পাতা:প্রবাসী (চতুস্ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/১১৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পোয়ে নৃত্য ব্ৰহ্মদেশের একরকম লোকনৃত্যকে 'পোয়ে নৃত্য’ বলে । পোয়ে নৃত্যে সাধারণতঃ দুইটি মেয়ে, দুইটি অভিনেতা ও কয়েকটি বাদ্যকর থাকে। প্রথমে একটি মেমে নৃত্য করে । পরে অভিনেতার হাসি-তামাসার কথা বলিয়া আসর জমাসু । অতঃপর দ্বিতীয় মেয়েটি আসরে অবতীর্ণ হয়। এই রূপে এক একটি মেয়ে প্রায় দুই ঘণ্ট। নৃত্য করে । অভিনেতাদের ভাষা বুঝা যায় না বটে কিন্তু তাহাদের ভাবভঙ্গী বেশ কৌতুকপ্রদ । নর্তকীদের মাথার চুল মুকুটের মত করিয়া বাধা । সেই চুলের গায়ে ঝোলে ফুলের মালা। ইহার ফিনফিনে পাতলা আদির কোট পরে, গলায় পরে নানা রঙের জরি, কাচ, সাজের মালা ও হার । রাত্রির আলোতে এই সব ঝকৃমকৃ করে । হহাদের পরণে রঙীন রকমারি লুঙ্গী। পাম্বে মোজা, তাহার উপর সোনার একগাছি করিয়া মল ৷ নৃত্যুকালের বাদ্য বড়ই মনোরম—তাল লয় সংবদ্ধ । তিমিরবরণের বাদ যাহারা শুনিয়াছেন তাহদের পক্ষে এই বাদ্য কত উচ্চাঙ্গের তাহ। বুঝা কঠিন নয় । তাল মান জ্ঞানে হহার। সত্যই উন্নত । অথচ ইহার। মুখ, নিরক্ষর । পোয়ে নৃত্য কতকটা আমাদের দেশের যাত্রার মত । ধনীরা এই নৃত্যের আয়োজন করিয়া থাকেন । ধনীদের বাড়ির চত্বরে বা বাহিরে রাস্তায় একটি স্থানে মঞ্চ তৈরি হয় । সেখানে মৃত্য ও অভিনয় হয় । ধনী-দরিদ্র, পাড়-প্রতিবেশী সকলেই মঞ্চের চারিদিকে সমবেত হইয়। ইহা দশন করে । ব্ৰহ্ম-সরকার এই পোয়ে নৃত্যের পোষকতা করিয়া থাকেন। লাটের বাড়িতে, স্কুলে-কলেজে, বিশ্ববিদ্যালয়ে এই নৃত্য হয়। সাধারণের আমোদ-প্রমাদের জন্য রেসুন কর্পোরেশন প্রতি সপ্তাহে পোয়ে নৃত্যের আয়োজন করিয়া থাকেন। প্রসিদ্ধ নৰ্ত্তকী পাভলোভ তাহার পুস্তকে পোয়ে নৃত্যের প্রশংসা করিয়াছেন । নৃত্যকলাবিশারদ উদয়শঙ্করের এই নৃত্য এত ভাল লাগিয়াছিল যে, তিনি ইহার অতুকয়ণে একবার নৃত্য করিয়াছিলেন। পোয়ে নৃত্যে মিঞা তান জি ও মা তান জি ইদানীং বেশ নাম করিয়াছেন । ইহাদের দলের নাম "ভাসিটি টু প” ( versity Troup )—মিঞা তান জি ইহার প্রধান নৰ্ত্তকী। মিঞ তান জির নৃত্যে ব্ৰহ্মদেশের আবালবৃদ্ধবনিতা মুগ্ধ ৷