পাতা:প্রবাসী (চতুস্ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৫৪৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

&వెర్రీ সব মত প্রবাসীর বর্তমান সংখ্যায় প্রযুক্ত রমেশচন্দ্র বঙ্গোপাধ্যায়ের প্রবন্ধে তাহারা সঙ্কলিত দেখিতে পাইবেন। কেশবচন্দ্র সেনের স্মৃতিসভা র্যাহারা ধৰ্ম্মীনুরাগী ও ধৰ্ম্মের প্রয়োজনীয়তা স্বীকার করেন, তাহারা কেশবচন্দ্র সেনকে প্রতি বৎসর স্মরণ করিয়া সমবেত ভাবে তাহীর প্রতি শ্রদ্ধা প্রদর্শন কর্তব্য বলিয়া বুঝেন। যাহারা সমাজ-সংস্কার আবগুক মনে করেন কিন্তু ধৰ্ম্ম সম্বন্ধে উদাসীন, তাহারাও এই সাধু পুরুষের প্রতি শ্রদ্ধাপ্রদর্শন কর্তব্য মনে করেন । আধুনিক যুগে রামমোহন রায় সতীদাহ নিবারণের চেষ্টা করিয়া এক দিক দিয়া সমাজসংস্কার আরম্ভ করিয়াছিলেন বটে, কিন্তু অসবর্ণ-বিবাহপ্রচলন, বালিকাদের বিবাহের বয়সৰ্বদ্ধি, সুরাপান-নিবারণ, প্রভৃতির চেষ্টা বিশেষ করিয়া কেশবচন্দ্রই প্রবর্তন করেন। বাংলা ভাষা ও সাহিত্যের উন্নতিও কেশবচন্দ্রের দ্বারা হইয়াছিল। মহর্ষি দেবেন্দ্রনাথ প্রধানতঃ ধৰ্ম্মাচাৰ্য বলিয়াই সুবিদিত হওয়ায় তিনি যে বাংলার সুলেখক ছিলেন তাহ যেমন লোকে ভাবে না, তেমনি কেশবচন্দ্রকেও লোকে কেবল ধৰ্ম্মাচাৰ্য্যই মনে করায় তিনি যে সরল ও প্রাণস্পশা বাংলা বলিতেন ও লিখিতেন, তাহা আমরা অনেক সময় ভুলিয়া থাকি। সস্তায় বাংলা খবরের কাগজের বহুল প্রচার তিনিই প্রথমে “সুলভ সমাচার” দ্বারা করেন। উহার দাম ছিল এক পয়সা । আমাদের মনে পড়ে আমরা যখন বাঁকুড়া জেলা-স্কুলে পড়ি তখন উহার অন্ততম শিক্ষক ভোলানাথ অধ্বষু সপ্তাহে ১৪০খানা পর্যন্ত ঐ কাগজ আনাইয়া বিক্ৰী করিতেন। প্রথম পৃষ্ঠায় উহার নামের নীচে চারি পংক্তি পদ্য ছাপা থাকিত। প্রথম দুই ছত্ৰ— “সহজে পাইতে যদি চাও জ্ঞানধন সুলভ সংবাদপত্র কর অধ্যয়ন ।” अछ झूहे १२खि द् िमtन नहेि। उँशंग्र शूख-गरथी রঙীন কাগজে ছাপা হইত ও আমাদের বড় প্রিয় ছিল। থৈবামনী ; ఏ98ు

  1. foss (communistic principle A) of often উহা অবং রুশিয়ার কমু্যনিজমের মত হিংসার দ্বারা প্রবর্তিত হয় নাই—মানবপ্রীতিরই উহা বাহ প্রকাশ ছিল।

ব্রাহ্মসমাজের বাহিরেও কেশবচঞ্জের প্রভাব বিশেষরূপে অনুভূত হইয়াছিল। যাহারা পরমহংস রামকৃষ্ণের মণ্ডলীভুক্ত বা মণ্ডলীভুক্ত না হইলেও তাহার প্রতি ভক্তিমান, তাহারা পরোক্ষভাবে কেশবচন্দ্রেরও নিকট ঋণী। কারণ রামকৃষ্ণ ও কেশব উভয়ের আধ্যাত্মিকতা যেমন নিজ নিজ স্বতন্ত্র ও স্বাধীন সাধনায় তেমনি অংশতঃ পরস্পরের প্রভাবে বিকশিত হইয়াছিল । শ্ৰীযুক্ত করুণাদাস গুহ শ্ৰীযুক্ত করুণাদাস গুহ যে সিংহল গবন্মেণ্টের পণ্য-শিল্পবিষয়ক পরামর্শদাতা নিযুক্ত হইয়া সিংহল গিয়াছেন, ইংরেজীতে ইণ্ডিয়ান মিরারও কেশবচন্দ্র প্রতিষ্ঠিত করেন। তাই প্রবাসীতে অাগে লেখা হইয়াছে। তিনি রঙ্গের DDD DBBDB BBD DD DD DtS DDD BBBB BBBBBBB BBB BBS BBBB uD DDDBBB BBBB BBBD DDDD DD BBBS BB BBBB BBBB BBB