্লীল, ও সৎ হইলেই সে জিনিষগুলির বাস্তবতা কিছু নষ্ট হইয়া যায় না । তবে সেগুলি বাদ দিয়া যত অভদ্র ও অশ্লীল বাস্তবের প্রতি এত পক্ষপাত কেন, তাহা ত বুঝিয়া উঠিতে পারি না । মাদার ইণ্ডিয়ার ( Mother Indiaর ) কুখ্যাত লেখিকা মিস মেয়োকে যে-কারণে মহাত্মা গান্ধী নর্দাম-ইন্সপেক্টর ( Drain Inspector ) বলিয়ছিলেন, সেই কারণেই এই ধরণের বাস্তব চিত্রের চিত্রকরদের নৰ্দ্দামাইন্সপেক্টর এবং পাগলাগরিদের পরিদর্শক বলা চলে। যাহা লিখিব তাহ চিরকাল শুধু কাগজের উপরে ছাপার অক্ষরে থাকিয়া যাইবে না, মনুষ্যসমাজে মুৰ্ত্তি ধরিয়াও বিচরণ করিবে, এই সম্ভাবনাটা আজকাল সকলেরই মনে রাখিয়া চল ভাল ।

  • *

بين " قد =sجد عبيد