পাতা:প্রবাসী (চতুস্ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৬৮৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ফান্তন বিবিধ প্রসঙ্গ—ঢাকায় সেন্টাল ব্যাঙ্কের শাখায় বাঙালী এজেন্ট ৭৩৫ উহা বর্জন করেন, তাহারও বিরোধী তহরি ;– কেবল মাত্র যিনি উহ “গ্রহণ করেন না বর্জনও করেন না" তিনিই তাহীদের দলভুক্ত । মিঃ জিন্নার প্রস্তাবের প্রথম অংশ বলিতেছে, “এই বাবস্থাপক সভা, বাটোয়ারটি যত দূর গিয়াছে তত দূর, উহ! গ্রহণ করিতেছে।” ব্যবস্থাপক সভার দে সব সভ্য উহা গ্রহণ করেন না ( এবং বর্জনও করেন না ) উfহাদের নিশ্চয়ই বলা উচিত ছিল, “না, আমরা উহা গ্রহণ করি না ।” তাঁহার পর যদি আর কেহ প্রস্তাব করিতেন, “এই ব্যবস্থাপক সভা বাটোয়ারাটা বৰ্ত্তন করিতেছে,” তথনও তাহীদের বলা উচিত ছিল, “না, আমরা উহ। বৰ্জ্জন করি না ।” অবশু, দুইবার এই দুই রকমে ভোট দিলে তাহা একটা হস্তিকর ব্যাপার হইত। কিন্তু উপায় কি ? তাহীদের “না-গ্ৰহণ না-বর্জন” ব্যাপারটাই ধে চান্তকর । উহার সোজা মানে দাড়াইয়াছে “গ্রহণ,” এবং জিনিষটা ভাল বলিয়া গ্ৰহণ নহে-সহিস ও দৃঢ়তার অভাব রাষ্ট্রনৈতিক কূট চাল ভেদ করিবার শক্তির অভাবে গ্রহণ, কয়েক জন স্বীজাতিকতার ছদ্মবেশ ও ছদ্মনামfরী চতুর লোকের ছলনায় প্রতারিত হইয়া গ্রহণ । ব্যবস্থাপক সভার অধিকাংশের সাম্প্রদায়িক বাটোয়ারায় সম্মতির মূল্য ভারতীয় ব্যবস্থাপক সভা কি পরিমাণে দেশের লাকদের প্রতিনিধিস্থানীয় তাহীর আলোচনা না করিয়া, হা ধরিয়া লওয়া যাক যে, উহার নির্বাচিত সদস্তের শের লোকদের প্রতিনিধি । তাহ হইলে, সাম্প্রদায়িক টোয়ার দেশের লোকে অমুমোদন করে কি না তাহা বস্থাপক সভার ভোট দ্বারা স্থির করিতে হইল, কেবল সর্বাচিত সদস্তদেরই ভোট লওয়া উচিত ছিল । তাহা করিয়া গধৰ্ম্মেণ্ট সরকারী সদস্ত এবং সরকারের মনোনীত দস্তদিগকেও ভোট দেওয়াইয়াছেন । ইহঁদের ভোটের হায্যে, এবং তদুপরি কংগ্রেস পালেমেন্টারী সাপ্তদের রিপেক্ষতা, যে প্রাট অধিকাংশের ভোটে গৃহীত হইয়াছে, তাহা দেশের লোকদের অনুমোদিত বলি:ল নিতান্ত মিথ্যা কথা বলা হইবে । মিঃ জিন্নার প্রস্তাবের সমর্থক ৬৮ জন সদস্তের মধ্যে ২৫ জন গবন্মেণ্ট সদস্য, ৯ জন গবন্মেণ্ট-মনোনীত সদস্ত, এবং বাকী ৩৪ জন মুসলমান সদস্ত । সুতরাং অ-মুসলমান নিৰ্বাচিত সদস্য এক জনও উহার পক্ষে ভোট দেন নাই । ইহাও লক্ষ্য করিবার বিষয়, যে, কংগ্রেসের “ন-গ্ৰহণ না-বর্জন” নীতি মুসলমানদিগকে খুশী করিবার জন্ত অভিপ্রেত হইলেও, এক জন অকংগ্রেসী মুসলমান সদস্তও একারণে নুতন করিয়া কংগ্রেসী দলে গিয়া ভোটের সময় নিরপেক্ষতা অবলম্বন করেন নাই । ঢাকায় সেন্টাল ব্যাঙ্কের শাখায় বাঙালী এজেণ্ট সেণ্ট,াল ব্যাঙ্ক অব ইণ্ডিয়া ভারতবর্ষের একটি প্রধান ব্যাঙ্ক । ঢাকায় সম্প্রতি ইহার একটি শাখা খোলা হইয়াছে । লীযুক্ত গোকুলকুঞ্চ দ খাড়া ঐযুক্ত গোকুলঙ্কক দে ধাড়াইহার এজেন্ট নিযুক্ত হইয়াছেন।