পাতা:প্রবাসী (ত্রয়স্ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৪০১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ক্রমবিকাশের সমস্যাe শ্ৰীশশাঙ্কশেখর সরকার ক্রমবিকাশের সমস্ত অধুনা বিজ্ঞানের বিভিন্ন শাখা-প্রশাখার মীর গবেষণার লক্ষ্যস্থল হইয়া উঠিয়াছে। কি রাসায়নিক, কি পদার্থবিং, কি প্রাণিতত্ত্ববিৎ কি উদ্ভিদতত্ত্ববিং, এমন কি মনস্তত্ত্ববিং পর্য্যন্ত সকলেই এই সমস্তার অন্তর্গত ; আর এই প্রকারের গণপ্রচেষ্টা বাতীত এই সমস্যার মীমাংসা হওয়া দুরূহ। প্রাণের উৎপত্তি কোথায় ? জীবে প্রাণ আছে বা নাই, একথা বলা কিছুমাত্র কষ্টসাধ্য নহে, কিন্তু জীবিতের মধ্যে এরূপ কতকগুলি বিবিধ জটিল পন্থা আছে যাহার বা যাহাঁদের সহিত প্রাণের নিকট সম্পর্ক অস্বীকার করা চলে না। এই বিরাট জীবজগতে যত বড়ই জটিল কোন জীব বা উদ্ভিদ থাকুক না কেন, সকলেরই উৎপত্তি হইয়াছে একটি ক্ষুদ্র জীবকোষ হইতে। প্রত্যেক জীবদেহে নিম্নলিখিত পরিবর্তনগুলি হইয়াই থাকে,– f১) খাদ্য আহার করা ; (২) আহাৰ্য্যবস্তুর পরিপাক করিয়৷ (৩) জীবদেহের সূত্র (tissue) গঠনোপযোগী উপাদান প্রস্তুত করা ; (৪) নিঃশ্বাসপ্রশ্বাসকালে আমজান ( oxygen ) ও ww.fofgeisoú (carbon dioxide) Winfo-owto (৫) প্রবৃত্তি ও ইন্দ্রিমবৃত্তির আকর্ষণ বিকর্ষণ ; (৬) জীবের অথবা জীবদেহের অঙ্গবিশেষের গতিবিধি ; (৭) দেহের অব্যবহার্ঘ্য পদার্থসকল দেহমুক্ত কর, এবং সৰ্ব্বশেষে (৮) জীবের জাতি বংশপরম্পরায় রক্ষা করা। এই সকল দৈহিক ক্রিয়া জীবপক্ষ ( protoplasm ) এবং তন্মধ্যবর্তী একটি ক্ষুদ্র কোষস্থলীর , nucleus) will পরিচালিত হয়। এই জীবপঙ্ক একটি জটিল রাসায়নিক

  • এই প্রবন্ধ ভারতীয় বিজ্ঞান কংগ্রেসের (১৯৩১) প্রাণিতৰ শাখার YYBB CS t DSDSDS DSB BYE0 BHH S

পদার্থবিশেষ এবং কতকগুলি অণুর সমষ্টি ; এই অণুগুলি আবার কতকগুলি পরমাণুর সমষ্টিতে গঠিত। পদার্থবিদদের মতে প্রত্যেক পরমাণু, কতকগুলি নিত্য গতিশীল পরমাণু কণার দ্বারা গঠিত এবং এই পরমাণুকণাগুলির একটি দ্বৈতনিয়মেই প্রথম প্রাণের উৎপত্তি হইয়াছে। পদার্থবিদের এই সিদ্ধান্ত এবং প্রাণিতত্ত্ববিদদের মধ্যে র্যাহার বিবেচন। করেন যে, অধিকাংশ প্রাণীজাতি ক্রমবিকাশের চরমঙ্গীমায় পৌছিয়াছে, তাহদের গবেষণার প্রত্যক্ষ প্রমাণগুলি এইস্থলে আলোচনা করিব ৷ জীবের প্রথম বিকাশ হইতে আজ পয্যন্থ এই পুথিবীতে 尉

চিত্র লং ১ জীবপঙ্কের অপ্রতিহত গতি এইভাবে চলিয়া থাকে । ক্রমবিকাশের ধারা অপ্রতিহতভাবে চলিয়া আসিয়াছে জীবজাতি প্রাণের কোন বিচ্ছিন্ন বিভাগ নহে, পরন্তু তাহাদে ম্রোতের গতি কত যুগান্তকাল হইতে চলিয়৷ আসিয়া৷ে এবং ভবিষ্যতে আর কতকাল চলিবে তাহার ইয়ত্ত নাই মধ্যে মধ্যে এই গতি বিভিন্নমুখী হইয়া স্বতন্ত্ৰ জীবের স্ব{ করিয়াছে। কিন্তু নিরবচ্ছিন্নতার গতিরোধ কখন হু नांदे ( sम९ क्लिब ) ।