পাতা:প্রবাসী (চতুস্ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৫৪৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ՇroՀ প্রবাসী ৪৮ ఏSD8S গিরিয়া দেশের বন্দর ও অন্যতম প্রধান নগর Lagos লেগসূএ। জাতি ও ভাষায় Yoruba য়োরুব-জাতীয় নিগ্রে। লেগস্-এর পূৰ্ব্বে, সমুদ্রতীর হইতে একটু অভ্যন্তরে, বেনিন নগরী। বেনিম্-এর লোকেদের Bini বিনি বলে, ইহার

। পূর্ব-আফ্রিকার কিকুয়ু-জাতীয় কন্য। ইংরেজ শিল্পী স্ত্রীমতী ডোরা ক্লার্ক রচিত ব্ৰঞ্জ মুখ য়োরুব হইতে পৃথক্ ভাব বলে, তবে ইহার ও য়োরুবার অনেকটা একই জাতির শাখা। এই কথা শুনিয়া ইহার নিকট হইতে ইহার স্বজাতীয় লোকেদের সংস্কৃতি সম্বন্ধে জানিতে বড়ই ইচ্ছা হয়। আমার নিগ্রে। বন্ধুটীর -faßì f#* N. A. Fadipe-ta-I, g- nề g#5ì s*R কোন কোন নামের আদ্য অক্ষর তাহা ভুলিয়া গিয়াছি, তবে যতদূর মনে হইতেছে, এ দুইটা ইউরোপীয় বা খ্ৰীষ্টান নাম। Fadipe ফাডিপে ধৰ্ম্মে খ্ৰীষ্টান, তাই সে ঘড়-একটা নিজের জাতির পূর্ব-কথা সম্বন্ধে খোজ রাথিত না। য়োরুবারা সংখ্যায় কত, বেনিন-এর লোকেদের সঙ্গে তাহাদের পার্থক্যই বা কোথা, সে সব কথা কিছুই বলিতে পারিল না। তাহার নাম “ফাডিপে” শব্দের অর্থ কি তাহ জিজ্ঞাসা করায়, সে বলিল যে এই নামটী একটা heathen বা তাহীদের আদিম ধর্শ্বের অমুমোদিত নাম- Ife ইফে বা Ifa ইফ নামে তাহাদের এক দেবতা আছে, সেই দেবতার প্রতি সম্মানজ্ঞাপক এই নাম -ইহার অর্থ “ইফে বা ইফার দান।” সে আমাকে আরও জানাইল, যে মোরুবা জাতির মধ্যে প্রায় তিন ভাগের এক ভাগ এখন মুসলমান, তিন ভাগের এক ভাগ ১৪। য়োরুব-দেশ—ইফে নগরীতে প্রাপ্ত মৃন্ময় মুখ খ্ৰীষ্টান এবং অবশিষ্ট তৃতীয়াংশ heathen বা আদিমধৰ্ম্মাবলম্বী। এই ধৰ্ম্মের দেবতাদের জন্ত বিভিন্ন গ্রামে রীতিমত ঠাকুর-ঘর আছে, পুরোহিত আছে, পূজা হয়। ইংরেজী শিক্ষিত হইয়াও অনেকে পৈত্রিক ধৰ্ম্ম ত্যাগ করে নাই । ইহার অধিক ফাডিপের কাছে জানিতে পারি নাই। ইফে দেবতা কে, তাহার শক্তি কি, সে বিষয়ে ফাডিপে ভাল করিয় বুঝাইতে পারিল না। পরে John Wyndham সঙ্কলিত Myths of Ife (&oto Erskine Macdonald Ltd., London, 1921 ) নামক বই হইতে ক্ষ্মেীরুবাদের দেবতাবাদ সম্বন্ধে কিছু খবর পাই, এবং এই বিষয়ে অস্ত বই দেখিবারওঁ সুযোগ হয় । ফাডিপের বয়স ক্ষম, তাহার উপর মিশ-কালে চেহারার নিগ্রো বলিয়, একটু কিন্তু-কিন্তু করিঙ্গ তাহাকে চলিতে হইত—আমায় অতি করুশ ভাবে লে বলিয়াছিল,