ניצ কাতিক, রাজঘাটের প্রভমৃত্য আপন যদি মা ধন হ’ত হাস্যরসাত্মক নাচের মধ্যে ক্ষুদিরামের মাথাধর, কুলপাড়, ধুলা বেড়ে কোলে নিত ৷ বৈরাগী ডাকা ও তামাক পোড়ান বিশেষভাবে উপভোগ্য। কৃষ্ণধন আমার কোলে আয় আয় রে গোপাল করি কোলে তাপিত প্রাণ মন শীতল করি । আপন যদি মা ধন হ’ত হাতে তুলে বাণী দিত। ইত্যাদি এইরূপে ঘটস্থাপনার পর প্রতিদিন সেই কুলা নিয়ে মেয়ের বাড়ি-বাড়ি মেঙে ( পূজার জন্য চাল পয়সা ইত্যাদি দান সংগ্রহ করে ) বেড়ান। মেয়ের যে-বাড়িতে যান বাড়ির গিয়ী সর্বাগ্রে উঠানে একগান আসন পেতে দেন। ঐ আসনের উপর কুল ও ঘট নামিয়ে রেখে মেয়ের তার চার দিকে নানারূপ সুন্দর ভঙ্গিতে নাচতে থাকেন । ঢাকের তালে তালে এই নৃত্যু হয় । ঋষি-জাতীয় ব্যক্তির ঢাক বাজায় । এই থেকে নৃত্যের নাম ঘট ওলানো’ (‘ওলানো কথাটার অর্থ নামানো )। প্রতিদিন এইরূপ নৃত্যু হয়। নৃত্যকারিণীর বায়েন-বৃত্য নিকটবর্তী তিন-চার গ্রাম অবধি গিয়ে থাকেন। নৃত্যের তৃতীয় বা পঞ্চম দিনে বুনার মন্দিরে ঐ কুল ও ঘট নিয়ে গিয়ে পূজা দেওয়া হয় । ধর্শের সঙ্গে এই নৃত্যের মূলতঃ যোগ থাকলেও পল্লীবাসীর দৈনন্দিন জীবনের অনেক ব্যাপার এবং বহু হাসি-তামাসা এই নৃত্যের মধ্যে অতি সহজভাবে রূপায়িত হয়েছে। বন্দনা নৃত্য, প্রণাম নৃত্য, আডুয়া নৃত্য, বায়েনা নৃত্য ও কন্ধাদার নৃত্য মূল নাচের অঙ্গীভূত। আনুষঙ্গিক নাচের মধ্যে জোড় নৃত্য, ফুচে-মোড়, পিপড়ে-মার, প্রভৃতি উল্লেখযোগ্য। নাচের সঙ্গে সঙ্গে ঢাকীও মাঝে মাঝে গান করে থাকে। দুটা গান এখানে দেওয়া হ’ল — (>) ঘোষ গেছে বাথানেরে যশোদা গেছে ঘাটে, শস্য (১) গোয়াল পায়ে গোপাল সকল ননী নোটে (২) । ছড়ি হাতে নন্দরাণী যায় গোপালের পিছে, লম্ফ দিয়ে উঠল গোপাল কদম্বেরি গাছে । পাতায় পাতায় বেড়ায় কৃষ্ণ ডালে না দেয় পাও, তলায় থেকে নন্দরাণী কপালে ঘ খায় । নামারে নামারে গোপাল পেড়ে দিব ফুল ডাল ভাঙ্গিয়ে তলায় পড়ে মজাবি দুকুল। বেন্ধে না বেন্ধে না মাগো আর বেন্ধোনী এটে তোমার বন্ধনে আমার বুকু (৩) যায় রে ফেটে । কাল সকালে মাগো আমি মাতুল বাড়ি যাব হাপনি (৪) বিক্রী হয়ে মা ননীর কড়ি দিব । রাধিকারে নায় উঠায়ে কানাইর মনে খুলী হালির (৫) কাটায় হেলান দিয়ে বাজায় মোহন বাণী । (R) পেচা নাচে পেচি নাচে নাচে পেচার মা ; . চারি ধারে জুয়োড় (৬) পড়ে মধ্যিমে ইং না। আমার আসন ছাড় মা লও অন্য ঠাই, আর কি বলিৰ মা তোর শিবের দোহাই। এই নাচের সন্ধান পেয়ে আমি নিজে রাজঘাট গ্রামে গিয়ে এক দল মেয়ে কলিকাতায় নিয়ে আসি ৷ তাদের অভিভাবকেরা অনুগ্রহ করে অনুমতি দিয়েছিলেন এবং কয়েক (১) শূন্ত । (২) লুটে । (৩) বক্ষ। (৪) আপনি । (৪) নৌকার शंळ । (७) छकोग्न । -
পাতা:প্রবাসী (ত্রয়স্ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/১৩৫
অবয়ব