পাতা:প্রবাসী (ত্রয়স্ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৮৯০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রমের মর্যাদা ও বাঙালীর অল্পসমস্যায় পরাজয়—ঝাড়দারী ও ভাবী উন্নতির সোপান জীপ্রফুল্লচন্দ্র রায় বিখ্যাত ধনকুবের ও দানবীর এগু, কার্ণেগীর কথা আমি অনেকবার সাময়িক পত্রে বিবৃত করিয়াছি। তিনি বাল্যকালে দারিত্র্যের সহিত সংগ্রাম করেন এবং নিজের চেষ্টায় পৃথিবীর মধ্যে একজন সৰ্ব্বশ্রেষ্ঠ লৌহকারখানার মালিক হন। তাহার জীবন-সংগ্রামের ইতিহাস পড়িলে কৌতুহলাবিষ্ট হইতে হয়। কোনও রকমে অনেক চেষ্টার পর তিনি একটি এক্লিন্‌ চালাইবার ভারপ্রাপ্ত হন। র্তাহাকে ষে কেবল ফায়ারম্যান’-এর কাজ করিতে হুইভ তাহা নয়—নেকড় ও তৈল দিয়া পিতলের অংশগুলি পরিষ্কারও করিতে হইত। বলা বাহুল্য, তিনি সমস্ত দিন অক্লান্ত পরিশ্রমের পর যখন বাড়ি ফিরিষা আসিতেন তখন চেহারা ভূতের মত কালো। সাবান দিয় পরিক্ত হইলেও খাইবার সময়ে পিতল-মিশ্ৰিত তেলের গন্ধে র্তাহার বমি আলিত। প্রথম সপ্তাহে যখন মাত্র তিন চার টাকা মজুরী পাইলেন তখন তাহার আনন্দের সীমা রহিল না। তিনি আত্মচরিতে বলিতেছেন, “আমি ভাবী জীবনে তাহার পর বহু কোটা টাকা রোজগার করিয়াছি, কিন্তু যেনি আমার পিতার হাতে প্রথম সপ্তাহের রোজগারস্বরূপ উপরিলিখিত পারিশ্রমিক অৰ্পণ করিতে পারিলাম সেই দিন স্বতঃই আমার মনে হইল ষে এখন আর আমার দরিদ্র মা-বাপের উপর আমি নির্ভরশীল নই। আমার ভরণপোষণের ভার এখন আমি নিজেই গ্রহণ করিতে সক্ষম।" ইহাই প্রকৃত পুরুষকারের লক্ষণ। এখানে এইটুকু বলিলেই যথেষ্ট হুইবে যে, শ্রমজীবীদিগের পাঠাগার ও বিশ্ববিদ্যালয়ের উচ্চাজের শিক্ষার জষ্ঠ কাণেগী প্রায় দেড় শত কোট টাকা দান করিয়া যান। তাহার রচিত একখানি গ্রন্থ আমার fast of ults, won atm The Empire of Business অর্থাৎ “ব্যবসায়ের সাম্রাজ্য”। তাছার প্রথম পৃষ্ঠার প্রথম কয়েক ছত্র উদ্ধৃত করিলাম :– “It is well that young men should begin at the beginning and occupy, the most subordinate psitions. Many of the leading, business men of ttsburg had a serious responsibility thrust upon them at the very threshold of their career. They were introduced to the broom, and spent the first their business lives sweeping out the Ce,’ “নিম্নতম অবস্থা বা চাকরি হইত্তে জীবন-সংগ্রাম আরম্ভ করা সাধারণ যুবকদিগের পক্ষে মঙ্গলপ্রদ। পিটুস্বার্গের অনেক প্রধান ব্যবসায়ী লোককে তাহদের জীবনযাত্রার প্রাক্কালেই গুরুতর দায়িত্বের বোঝা বহন করিতে হইয়াছিল। তাহাদিগকে ঝাড়দারের কাজ করিতে হইয়াছিল এবং ব্যবসায়ী জীবনের দৈনিক প্রথম কয়েক ঘন্টা জাপিস-ঘর সন্মার্জন দ্বারা পরিষ্কার করিতে হইত।” আর একজন ক্ষণজন্ম পুরুষের নাম করিতেছি । ইনি নিগ্রোজ্ঞাতির কৰ্ম্মবীর বিখ্যাত বুকার টি ওয়াশিংটন। আমেরিকায় নিয়ম আছে, যদি কোন ছাত্র গ্রীষ্মকালে যখন বিদ্যালয় বন্ধ থাকে তখন সম্মার্জনী হন্তে সমস্ত ঘরদুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করে, তাহা হইলে মজুরী-স্বরূপ অবকাশের পর বিন-বেতনে সেখানে পড়িতে পায়। দারিদ্র্যনিপীড়িত বুকারের বিদ্যাশিক্ষার জন্ত প্রবল আকাঙ্ক্ষা ছিল। কিন্তু তিনি কপৰ্দকশূন্ত । একদিন তিনি হ্যাম্পটনের বিদ্যামন্দিরে সেখানকার কর্তৃপক্ষের নিকট আসিয়া হাজির হইলেন। প্রধান শিক্ষয়িত্রী তাহাকে কিরূপভাবে গ্রহণ করিলেন সে-সম্বন্ধে তাহার আত্মচরিতের বঙ্গানুবাদ “নিগ্রোজাতির কৰ্ম্মবীর” হইতে কিয়দংশ উদ্ধৃত করা হইল,— “প্রধান শিক্ষয়িত্রী আমার বেশভূষা ইত্যাদি দেখিয়া তাহাদের যোগ্য ছাত্র বিবেচনা করিলেন বলিয়া বোধ হইল না। বোধ হয় বুঝিয়াছিলেন—এ একটা সং, ছেলেখেলা করিতে আসিয়াছে। অবগু একেবারে তাড়াইয়াও দিলেন না। আমি তাহার আশপাশে ঘুরিতে লাগিলাম। নানাভাৰে আমার যোগ্যতা, বুদ্ধিমত্ত এবং শিখিবার আকাঙ্ক্ষার *ब्रिछद्र निरङ cछडे कब्रिनाथ । इंडियटश रूङ नूङन न्डन इज जॉनिब्र छर्डि इहेन । चांयांब्र भटन इहेरठ जानिढ़ा