পাতা:প্রবাসী (ত্রয়স্ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/১৩৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বৈশাখ, সত্যি, বেরিয়ে গিয়ে ভালোই হয়েছে, কিন্তু ছোড়া গেল কোথায় ? চলো দেখা যাক খোজ ক'রে ।” স্বভদ্র কহিল, “না। আমি অন্ততঃ খুঁজতে বেরুব না। সাধ্য যখন নেই, সাধ করে আর ভার বাড়াব না ঠিক করেছি।” ক্লাব হইতে “বিসর্জন” অভিনয় হুইবে স্থির হইয়াছে। স্বভদ্রের মনটা যে কিছুদিন হইতে ভাল নাই, অর্থাভাব তাহার একমাত্র কারণ নহে। অনেক আশা कब्रिञ्चा क्लांव कब्रिध्नांझिल, किङ cलष अरुथि हेश्! इहे८ङ কিছু যে একটা গড়িয়া তুলিতে পারিবে সে-সম্ভাবনা দিনকার দিনই কমিয়া আসিতেছে । ভাবিয়াছিল, কাজের মধ্যে দিয়া সমষ্টি-চৈতন্ত সংহতির পথে উত্তীর্ণ হইবে, किरू अडिनtग्नब्र वाrब्रांछन ट्हेग्रो व्षदशि वि८ब्राक्ष ५ीवर অশাস্তির শেষ নাই। প্রথমতঃ বিরোধ নেতৃত্ব লইয়া । ক্লাবের সভ্যদের মধ্যে যে-কেহ “বিসর্জন” বইখানা স্বর করিয়া পড়িতে পারে, তাহারই ধারণা, অভিনয়ে নেতৃত্ব করিবার যোগ্যতায় তাহার সমকক্ষ কেহ নাই । সেকার্ধ্যের যোগ্যতা আসলে স্বভত্রেরই একটু যা আছে। নিজে সে ভাবাবেগ-বর্জিত বলিয়া অভিনয়ে যথা-পরিমিত ভাবের প্রয়োগ করিবার ক্ষমতা তাহারই সকলের অপেক্ষা বেশী । অল্পেতে সে বিচলিত হয় না, অত্যন্ত বিরুদ্ধ অবস্থায় পড়িলেও বুদ্ধি স্থির রাখিয়া লে কাজ করিতে পারে । তদুপরি স্বদ্ধমাত্র নেতৃত্ব করিবার ক্ষমতাতেও সে সকলের অগ্রণী, সে-অভিজ্ঞতাও ক্লাবের সভ্যদের মধ্যে তাহারই একমাত্র আছে। অভিনয় প্রচুরব্যয়-সাপেক্ষ, এবং সেদিকৃকার দায়িত্ব কেহ ঘাড় পাতিয়া লইতে চাহিল না বলিয়া শেব পৰ্য্যন্ত স্বভদ্রেরই নেতৃত্ব স্বীকৃত হইল বটে, কিন্তু ব্যবস্থাটা আসলে অনেকেরই যে মনঃপূত হয় নাই, উঠিতে বসিতে এই কয়দিন স্বভত্র তাহার প্রমাণ পাইতেছে। অতঃপর বিরোধ অভিনেতা-নির্বাচন লইয়া। রঘুপতির অংশ অভিনয় করিতে দেওয়া হইল নী বলিয়া রমাপ্রসাদের একটি বন্ধু রাগ করিয়া ক্লাবের पॉड इहे८ठ नांभ काüiहेम्नां विशांच्च इझेब्र! गिब्रांtछ् । चइगिरझ ७द९ cणादिन्य-थालिएकाब्र अरल श्रहण-दषण শৃঙ্খল Se39 করিবার প্রয়োজন হওয়াতে উভয় অভিনেতাই বাকিয়া বসিয়াছে। রিহাসালের সময় কাহারও অভিনয়ে কোথাও খুৎ ধরিলে কুরুক্ষেত্র বাধিয়া যায়, ক্লাবট। ষে আসলে এক ভদ্রলোকের বাড়ীর বৈঠকখানা সেকথাও সকলে সব সময় মনে রাখে না । মেয়েদের লইয়া কোনও গোল নাই, কারণ তাহাদিগকে কোনও কারণে কিছু বলতে স্বভদ্রের মত নিভীক মাচুবেরও বাধে। কেবল জয়সিংহ-অপর্ণ এবং গোবিন্দ-গুণবতীর অভিনয়ের রিহাস-লি একসঙ্গে হুইবার জো নাই, মেয়েদের তাহাতে ঘোরতর আপত্তি । স্বতরাং রিহাস-লি যাহা হইতেছে তাহার কথা না বলিলেও চলে। একমাত্র স্বভদ্র কিছুতেই দমিবার পাত্র नञ्च वजिब्रा ८ब्राजझे किडूक* शब्रिग्रा टेश् 85 क८ण । बौना পিয়ানোয় ভাল দিয়া অপর্ণকে গান শেখায়, সেদিকৃটাই ঘ-একটুখানি জমে। পূজারীদের কোরাস একবার স্বল্পহইলে সেদিনকার মত আসল কাজ যাহা তাহা ७एकदां८ब्रहे छूकिन्ना यांच्च । भानल बाजाहेब, नॉछिब्र, লাফাইয়া, তেতলায় স্বলতার কচি ছেলেটার ঘুম ভাঙাইয়। ক্লাবের কাজ শেষ হয় । ঘৰ্ম্মাক্ত কলেবর হইয়া সকলে মনে করে, কাজের মত কাজ বেশ খানিকটা করা হইল । त्रांछe नकाi श्हें८डहे क्लाप्दब्र काख शङ्ग इद्देश्चाहरू । স্বভদ্র আসে নাই বলিয়া নাট্যাংশের অভিনয় আজ হয় নাই । লিখিবার টেবিলের একপাশে একটা চেয়ার লইয়া বসিয়া বীণা গভীর অভিনিবেশের সঙ্গে "বিসর্জন” বইখান। আগাগোড়া আবার পড়িয়া ফেলিতে ব্যস্ত। অপর্ণার গানের রিহাসাল দেওয়াইতে সে আজ উৎসাহ বোধ করে নাই, প্রথম হইতেই কোরাসের রিহাসাল চলিতেছে । হল হুইতে স্থলত ডাকিলেন, "ঢের হয়েছে বীণ, এইবার ওঠ । দেখছিল একটা স্বরও কেউ ঠিক ক’রে গাইতে পারছে না, আর কটা দিনই বা ৰাকী আছে, শেষটা কি লোক হাসাবি ?” ঐজিলা কহিল, "দিদি যেন কি। জামাকে এত ক’রে টেনে নিয়ে এলে এখন দিব্যি এক কোণে ব’সে বই পড়া হচ্ছে।” &