পাতা:প্রবাসী (চতুস্ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৭৪৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চৈত্র লিতেছেন—কি রাগিণী আলাপ করছে জান?-বাগেঞ্জ)।– বলিয়া নিজেই গুণ-গুণ করিয়া রাগিণী ভাঞ্জিতে আরম্ভ করিল। তরু আসিয়া সম্মুখে দাড়াইল । ছোটদাদা বলিল—তরু ? আয়- ব’ল ! তরু ছোটদাদাকে দেখিতেছিল—সত্যই ছোটদাদার ঢউ-খেলানো চুলে আজ সাদা রং ধরিয়াছে—তাহাতে আর সে বিদ্যাসও নাই । কঁচি সোনার মত রং তামাটে হইয়া আসিয়াছে— র্যাল্যের ব্যায়ামপুষ্ট সবল দেহ যেন জীর্ণ শিথিল—গায়ের চামড়ায় কুঞ্চন ধরিয়াছে । ছোটদাদা বলিল—কেটেছে তাল বেটাচ্ছেলে । তরু বলিল—রাগ করেছ ছোটা ? হাসিয়া ছোটদাদা বলিল-না রে--রাগ করব কেন ? —তবে কি বলছিলে না ব'লে চলে এলে যে ? —কুই শুন্‌লি কই—আঃ, আবার তাল কেটেছে— াৈড়া ত ব'লে আসি বেটাকে ! তরু বলিল—কি কথা ছিল ব'লে তবে যেতে পাবে। চরকালই কি মানুষের একভাবে যায় ? ছি—ছি--fছ ! ছোটদাদা বলিল—বলছিলাম কি-ছোটবোঁ বড় কাতর হয়ে পড়েছে-মানে ওর ছেলে হবে তা জানিস ত ? হাসিয়া ফেলিয়া তরু বলিল-স্থ্যা তা জানি । ছোটদাদাও একটু বোকার মত হাসিয়া বলিল—মনে বেশী বয়সে ছেলে হবে—আর আজকাল হয়েই আছে । মনে-কাল থেকেই শরীর যেন—আঃ বল না গো তুমি । তঙ্ক আবার হাসির বলিল—তুমিই বল। ছোটদাদা বলিল—তাই বলছিলাম--রায়াটা যদি এক জায়গায় এ-কলি জুই চালিয়ে দিস, তবে বড় ভাল হয়। उङ्ग ८झाँक्नेरपोरब्रज निकः अििनम्न थ* कब्रिग-शब्लौब्र fক ভেঙেছে ছোটবোঁ ? ছোটবোঁ বলিল—ধ্যা ভাই কেমন ধেন— । তফ ভাইকে প্রশ্ন কলি-নাই এখুনি বলে রেখেছত ছোট দা ? --- 聯 觀° *‘ 橡 cनहेलेिमहें बाब ছোটনে একট পুত্র প্রাধ করি কুলীমের মেয়ে RS अजन श्ब्रl *फ़िल । ८झाँ?भांभ झण-झण cमtब उक्लद्र দিকে চাহিয়া বলিল—কি হবে তরু ? তরু কোন কথা বলিল না—সে আপনার বাড়ি চলিয়া গেল । মিনিট কয়েক পরেই আবার ফিরিয়া ছুইটি টাকা তাইয়ের হাতে দিয়া বলিল—ষাও ডাক্তার ডেকে নিয়ে ஆச ! ডাক্তার আসিয়া দেখিয়া ভরসা দিয়া বলিলেন--বিশেষ কিছু ভয় নেই নবজাত মানবকটি লসম্প্রrব চীৎকার করিতেছিল । ডাক্তার তাহাকে কোলে লইয়া বলিলেন—বাঃ বড় সুন্দর খোকা হয়েছে । এর যে একটা ব্যবস্থা করা দরকার—এক-আধ দিন ত নয়, এখন মাসখানেকই ধ'রে iখুন। তরু অলঙ্কোচে আঁতুরঘরের মধ্যে প্রবেশ করিয়া খোকাকে কোলে তুলিয়া লইল । এই বোধ হয় চতুর্থ অঙ্কের সমাপ্তি। 峰 轉 據 峰 ছোটবোঁ ভাল হইয়। উঠিল । কিন্তু মা হওয়া তাহার হইল না । সে-ই হইল ধাত্রী—আর তরু হইল মা । সঙ্গে সঙ্গে তাহার জীবনে একটা অভূতপূৰ্ব্ব পরিবর্তন ঘটিয়া গেল। ষে-কয়দিন সে তারণকে জীবনে নিবিড় তাবে পাইয়াছিল, সে-কয়দিনের মধ্যেও তাহার এত মিষ্ট কথা কেহ কোন দিন শুনে নাই ! জীবনের মেহের মুধার ভাণ্ডার সে যেন উজাড় করিয়া দিল । গুৰু স্নেহই নয়-- তাহার জীবনের সঞ্চয় সামর্থ্য সমস্ত দিয়া ছোটদাদার সংসারট প্রাণপণে আঁকড়াইয়া ধরিল । সঙ্গীতবিৎ ছোটদাদাও ইপি ছাড়িয়া ৰাচিল । বলিল— আঃ, বাচলাম আমি তক্ষ— তক্ষর ছায়ায় এবার জুড়োব আমি। তঙ্ক এখন আর রাগ করিল না—হাসিয়াই বলিল—ওই শিখেছিলে শুধু—কথার ঝুড়ি—আর কত্তে ধাখিনাক । ছোটদাদাও হাসিয়া বলিলেম-আয় আজ একবার তোর মাথায় কত্তে ঋগিনাক বাজিয়ে দি। -খবরার ছোটুম্বী—তাল হৰে ন বলছি। খোকার ছুষ গরম করব, সরে । : * .