পাতা:প্রবাসী (চতুস্ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৮১৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

“সত্যম্ শিবমূ সুন্দরম্” “লায়মাত্ম বলঙ্গীনেন লভাঃ” ৩৪শ ভাগ আণশিল= ১৩৪১ } ৬ষ্ঠ সংখ্যা যক্ষ রবীন্দ্রনাথ ঠাকুর হে যক্ষ তোমার প্রেম ছিল বদ্ধ কোরকের মতো, একাস্তে প্রেয়সী তব সঙ্গে যবে ছিল অনিয়ত সঙ্কীর্ণ ঘরের কোণে, আপন বেষ্টনে তুমি যবে রুদ্ধ রেখেছিলে তারে দু-জনের নির্জন উৎসবে সংসারের নিভূত সীমায়, শ্রাবণের মেঘজাল কৃপণের মতো যথা শশাঙ্কের রচে অন্তরাল, আপনার আলিঙ্গনে আপনি হারায়ে ফেলে তারে, সম্পূর্ণ মহিমা তার দেখিতে পায় না একেবারে অন্ধ মোহাবেশে। বর তুমি পেলে যবে প্রভুশাপে, সামীপ্যের বন্ধ ছিন্ন হ’ল, বিরহের দুঃখতাপে প্রেম হ’ল পুর্ণ বিকশিত : জানিল সে আপনারে বিশ্বধরিত্রীর মাঝে | নির্বাধে তাহার চারিধারে সান্ধ্য-অৰ্ঘ্য করে দান বৃষ্টিজলে সিক্ত বনযুখী গন্ধের অঞ্জলি ; নীপনিকুঞ্জের জানালো আকুতি রেণুভারে মন্থর পবন । উঠে গেল যবনিকা আত্মবিস্মৃতির, দেখা দিল দিকে দিগন্তরে লিখা