পাতা:প্রবাসী (ত্রয়স্ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৪৬৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভক্ত নগেন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের জীবনবৃত্তান্ত — প্রবন্ধবিহারী কর । ঢাকা পূর্ববঙ্গালী ব্রাহ্মসমাজ। আশ্বিন ১৩৩৯ । মুল্য এক টাকা । ২৫৫ পৃ: আমাদের দেশে জীবনী সাহিত্যের এখনও যথেষ্ট অভাব আছে । সে অভাব দূর করিবার জন্য বঙ্কবাবু বহুদিন হইতেই পরিশ্রম করিতেছেন এবং ইiহার লেখনীপ্রস্থত জীবনীগুলি সৰ্ব্বদাই তথ্যপূর্ণ। নগেন্দ্রনাথ কুর্তা পুরুষ ছিলেন সাধনার ভাবে ভরপুর ছিলেন, সম্প্রদায়েয় গণ্ডী তাহাকে কোনও মতে আবদ্ধ রাখিতে পারে নাই । তাই তাহার কোনও কোনও আচরণে বন্ধু ও সহকর্দ্ধিগণ বিরক্ত হইলেও আমরা তাহাদের মধ্যে তাহার সত্য ও ধৰ্ম্মের প্রতি নিষ্ঠারই পরিচয় পাই। নগেন্দ্রনাথের জীবনের বিবিধ চিস্তা ও ঘটনার বিবরণ বিশেষ উপভোগ্য ৷ ব্ৰাহ্মসমাজের ইতিহাস র্যাহারা আলোচনা করিতেছেন ও করিবেন আলোচ্য গ্রন্থ তাহাদের বিস্তর উপাদান যোগাইবে । পুস্তকে মুদ্ৰাকরপ্রমাদ আছে পরবর্তী সংস্করণে গুব্ধি আবিস্তক । রাজার সাজী—স্ত্র আগন্তকুমার গলার। প্রকাশক পপুলার এজেন্সী, ১৬৩ মুক্তরাম বাবু ষ্ট্রট কলিকাতা। মূল আট ఇR సిచ్చి একাঙ্ক নাটক : বিশেষ করিয়া বালকবালিকাদের জন্ত লেখা : কল্পলোকের উপকথা লইয়৷ কাহিনী রচিত সরল অথচ ভাবময় গীতগুলি মনোরম প্রচ্ছদপট সুন্দর । শেষে যে স্বরলিপি দেওয়া হইয়াছে তহিতে অভিনয়ের সাহায্য হইবে। শিশুসাহিত্যের দিক দিয়া পুস্তকপানি প্রশংসনীয়, বয়স্ক লোকেরও মনোরঞ্জন কক্টৰে । ঐপ্রিয়রঞ্জন সেন কাম্প্র্যপবংশ ভাস্কর—ভারতবর্ণ, ৰঙ্গের হিন্দুরাজগণ বৈদিক সমাজ ও ৮মধুসুদন সরস্বতীর ইতিবৃত্ত সম্বলিত । কলিকাতা আযবিদ্যালয়ের অন্ততর অধ্যাপক এবং সংস্কৃত পরিষদাচাৰ্য্য ষ্ট্ৰীযুক্ত সীতানাথ সিদ্ধাস্তবাগীশ ভট্টাচাৰ্য্য কর্তৃক সঙ্কলিত । ৮১ নং রাজা নবকৃষ্ণ ষ্ট্রটস্থ আধ্যবিদ্যালয় হইতে খ্ৰীযুক্ত কৃষ্ণানন্দ ভট্টাচাৰ্য্য, এম্-এ কর্তৃক প্রকাশিত । প্রথম সংস্করণ। শক ১৮৫৪ । সন ১৩৩৯ । মূল্য ২॥• টাকা মাত্র । এই গ্রন্থে পাশ্চাত্য বৈদিকসমাজের অন্তভুক্ত যজুৰ্ব্বেদীয় কাপ্তপগোত্রায়দিগের বংশ-বিবরণ সঙ্কলিত হইয়াছে। সিদ্ধাস্তবাগীশ মহাশয় বিবিধ কুলগ্রন্থ এবং নানাস্থানে প্রচলিত জনপ্রবাদ অবলম্বন ও আলোচনা করিয়া এই গ্রগুথানি প্রণয়ন করিয়াছেন। খ্ৰীযুক্ত নগেন্দ্রনাথ বঙ্গ মহাশয়ের বঙ্গের জাতীয় ইতিহাস-—ব্রাহ্মণকাণ্ডে'ও এই বিষয়টি আলোচিত হইয়াছিল সত্য, কিন্তু সিদ্ধাস্তবাগীশ মহাশয় এই বংশেরই লোক বলিয়া বংশধরগণের নিকট রক্ষিত ও বস্তুজ মহাশয়ের অ-দৃষ্ট এবং অনালোচিত অনেক নুতন উপকরণের সাহায্য পাইয়াছেন। ফলে এই পুস্তকের বিবরণ অনেকাংশে বিস্তৃততর। একখানি প্রাচীন অপ্রকাশিতপূৰ্ব্ব কুলপঞ্জী প্রকাশিত হইয়াছে এবং অনেক অজ্ঞাতপূৰ্ব্ব বৃদ্ধপরম্পরা-প্রচলিত কাহিনী এই গ্রন্থে প্রকাশিত হইয়া বিস্মৃতির কবল হইতে