পাতা:প্রবাসী (ত্রয়স্ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৭৬০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৭১৬ প্রকড পরম্পরনির্ভরশীলতা জন্মিতে ও থাকিতে পারে এই জগু. আমেরিক ও ব্রিটেনের মধ্যে প্রকৃত নির্ভরশীলতা জন্মিতে ও থাকিতে পারে এই জন্ত, যে, তাহারা স্বেচ্ছায় ও স্বাধীনভাবে আলোচনা ও বিচার করিয়া পরস্পরনির্ভরশীলতার সৰ্ভগুলি স্থির করিতে পারে। কিন্তু ভারতবর্ষের পূর্ণস্বরাজ ও আত্মকর্তৃত্ব না থাকায়, এবং ব্রিটেন ভারতবর্ষের মনিব হওয়ায়, ব্রিটেনে ও ভারতবর্ষে পরম্পরনির্ভরশীলতা নাই ; এবং যত দিন তাহাদের উভয়ের মধ্যে বৰ্ত্তমান সম্বন্ধ থাকিবে, ' তত দিন তাহদের মধ্যে পরম্পরনির্ভরশীলতা জন্মিবে না, ভারতবর্ষকে ব্রিটেনের মুখাপেক্ষী থাকিতে হইবে, ব্রিটেন কোন বিষয়ে ভারতবর্ষের মুখাপেক্ষী হুইবে না। সামাজিক, অর্থনৈতিক, পণ্যশৈল্পিক, রাষ্ট্রীয় ইত্যাদি সব বিষয়ে গান্ধীজীর আশ্রমের বিশেষত্ব এই, যে, তিনি সেখানে প্রতিপক্ষ বা প্রতিদ্বন্দ্বীর বৃহত্ত্ব দেখিয়া অভিভূত বা ভীত হন নাই। তিনি এক বা তাহার আশ্রমের আশ্রমীরা সংখ্যায় কম, এরূপ কোন চিন্তা তাঁহাকে সাহসহীন, উৎসাহহীন করে নাই । ধর্শ্বের বল, ন্যায়ের বল, সত্যের বলকেই তিনি শ্রেষ্ঠ বল জানিয়া কাজ করিয়া আসিতেছেন । দৈহিক শ্রম দ্বারা অল্পবস্ত্রের সংস্থান করা আশ্রমের একটি নিয়ম ছিল। স্বয়ং গান্ধীজী বরাবর এই নিয়ম অনুসারে কাজ করিয়া আসিয়াছেন। । যখন তিনি সহচরবগ সহিত সমুত্ৰকূলস্থিত ডাণ্ডী নামক স্থানে লবণ প্রস্তুত করিবার জন্য যাত্রা করেন, সেই সময় শান্তিনিকেতনের অন্যতম ভূতপূৰ্ব্ব কী ঐযুক্ত অক্ষকুমার রায় সবরমতী আশ্রমে গিয়াছিলেন। প্রবাসীর বর্তমান সংখ্যায় আশ্রমটি সম্বন্ধে তিনি যে প্রবন্ধ লিগিয়াছেন, তাহা হইতে উহার আভ্যন্তরীণ ব্যবস্থা সম্বন্ধে পাঠকেরা অনেক কথা জানিতে পারিকেন । মধ্য প্রদেশে সরকারী কলেজে ভারতীয় প্রিন্সিপ্যাল বাংলা দেশে ইংরেজী শিক্ষার স্বত্রপাত অস্ত অনেক প্রদেশের আগে হুইয়াছিল। কিন্তু বক্ষেও এখনও সব সরকারী কলেজের প্রিন্সিপ্যাল দেশী হইতে নাই, এই কুসংস্কার মরিয়াও মরিতেছে না। সুতরাং অন্তভ্র যে এই কুসংস্কার থাকিবে, SOBO তাহা আশ্চর্যের বিষয় নহে। মধ্যপ্রদেশের রাজধানী নাগপুরের মরিল কলেজ সরকারী কলেজ। ইতিপূৰ্ব্বে কোন দেশী লোক উহার স্থায়ী প্রিন্সিপাল নিযুক্ত হন নাই। সেই জন্ত आमत्रा अवगड श्रेय श्री श्रेन", cर, अङ जङ्गळख জীযুক্ত অতুলচন্দ্র সেনগুপ্ত সেনগুপ্ত সম্প্রতি ইহার স্থায়ী প্রিন্সিপ্যাল নিযুক্ত হইয়াছেন ; কিছুকাল "একটিনি করিতেছিলেন। তাহার যোগ্যতা সম্বন্ধে মধ্যপ্রদেশের প্রধান সংবাদপত্র “হিতবাদ” ( The Hitanada ) লিথিয়াছেন :– The confirmation of Mr. A. G. Sen. Gupta in his present post, as the Principal of the Morris ပ္ရဲ႕့ is bound to be received with great satisfaction by the people of the Province. The appointment is a muchಶ್ಗ ? ఫీ 蟹 thifar no has so , ent Principal o s premier college. It is ఫి. to speak of Mr. Sen. Gupta's qualifications to hold this position, and the Government did well... in confirming him as the Principal of the institution. We congratulate him on his appointment...and are sure that he will acquit 娜 with credit and satisfaction to all concerned in his present position. বলা আবশুক মনে করিতেছি, যে, “হিতবাদ” কাগজটির মালিক বা সম্পাদক বাঙালী নছেন। বজের বাহিরে জাজ