পাতা:প্রবাসী (ত্রয়োবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৪৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ՔԵ, মানব-সভ্যতার নাড়ীতে নাড়ীতে কিসের ব্যথা, কি ক্ষুব্ধ তৃষ্ণ, কি করুণ আৰ্ত্তনাদ । শক্তির সহিত শক্তির ঘাতপ্রতিঘাতে হিংসা-স্বার্থের আগুন জলিয়া উঠিতেছে, শাস্তি নাই, আনন্দ নাই | পরদিন সমস্ত বিকাল মাধবী বৃহৎ বাড়ীর সব ঘর আনমনা হইয়া ঘুরিয়া বেড়াইল। তাহার তাসের আড্ডা ভাণ্ডিয়া গিয়াছে, কোথাও বাহির হইতেও ভাল লাগে না, সাজানো শূন্ত ঘরগুলি ঘুরিয়া আপন সাজসজ্জার ঘরে জাসিয়া জালুমারীর আয়নার সম্মুখে দাড়াইল, কোন বেদনার আগুনের ঝলকায় তাহার দেহও শুকাইয়। কালে -ভূইয়া গিয়াছে। * , а চোখগুলি আয়নার অতি কাছে আনিয়া আঙুল দিয়৷ টানিয়া মুখখানি দেখিতে লাগিল। সহসা পিছনে এক বাকুনি খাইয়া সে চমকিয়া উঠিল । যতীন তাহার ঘাড়ের কাছে নীল ব্লাউসটা ধরিয়া তাহাকে ঝণক মারিতেছে। জবাৰুহইয়া সে যতীনের দিকে ফিরিয়া চাহিল। ড়ের ঝাপট-খাওয়া ছেড়া-মাস্তুল ভাঙা-নোঙর জাহাজের अज्वरौद्रैशहेब, তাহার শুষ্ক মুখ, রুক্ষকেশ, বিশৃঙ্খল মাগচী ঘূরিতে তাহার মুখোমুখি দাড়াইয়া মাধবীর -হাত ধরিয়া তাহার সমস্ত দেহ নাড়াইয়া যতীন গম্ভীর স্বরে বলিল,--শোন, তোমার কি চাই ? অবাকৃ হইয়া মাধবী বলিল,—কি চাই ? হায়, তাহার কি চাই, সে কি করির বলিবে ? এতদিন পরে কি যতীনের খোজ করিবার সময় হইল ? মাধবীর চোখের দিকে চাহিয়া যতীন আশ্চৰ্য্য হইল, ও যেন বয়রের চোখ, রক্তের একটু লেশ নাই । টুৰী মান হাসিয়া বলিল,—কি বলছ ? যতীন বলিল,—বলছি তোমার কত টাকা চাই ? —কত টাকা ? —ই কত টাকা হ’লে তোমার চলবে। মলিন দৃষ্টিতে সে ভীত হইয়৷ যতীনের দিকে চাহিল। - হার কারা আসিল। তাহার স্বামীর কি সত্যই মাথা রাপ হইতেছে। , স্নান হাসিয়া সম্মুখের কাপড়ের আলমারী খুলিয়৷ নানারঙের শাড়ীগুলি দেখাইয়া মাধবী বলিল,—আচ্ছা 德 প্রবাসী—বৈশাখ, ১৩৩০ ২৩শ ভাগ; ১ম খণ্ড സസ്സസസ്സസസ്സസസ്സ് তুমি suggest করন, কি পর্ব, জামার ঠিক করতে uo. দেরী লাগে। . . .” যতীন থাকে থাকে সাজান শাড়ীগুলি একবার হাত দিয়া ঘাটিল, তার পর মাধবী যে শাড়ীখানি পরিয়া ছিল, তাহার দিকে চাহিল, একটু ব্যঙ্গের স্বরে বলিল,—ওঁ সব শাড়ীই সমান, যেটা ইচ্ছে পর। r —ওগো ! - —ই, এস তুমি, কত টাকা তোমার চাই, দিয়ে যাই। ধীরে যতীন ঘর হইতে বাহির হইয়া গেল, মাধবীও তাহার পিছন পিছন মানমুখে চলিল । দুইজনে লাইব্রেরীতে দুই চেয়ারে মুখোমুখি বসিল । স্থিরনেত্রে মাধবীর পাণ্ডুর মুখের দিকে চাহিয়৷ যতীন বলিল,—দেখ, আমি আজ চলে যাচ্ছি। —কোথায় ? —তা জানি নে, এ-সব ছেড়ে যেখানে হয়, যে-কোন বন-জঙ্গলে, পাহাড়ে— ভীতবিস্মিত নয়নে মাধবী স্বামীর মুখের দিকে চাহিল। মুখ গম্ভীর, দৃঢ়, বেদনার ছায়া যেন কাটিয়া যাইতেছে। কান্নার স্বরে সে বলিল,—সত্যি ? কোথায় যাবে ? —ই সত্যি যাব । তোমার খরচের জন্ত কত টাকা রেখে যাব বল । ড্রয়ার হইতে চেকৃবুকটা সে বাহির করিল। ভাঙা-গলায় মাধবী বলিল,--আমিও যাব । চেকবুকটা ঘুরাইতে যুৱাইতে একটু হাসির হরে যতীন বলিল,—তুমিও যাবে? মৃদুস্বরে মাধবী বলিল,--ই। আমাকে তোমার সঙ্গে নিয়ে চল, যেখানে হয়, আমারও এ-সব আর ভাল লাগছে নী— - W, z উৎসাহের সঙ্গে যতীন বলিয়া উঠিল,-পারবে ? স্বন্দরবনের জঙ্গলে যেতে ? في মাধবীর পাণ্ডুর মুখ রাঙা হইয়া উঠিল, সে বলিয়া উঠিল,—সুন্দর বন । শিকার করতে ? * —ন, শিকার করতে প্রশ্ন, বাস করয়েঞ্চ ;