স্বক্ষিত হইয়াছে। পণ্ডিতগণের মতে কুলপঞ্জী প্রভৃতির ঐতিহাসিক মূল্য অল্প হইলেও ইতিহাস-সঙ্কলনের সময় এইগুলি হইতে কিছু কিছু মালমসলা যে সংগৃহীত হইতে পারে তাহা কেহ অস্বীকার করেন না । তাই সিদ্ধাস্তবাগীশ মহাশয়ের এ সঙ্কলনের মূল আছে। আর শুধু এই বংশের লোক এবং ঐতিহাসিক সমাজেই যে এই গ্রন্থ আদৃত হইবে তাহা নহে- এই বংশের অলঙ্কার ভারতের গৌরব প্রসিদ্ধ বৈদান্তিক মধুসূদন সরস্বতী সম্বন্ধে প্রচলিত বহু কাহিনী এই পুস্তকে একত্র সংগৃহীত হওয়ায় সাধারণ পাঠকও এই গ্রন্থ পাঠ করিয়৷ তৃপ্তি পাইবেন এবং অনেক নুতন কথা জানিতে পারবেন। গ্রন্থের প্রারস্তুে ভারতবর্ণের ঐতিহাসিক ও ভৌগোলিক বিবরণ সম্বন্ধে যে-সকল কথা গ্রন্থকার বলিয়াছেন তাছা এই গ্রন্থে কতটা প্রাসঙ্গিক তাহা বিবেচ্য ! ঐচিস্তাহরণ চক্রবত্তী घूमौ- শ্ৰীপ্রফুল্লকুমার মণ্ডল প্রকাশক- গৌরগোশল মণ্ডল ১৯নং কৈলাস বোস ষ্ট্রট, কলিকাতা । মুল্য এক টাকা । একপানি গার্হস্থ উপন্যাস । কিন্তু পল্লী বা শহরে ইহাঙ্গে অঙ্কিত চিত্রগুলি পাওয়া দুষ্কর ৷ যে প্লটটিকে ভিত্তি করিয়া গ্রন্থপানি রচিত তাঙ্ক ঘোরাল এবং গ্রন্থখামির নামকরণের সহায়ক হইলেও গতিহীন। চরিত্রগুলি এক একটি টাইপ | তাঙ্কাদের কাযাকলাপ ও কথাবাস্তু। সহজেই অনুমান করা যায় । চরিত্রহীন নায়ক সমর ও নায়িকার আশ্রয়দাতার গৃহে পরিচারিক কুলটা দ্রৌপদী শেষের দিকে কিছু উজ্জ্বল হইয় উঠিলেও সমরকে দেখিয়া, এবং তাঁহার কথাবাষ্ট্রা ও কাষকলাপে মনে হয় উপন্যাস-জগতে অসাধারণ নৈপুণ্যে যে চরিত্রটি বহুকালপুবে স্বল্প হইয়াছে, সমর তাঁহারই ছায়া—কিন্তু ক্ষীণ ; আখ্যানভাগের কোথাও রস তেমন জমে নাই ! তবে গ্রন্থকারের চেষ্টা সাধু নারীর প্রতি নিদারণ অত্যাচারের বিরুদ্ধে লেখনী ধারণ করিয়া ,বশ ঝরঝরে ভাষায় তিনি গ্ৰন্থখানি রচনা করিয়াছেন : BBB BB BBSS SBBSS SBBBBSB SBBBBS BB BBBS আছে তাহা জানিয়াও তিনি কয়েকবার বিপুল বিত্তশালী সমরকে তাহারষ্ট গৃহে কেন যে “কাসিতে” গরম লুচি খাওয়াইলেন বুঝা গেল না ; পুস্তকখানির ছাপা ও কাগজ ভাল মলাটখানিও দ্রষ্ঠ । শ্ৰীখগেন্দ্রনাথ মিত্র “জননী জন্মভূমিশচ”— শ্ৰীঅচিন্ত্যকুমার সেনগুপ্ত। গুরুদাস চট্টোপাধ্যায় এণ্ড সন্স, ২০৩১৷১, কর্ণওয়ালিস স্ট্রট কলিকাতা । মূল্য ১N একদিকে বধুবিদ্বেষিণী মা অপরদিকে শিক্ষাভিমানিনী আধুনিক স্ত্রী, এই দু-জনার সংঘনের মধ্যে হায়দৰ্শী পুত্রের কৰ্ত্তব্য কোন পথে #---বাঙালী পরিবারের এই নিগুঢ় সমস্তাটিকে কেন্দ্র করিয়া এই ছোট উপন্যাসটি রচিত। ১৫৩ পৃষ্ঠায় শেষ হইয়াছে। এই সংঘর্ষের পরিণামে বধু জাভা স্বামী-গুহ ছাড়িয়া পিরালয়ে চলিয়া গেল। কিছুদিন মনের সঙ্গে অনেক রকম দ্বন্দ্রাস্বস্থির পর নায়ক রঙ্গলাল একটা অছিলা করিয়া মাকে উাহার দিদির আশ্রয়ে পাঠাইবার আয়োজন করির স্বয়ং গিয়া স্ত্রীকে ফিরাইয়া জানিল । লেখকের রচনাভঙ্গী বেশ সতেজ , বিশেষ করির একটা তীব্র অনুভূতি ফুটাইরা তুলিতে কিংবা উৎকট ঘটনা-সংস্থানের বেলার উাহার কলম