পাতা:প্রবাসী (ত্রয়োবিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/১৪২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

| বৈষ্ণব আখড়ায় স্থিত নৃসিংহাবতার পদ্মপুরাণে কিন্তু লাথি মারার কথা খুজিয়া পাইলাম ন! * বঙ্গবাসী সংস্করণের পদ্মপুরা:ণ আছে, হিরণ্যকশিপু তরবারি দ্বারা স্তম্ভে আঘাত করিলেন । বৈদিক তৈত্তিরীয় আরণকে নৃসিংহাবতারের উল্লেখ আছে । বামনাবতার প্ৰহলাদের পুত্র বৈরোচন তাহার পুত্র বলি। বলি প্রবল হইয়া স্বৰ্গ মৰ্ত্ত্য পাতাল দখল করিয়া লইলেন । তখুন বিষ্ণু শ্বকায় ব্রাহ্মণের রূপে বলির নিকট যাইয়। শুধু ত্রিপাদ-পরিমিত ভূমি ভিক্ষ চাহিলেন । বলি ভিক্ষা দিলেন। তখন বামনরূপী বিষ্ণু এক পদে আকাশ ও একপদে পৃথিবী আবৃত করিয়া ফেলিলেন । আর এক প। রাখিবার আর যায়গা নাই, তাহা বালির মস্তকে রাখিলেন এবং পা দিয়া ঠেলিয়া বলিকে পাতালে পাঠাইয়া দিলেন । এই গল্প অনেক পুরাণেই আছে, কোন কোন পুরাণে বলির দানের উচ্চ প্রশংসা করা হইয়াছে। বিষ্ণুর তিন পাদবিক্ষেপ বেদের আমল হইতেই বিষ্ণুর দশ অবতার

  • এই লাথি মারার কথা কোন পুরাণে জাছে, কেহ জানিলে দয়া করিয়া পোঃ রমন, ঢাকা, এই ঠিকানায় লিখিয়া জানাইলে কৃতজ্ঞ থাকিব -লেখক ।

》 t s ঢাক মিটজিয়:মর বামনবত{ল প্রসিদ্ধ । ব্রাহ্মণগণ আচমনে ব ঋকুমন্ত্র, তদ্বিষ্ণেt: পবম: পদং সদা পশুপি স্বরধঃ দিবীব চক্ষুরাতত্তম, মনে করিতে পাবেন । বিমঃ (“অর্থা ২ ফুস ) তিন পাদ নিক্ষেপে আকাশ অতি ক্রম পরেন । সন্ধ্য হইতে সকাল এক পী, সকাল হইতে দুপুরে এক প। আর দুপুর হইতে সন্ধ্যায় এক পা ফেলা হয় । আচমনে পরমং পদং অর্থাং সৰ্ব্বোচ্চ পাদবিক্ষেপের ( দুপুরের ) কথা বলা হইয়াছে । শলণ্ডত্রীচ স্পৰ্দ্ধিত ক্ষত্রিয়দের দমন করিবার জন্য ২১ বার পৃথিবী নিঃক্ষত্রিয় করিয়াছিলেন । ব্লামের গল্প সকলেই জানেন ।