পাতা:প্রবাসী (ত্রয়স্ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৮৭২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

SO8O BBBB BBBBB BBBS BB BBS BB B BB BB S DDD DDDD DBB BB BBB DDDB BD DBt BBS DD BBBS BB BBBBBBBB BBB BBB BBB BBB BBBB BB BBBBS BBBB BBS সশস্ত্র করিবেন না। উনি যা ভালবাসেন তাহাতেই ডুবিয়া ঘষিয়া হাতে কড় পড়াইবেন হয়ত...হয়ত ( বলিতে বলিতে আছেন, এখন মাঝখান হইতে গামোখা স্পেশালাইজেশানের লীলা শিহরিয়া উঠিল ) সামনের নভেম্বরে বিলাত যাইবার বিভীষিকা স্মরণ করাইয়া দিবেন না। টিকিট কিনিয়া বসিবেন । বন্ধুরা। কেন, কেন ? মনে করাষ্টয়া দিলেই বা কি হইবে ? বন্ধুরা সহাস্তে। আচ্ছা আচ্ছা। আপনি নিৰ্ভয়ে থাকুন, লীলা। কি যে হইবে কিছু বলা যায় কি ? হয়ত আমরা কথা দিতেছি আর মনে করাইয়া দিব না। কিন্তু আধ্য বিক্রোহের বহিবেগে হঠাৎ মোটর-বাইকে যথেষ্ট পেট্রোল না আমাদের উৎকোচের কথাটা স্মরণ থাকে যেন! তরুকুমার ঐচুণীলাল বন্দ্যোপাধ্যায় ধরিত্রীর বুক চিরি অকস্মাৎ-হুে তরুকুমার ! শুভ্র আলো দুগ্ধ মাঝে সপ্ত রং লুকাইয়া আছে। বাহিরিয়া এলে তুমি রহস্যের খুলি মণিদ্বার ! তাহারে ধরিয়া তুমি ফুটাইয়া তোল গাছে গাছে । মুগ্ধ নীলাকাশ ঐ তোমা ষ্টেরি রহিল চাহিয়। দিবসের শেষে ঘবে ভেঙে যায় আলোকের মায় । কুঞ্জে স্কুঞ্জে শত কণ্ঠে বিহুঙ্গেরা উঠিল গাহিয়া । ধরণীর অঙ্গে অঙ্গে পড়ে এসে অসীমের ছায় । আলোর পরশমণি পরশিল যেমনি আসিয়া গরজি গ্রাসিতে আসে তিমিরের অন্ধ পারাবার। অঙ্গে অঙ্গে ঝলমল কি লাবণ্য উঠিল ভাসিয়া ? সহসা খুলিয়া যায় অনস্তের জ্যোতিৰ্ম্ময় দ্বার। প্রতি দিন পলে পলে সবুজের শুধু রেখা টানি! অসীম দোলায় চড়ি এ ধরণী শিশুটির মত । একে দাও বিশ্বপটে অনন্তের পূর্ণ-করা বাণী ! ঘুমষ্টিয় পড়ে বুকে শিয়রে প্রদীপ জলে শত । ধরারে করেছ ধন্ত ধরণীর স্তন্ত পান করি । তারপর সারা রাত শুধু ঘুমপাড়ানীর স্বর। পত্র পুপ অলঙ্কারে জননীর অঙ্গ দিলে ভরি। বস্তুহীন হয়ে হয় এ জগৎ শুধু মায়াপুর। * অহল্যারে মুক্ত তুমি করিয়াছ ব্ৰহ্মশাপ হতে । মহাকাশ মহাবৃক্ষে ফুটে ওঠে আলোকের ফুল। ধূলায় ধূলায় আজি মন্দাকিনীধারা বঙ্গ ম্রোতে । অসীমের কানে কানে দোলে যেন হীরকের দুল। মাটি আজ হল মা-টি জগৎ হষ্টল জগদ্ধাত্রী। কুক্ষমে কুস্কমে তব আছে মধু আছে যে সৌরভ । বুকে পেয়ে অনন্তের এই বোবা অনাহূত যাত্রী। মরণ তাহার ভালে একে দেয় মরার গৌরব। ওরে শিশু ভোলানাথ, ওরে জগতের আদি কবি ! মরণের মধু ওরা কোন দিন করে নাই পান, নিশিদিন রচিতেছ পূর্ণতার একখানি ছবি। স্বখে দুঃখে বুকে বুকে জাগে নাই জীবনের গান। স্বপনের মত যাহা মার বুকে ছিল রে গোপন । তাই এই প্রাণহীন জ্যোতিৰ্ময় পুতুলের দল। সেই তুমি—সেই তুমি-জননীর নাড়ীছেড়া ধন । কাহার ইজিতে শুধু সারা রাত করে ঝলমল । ষে-মন্ত্র জপিত পৃথ্বী নিশিদিন আপনার মনে । মৃত্যু এসে দেয় নাই আগুচির আবরণ খুলে । তারে তুমি প্রাণ দিয়ে রেখে গেলে আনস্তের কানে। রাবণের চিতা হয়ে জলে তাই অনন্তের কূলে। যাহা পাও তাই দাও বিলাইয়া সকলের ঘরে। তোমার কুন্থমে আছে জীবনের প্রথম স্পন্দন। রাখ নাই কিছু তুমি এ জগতে আপনার তরে। মরে মরে করিতেছে মরণেরে মধুর নন্দন। बखङ्ग दकम इ८ङ भूख छूभि--छूमि चांउcङांय । যুগে যুগে কত রূপে হইতেছে তব রূপান্তর। তোমার সঞ্চয় নাই—লোভ নাই, নাই ক্ষোভ রোষ । 'भब्रो शब्रा' भङ्ग छ'ov छँौदनटख्न कब्रिक्क सूत्राख्न । cरु षांबांयि खांछकब्र-डव जांइनc७ब्र नब्रव्यं । কালেরে রেখেছ তুমি বন্দী করে শাখায় শাখায়। জালোকের ছদ্মবেশ মুহূমুর্খ পড়ে খ’লে খালে। নিশিদিন তারি জয় মর্শ্বরিছে পাতায় পাতায়। .f আপন সবুজ কক্ষে তাই তুমি বলে চিরকাল । সবুজ খাতায় তুমি কালে কালে অচল অক্ষর। ক্ষণে ক্ষণে রচিতেচ্ছ বরণের চাক ইজজাল । আপনার হাতে লেখা স্বন্দরের প্রথম স্বাক্ষর।