পাতা:প্রবাসী (চতুস্ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৬১৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বাংলা ভাষার প্রশ্নপত্র শ্ৰীসনৎকুমার সিংহ কলিকাতা বিশ্ববিদ্যালয় আমাদের মাতৃভাষাকে সম্মানের আসনে বসাইয়াছেন। সুধীবৃন্দ বঙ্গভাষাকে শিক্ষার বাহন করিবার জন্য চেষ্টাও করিতেছেন। বঙ্গভাষা এখন কিয়ং পরিমাণে সমুদ্ধিশালিনী । কিন্তু আক্ষেপের বিষয়, প্রবেশিকা, আই-এ, বি-এ, এবং এম-এ পরীক্ষার বাংলা ভাষার প্রশ্বপত্র ইংরেজী ভাষায় করা হয়। বহুদিন হইতেই এইরূপ চলিয়া আসিতেছে। কিন্তু ইহার কোনরূপ সঙ্গত কারণ নাই । যাহারা বাংলা ভাষা ও বাংলা সাহিতো পরীক্ষা দিতে যাইতেছে, তাহদের ইংরেজী ভাষায় মুদ্রিত প্রশ্নপত্র দেওয়া হয় কেন ? বঙ্গভাষা ও সাহিত্যের প্রশ্ন করিতে হইলে কি ইংরেজী ভাষার সাহায্য ব্যতিরেকে তাহ হয় না ? ইহা কি লজ্জার কথা নহে যে, কলিকাতাবিশ্ববিদ্যালয়ের মত ভারতবর্ষের একটি প্রধান বিশ্ববিদ্যালয়ের সকল পরীক্ষারই বাংলা প্রশ্নপত্রে আগাগোড়াই ইংরেজী হরফ, কেবলমাত্র যে-অংশ ব্যাখ্যা করিতে হইবে—যাহা ইংরেজীতে দেওয়া অসম্ভব—তাহাই শুধু বাংলা হরফে মুদ্রিত হয় ? এমন বহু ছাত্র আছেন র্যাহারা ইংরেজীতে দেওয়া প্রশ্ন অপেক্ষা মাতৃভাষায় দেওয়া প্রশ্নকে উত্তমরূপে হৃদয়ঙ্গম করিয়া সুচিস্তিত উত্তর প্রদান করিতে পারেন। ইংরেজী ভাষার প্যাচ-দেওয়া কঠিন শব্দে বাংলা ভাষার প্রশ্ন করিয়া এই সকল ছাত্রদের উপর কিরূপ অবিচার করা হয়, প্রশ্নকৰ্ত্তার বোধ হয় তাহ খেয়াল করেন না। অনেক সময়ে বি-এ, এম-এ পরীক্ষার বাংলা প্রশ্ন বেশ কঠিন হয়, এবং সেগুলি ইংরেজী ভাষায় মুঞ্জিত থাকায় তাহাদের মাতৃভাষায় অর্থ করিয়া প্রাঞ্জল ও সরলভাবে হৃদয়ঙ্গম করিতেই ছাত্রদের অনেকটা সময় অযথা নষ্ট হয় । ইহার জন্ত কাহার। দায়ী ? ইংরেজী ভাষার অনাদর বা অবহেলা করিতেছি না, কিন্তু বঙ্গভাষা ও সাহিত্যের প্রশ্নপত্র বঙ্গভাষাতেই হওয়া শোভন ও সঙ্গত নহে কি ? ইংরেজী ভাষা ও সাহিত্যের ছাত্রকে পরীক্ষার সময়ে জাৰ্ম্মান বা ফরাসী ভাষায় মুদ্রিত প্রশ্নপত্র দিলে সে কি করে ? অবশ্য কথা উঠিতে পারে যে কলিকাতাবিশ্ববিদ্যালয়ে ইংরেজী অবগুশিক্ষণীয় ভাষা । কিন্তু তাই বলিয়া যে ষাংলা প্রশ্নপত্র ইংরেজী ভাষাতেই করিতে হুইবে, ইহার কি যুক্তি আছে ? একথা মানিতেই হইবে যে, যাহার বঙ্গভাষার ও সাহিত্যের প্রশ্নকৰ্ত্তা তাহারা সকলেই বঙ্গসাহিত্য ও ভাষাটিকে সম্যকরূপ আয়ত্ত্ব করিয়াছিলেন, এবং বঙ্গভাষা ও সাহিত্যে তাহদের যথেষ্ট জ্ঞানের পরিচয় পাইয়াই তাহাদের প্রশ্নকৰ্ত্ত নিযুক্ত করা হইয়াছে। তবে কেন তাহারা প্রশ্নগুলি করিবার সময়ে ইংরেজী ভাষার কাছে ভিক্ষা করিতে যান ? ইহা কি হান্তকর ব্যাপার নহে যে, যে-ভাষায় উত্তর লিখিতে হইবে সে-ভাষায় সেই উত্তরের প্রশ্ন করা চলে না ? এ-কথাও নিশ্চিত যে, বঙ্গভাষার এতবড় দৈন্ত ঘটে নাই যাহাঁতে প্রশ্নপত্র করিবার সময় শব্দের বা ভাবের অনটন পড়ে । বাংলা প্রশ্নপত্র ব্যাপারে কলিকতা-বিশ্ববিদ্যালয় মাতৃভাষার উপর অনাস্থ প্রকাশ করিতেছেন বলিয়াই বোধ হয়। গিণ্ডিকেটের সভ্যবৃক্ষ এবং বঙ্গভাষার অন্ততম সেবক আশুতোধের সুযোগ্য পুত্র বর্তমান ভাইস-চ্যান্সেলারের দৃষ্টি এই বিষয়ের উপর আকর্ষণ করিতেছি।