পাতা:প্রবাসী (চতুস্ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৭৯৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*総? ীে প্রবাসী ; ఎనిరిఎ —ও, তাহ’লেই হয়েছে। না বাপু, তোমার গিয়ে কাজ নেই, কিছুদূর গিয়ে বলবে কোলে কর । আমরা এখন সাত-আট বাইল হাটব । —সে আমি খুব পারি। একবার আমি দেওঘরে দশ মাইল হেঁটেছিলুম। --অারে, এ দেওঘর নয় । এখন কোথায় যাওয়া যায় ? —যে পথে যায় চোখ চল সেই পথে । —রখি তোমার কবিত্ব পড়বে চাপ রথে, ওরে সরে ীিড়া । —আমি বলি, যে নতুন যুদ্ধজাহাঙ্গ এসেছে সেট। দেখে আসা যাক। —জাহাজে উঠতে দেবে ? ভেতরে যেতে দেবে ? --তা দেবে না । —জাহাজ দেখে কিন্তু চৌরঙ্গী হয়, সাহেবের বাজার হয়ে আসব। —না ভাই, আমাদের বোটানিক্যাল গার্ডেন যাবার কথা ছিল | *> براهي --বেশ, জাহাজ দেখে চাদপাল-ঘাট থেকে যাওয়া স্বাবে । --আমি দেখি নি বোটানিক্যাল গার্ডেন । —কি বা তুমি দেখেছ । --কিন্তু আমার সঙ্গে ভ বেশী পয়ল নেই। —আমার আছে, এক টাকা— হাপপ্যান্টের পকেট হইতে বৃন্দাবন এক চকচকে টাকা ও কতকগুলি খুচরা পয়সা বাহির করিল। বাণেশ্বর বলিল—আচল টাকা নয় ও } অরুণ কহিল-আমার ব্যাগেও কিছু আছে। হিসাব করিয়া দেখা গেল ষ্টীমারে যাতায়াতের ভাড়া যথেষ্ট হইব । চারি জন ছাস্তে গল্পে পথ মুখর করিয়া চলিল । কিছু দূর গিয়া বৃন্দাবন এক দেশী হোটেলের সম্মুখে ীিড়াইল। বলিল—ভাই, কিছু চপ কাটলেট কিমে নেওয়া স্বাক্। ফিরতে ত সন্ধ্যে, খিদে পাবে। —কি পেটুক বাবা ! চপ, কাটলেট কিনলে ঈমারের ভাড়াটা কোষ থেকে আসবে শুনি ? ' —ও তাই ত । আচ্ছা, চার পয়সার চিনেবাদাম কেনা যেতে পারে। আবার কিছু দূর গিয়া মুসলমানদের এক খাবারের দোকানের সামনে বাণেশ্বর থামিল । জয়ন্তু তখন উচ্ছসিত কণ্ঠে আবৃত্তি করিতেছে—সব ঠাই মোর ঘর আছে, আমি সেই ঘর মরি খুজিয়া— বাণেশ্বর গষ্ঠীর ভাবে বলিল-অক্ষণ তুমি সেদিন বলেছিলে, একদিন শিক-কাবাব খাওয়াবে। জয়ন্ত ও বৃন্দাবন চমকিয়া উঠিল—শিক-কাবাব ? মুসলমানের দোকানের ! --ईT । —কি মাংসের জান ? -छtनि । -छूमि थाएष ? —কেন খাব না ? অরুণ বলিল—ন, না, পাগল নাকি ! বাণেশ্বর উত্তর দিল-আচ্ছ, আজ আবার সঙ্গে পয়সা নেই ; দেখো, এক দিন খাব তোমাদের দেখিয়ে । —তোর বাবা জানতে পারলে যে বাড়ি থেকে দূর ক’রে দেবেন। —আমি কেয়ার করি না । আচ্ছা, আর চায় বছর যাক, তার পর সবার সামনে থায । 一f该山 —তুমি খাও নি ও মাংস ? - 1 —আচ্ছ, সেদিন যে ছকু খানসামা আমাদের স্যাওউইচগুলি খাওয়ালে, সে কিসের মাংস বাবা ? -cन श्ॉम । —ও, একদিন তুমিও থাবে দেখোঁ। তোমার কাকা খান না ? —ন, বাড়িতে খান না। ঠাকুম তা হ’লে মনে কষ্ট পাবেন } : * * --আর আমাদের কষ্ট কে দেখে শুনি.। বাবা হলেন ভাটপাড়ার পণ্ডিত ব্ৰাহ্মণ, সুতরাং রেজি কেবল শাকচচ্চড়ি ভাত খাও গুৰু স্থত দিয়ে। § 3 -আমরাও ত বাড়িতে মাছমাংস খাই না।