পাতা:প্রবাসী (ত্রয়োবিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৭৭০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রবাসী—চৈত্র, ১৩৩০ [ ২৩শ ভাগ, ২য় খণ্ড লক্ষ্মীবিলাস প্রাসাদ অস্ত্যজদিগের অবস্থ অত্যন্ত খারাপ । কাজেই দুর্ভিক্ষের প্রকোপ তাহাদি কে বেশী সহ করিতে হয়। আবার ১৯১৭ -১৮ খৃষ্টাব্দে যখন ইনফ্লুয়েঞ্জা রোগে বরোদারাজ্যে মড়ক লাগিল তখনও এইসকল অহুষ্ঠানের কাজ ভালোরূপে চলে নাই কারণ দরিদ্র্য-নিবন্ধন অস্ত্যজেরাই এই মহামারীতে সৰ্ব্বাপেক্ষা বেশী ভুগিয়াছিল । তবুও এই দুইবারের আক্রমণে অস্ত্যজেরা পণ্ডিত জীর শিক্ষার ফলে বেশী ক্ষতিগ্রস্ত হয় নাই । তাঁহাদেব মধ্যে শিক্ষা বিস্তার ন হইলে এই দুই মহামারীতে তাহাদিগকে যে নিৰ্ম্মল করিয়া দিত তাহার সন্দেহ নাই । মহারাজ। অন্তjজ.দর মধ্যে কেবল প্রাথমিক শিক্ষার বিস্তার করিয়াই নিশ্চি স্ত হন নাই । বরোদার উচ্চ ইংরেজী বিদ্যালথ-সমুহে ও কলেজে অস্ত্যজ বালকদের জন্য বিশেষ বৃত্তির ব্যব ছ। অাছে। মহারাজের দানের সাহায্যে ককে বৎসর পূৰ্ব্বে একটি অস্ত্যজ বালক বোম্বাই বিশ্ববিদ্যালয়ের ডাক্তারী উপাধি পাইয়াছে ও সম্প্রতি সরকারী বৃত্তি লইয়া একটি অন্ত্যজ বালক আমেরিকার কলোম্বিয়া বিশ্ববিদ্যালয়ের উপাধি পরীক্ষায় পাশ হইয়াছে । অস্ত্যজদের পুরোহিতদিগের শিক্ষার ( ইহার গারোদ নামে অভিহিত ) জন্যও রাজ-সরকার প্রতিষ্ঠিত একটি বিদ্যালয় আছে । বরোদার গইকোয়াড় প্রতিবৎসরই অস্ত্যজ বালকবালিক। দিগকে নিজ প্রাসাদে আহবান করিয়া ভোজ দেন। যাহার। এতদিন অস্পৃশ্ব ও ঘৃণ্য ছিল রাজা ত{হাদিগকে মতিবাগ প্রাসাদে ১৯১০ খৃষ্টাব্দে আহবান করিয়া অfমন্দ-সহকারে তাহাদিগের আবৃত্তি-পাঠ শ্রবণ করেন। কিন্তু পূৰ্ব্বে যদি কোন অস্ত্যজ এইসকল মন্ত্র শ্রবণও করিত তবে তা হাদিগের কর্ণে গলিত সীসা ঢালিয়া দেওয়া হইত। গইকোয়াড় ও মহারাণী ১৯১ ত থষ্টাব্দে অস্ত্যজ বালকদিগকে লক্ষ্মীবিলাস প্রাসাদে আহবান করেন এবাবে তাহার বেদমন্ত্র আবৃত্তি করে ও