পাতা:প্রবাসী (ত্রয়োবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/১১০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১ম সংখ্যা ] শু্যামরাজ্যে ফরাসী দৌত্য 为拯 শ্যামদেশের রাজধানীর অভিমুগে ফরাসী রাঙ্কদূতগণকে বহন করিয়া সম্পান নৌকাগুলির সমারোহ-যাত্রা একবার একজন বৌদ্ধ পুরোহিত রাজাকে গিয়ে বলেন যে, তিনি এই কঠিন সাজার ব্যবস্থা করেছেন বলে’ প্রজাদের মধ্যে অসন্তোষের সূচনা হয়েছে এবং তার রাজার বিরুদ্ধে মান কথা বলতে আরম্ভ করেছে । রাজা ধীর ভাবে পুরোহিতের কথা শুনলেন এবং তখন তাকে কিছু ন বলেই বিদায় দিলেন । কয়েকদিন বাদে ভিনি সেই পুরোহিতের বাড়ীতে এক সাংঘাতিক বঁদের পাঠিযে দিয়ে বলে পাঠালেন যে, যতক্ষণ অন্ত কিছু আদেশ প্রেরিত না হচ্ছে, ততক্ষণ সেই বাদর তার বাড়ীতে যা ইচ্ছ। তাই করে বেড়াবে, তাতে বাধ। দেবে না । পুরোহিত বেচার রাজার প্রেরিত বাদরকে সম্মানের সঙ্গে গুহে স্থান দিলেন । বাদর বাড়ীতে ঢুকেই পুরোহিতের জিনিষপত্র ভেঙ্গে তচনচ করে ফেলতে লাগল। অবশেষে সে বেচার রাজাকে গিয়ে তার বঁাদরকে ফিরিয়ে নিয়ে যেতে বললেন । রাজা তার কথা শুনে আশ্চর্য্য হ’য়ে বললেন-–“কি ! তুমি একট। বাদরের অত্যাচার তিন চার দিন সহ করতে পার্ছ না ? আর তুমি আশা কর যে, আমি এই বাদরের চেয়ে সহস্ৰগুণ বদমাইস প্রজাদের অত্যাচার সমস্ত জীবন ধরে সহ করব ?” তার পর নানারকম উপদেশ দিয়ে তিনি পুরোহিতকে বিদায় দিলেন। যাক, আমরা আসল কথা থেকে অনেক দূরে এসে পড়েছি। চতুর্দশ লুইয়ের দত শুামরাজের প্রাসাদের বাইরে অপেক্ষা করতে লাগলেন, আর কি ভাবে তাদের দরবারে নিয়ে যাওয়া হবে তারই বন্দোবস্থ চলতে লাগল। এই সম্পর্কে ম্যসিদ্ধ কনস্তাসের সঙ্গে মাসিয় দ্য শোমোর কথাবাৰ্ত্ত চলতে লাগল। ফ্রান্সের রাজা দূতের হাতে শুIম-রাজকে যে চিঠি পাঠিয়েছিলেন সেই চিঠিখানা শু্যামরাজের হাতে কি ভাবে দেওয়া হবে প্রথমে তারই আলোচনা সুরু হ’ল। মাসিয় দ্য শোর্মে বললেন যে, তিনি সোজাসুজি দরবারে গিয়ে রাজার হাতে সেই চিঠিখান দেবেন। কিন্তু রাজকৰ্ম্মচারীরা এ ব্যবস্থার তীব্র প্রতিবাদ করতে লাগল। প্রথমত: রাজার আত নিকটে যাওয়া শু্যামদেশের প্রথার বিরোধী, দ্বিতীয়তঃ রাজার কাছে গিয়ে তার হাতে চিঠি দেওয়া সম্ভব নয়, কারণ দরবারে তিনি এত উচ জায়গায় বস্তেন যে, নীচে দাড়িয়ে হাত তুলে সেখানকার লাগাল পাওয়া যেত না। বিদেশী দূতদের অভ্যর্থন করার জন্য রাজ-প্রাসাদে যে দরবার-ঘর ছিল তারই একদিকের দেওয়ালে উচু জায়গায় একটা জানাল ছিল। রাজ ভিতর থেকে এসে সেই জানালার সম্মুখে বসতেন । তার পর তিনি জানালার