পাতা:প্রবাসী (ত্রয়স্ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/১৭৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বৈশাখ ৰিবিৰ প্রসঙ্গ-হোৱাইট পেপার ও ভারতের ভবিষ্যৎ । $6.5 এ-রকম অসীম ক্ষমতা পরিচালনের যোগ্য মানুষ এ-পর্য্যন্ত পৃথিবীতে কেহ জন্মগ্রহণ করিয়াছেন কি-না, জানি না । ভারতবর্ষে এপর্য্যন্ত যত বড় লাট আলিয়াছেন তাহাদের মধ্যে এবং ব্রিটেনে এ-পর্ব্যস্ত ধাহারা প্রধান ও অন্ত মন্ত্রী হইয়াছেন, তাহাদের মধ্যে ত এমন লোক দেখিতে পাই না । হোয়াইট পেপারের মুসাবিদাকারীদের মনেও বোধ করি বড় লাটদের অতিমানবতা সম্বন্ধে একটু সন্দেহ আসিয়া থাকিবে । কারণ, এক জায়গায় বলা হইয়াছে, যে, বড় লাট যে আইনে সম্মতি দিয়াছেন, এরূপ যে-কোন আইন সকৌন্সিল ইংলণ্ডেশ্বর এক বৎসরের মধ্যে নাকচ করিতে পারিবেন। ভিত্তীভূত বা মৌলিক অধিকার স্বাধীন দেশসমূহের স্বাধীন মানুষদের কতকগুলি অধিকারকে ফাণ্ডামেন্ট্যাল রাইটস্ বা ভিত্রীভূত বা মৌলিক অধিকার বলা হয়। কংগ্রেস গত করাচী অধিবেশনে এইরূপ কতকগুলি অধিকারের তালিকা ধাৰ্য্য করিয়াছিলেন। হোয়াইট পেপারে বলা হইতেছে, যে, ব্রিটিশ গবন্মেণ্ট কন্সটিটিউশ্যন স্ল্যাক্টে এরূপ কোন অধিকারতালিকা নিবদ্ধ করায় গুরুতর আপত্তি দেখিতেছেন—কিম্‌বিধ আপত্তি তাহ খুলিয়া বলেন নাই। তবে তাহার, দৃষ্টান্ত স্বরূপ, ব্যক্তিগত স্বাধীনতা ও ব্যক্তিগত সম্পত্তিতে অধিকার এবং জাতিৰূর্ণাদিনির্বিশেষে সব সরকারী কাজে সকলের অধিকার, এইরূপ অধিকার আইনে থাকা সঙ্গত মনে করেন P এখন যমন রেগুলেশ্যন এবং অর্ডিন্যান্স ও অর্ডিন্যান্সবৎ আইন iার লোকের ব্যক্তিগত স্বাধীনতা লুপ্ত ও সম্পত্তি शॉरखब्रांश इहे८ङ *ांदब्र, डदिवृष्टe शनि डॉछ हद्देश्प्ड fারে, তাহা হইলে কন্‌ষ্টটিউগুন আইনের পাতায় যতদ্বিষয়ক অধিকার মুদ্রিত থাকা না-থাকা সমান হুইবে । হোয়াইট পেপারের ভূমিকায় বলা হইয়াছে, যে, शैनिक जषिकांद्र नषदोब ८ष-नव अखाव आहेट्न निवक ইবাৰ উপযোগী নহে, সেগুলি নূতন শাসনবিধি প্রচারিত রিবার সময় মহামহিম ইংলণ্ডেশ্বরের একটি ঘোষণায় (Pronouncements) fou was oftwo tra otol হইতে পারে বটে। কিন্তু মহারাণী ভিক্টোরিয়ার ঘোষণা পত্র যেরূপ সন্মান ব্রিটিশ-জাতীয় রাজপুরুষদের হাতে পাইয়াছে, প্রস্তাবিত ঘোষণাপত্রটি সেই ভাবে সম্মানিত হইলে ব্রিটিশ-নৃপতি দ্বারা সেরূপ ঘোষণা না-করাইলেই তাহার সম্মানের পক্ষে ভাল । নৃপতির ঘোষণায় যাহ থাকিবে তদনুসারে কাজ হওয়া যদি ব্রিটিশ গবন্মেণ্টের অভিপ্রেত হয়, তবে তাহা কন্সটিটিউশুন য়্যাক্টে রাখিতে কেন আপত্তি করা হইতেছে ? হোয়াইট পেপার ও ভারতের ভবিষ্যৎ হোয়াইট পেপারে ভারতবর্ষের ভবিষ্যৎ শাসনবিধির সম্বন্ধে বাহা লেখা হইয়াছে, তাহার মধ্যে এমন কিছু নাই যাহাতে বুঝা যায়, যে, ভারতবর্ষ ক্রমশঃ কতকগুলি ক্ষমতা পরিচালন করিতে করিতে আপনা-আপনি স্বরাজের যোগ্য হইয়া স্বরাজ পাইবে। ক্রমবিকাশ, বিবৰ্ত্তন বা ইভলুশ্যন দ্বারা ভারতবর্ষের স্বরাজলাভের কোন উল্লেখ বা সম্ভাবনা হোয়াইট পেপারে নাই । ব্রিটিশ জাতি ও ব্রিটিশ পালেমেণ্ট কখনও দয়া করিয়া ভারতবর্ষকে স্বরাজ দিবে বা দিতে পারে, এমন কোন আভাসও উহাতে নাই । বস্তুতঃ, কোনও প্রকারে ভারতবর্ষে ইংরেজপ্রভুজের বদলে ভারতীয় প্রভুত্ব কখনও হইতে পারে, এ কল্পনা হোয়াইট পেপারের মুসাবিদাকারীদের মনে চকিতেও উদিত হইয়াছে বলিয়া কেহ মনে করে না। তাহা হইলে ব্রিটিশ জাতি, ব্রিটিশ পালেমেণ্ট, ব্রিটিশ গবন্মেণ্ট ভারতবর্ষের ভবিষ্যৎ সম্বন্ধে কি ভাবেন ? কিছু ভাবেন কি ? হোয়াইট পেপার পড়িলে মনে হয়, উছার মুসাবিদাকারীরা এই দেশের কখনও স্বাধীন হুইবার পথ যথাসাধ্য রুদ্ধ করিবার চেষ্টা করিয়াছেন। चबश, शृथिबौ८उ घटनक बफ़ बफ़ घüना चकन्यां९ घü,মানুষ যাহা ভাবে নাই, কল্পনা করে নাই, এই প্রকারে ঘটে। কিন্তু অভাবনীয় এইরূপ কিছু ভারতে ঘটুক, মুলাবিদাকারীরা ইহাই চাহেন, এমন কথা কেহ বলিতে পারে না।