পাতা:প্রবাসী (ত্রয়োবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৬৬৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৬২৮ করে। শত্রুর সংখ্যা বেশী বা শত্রু বলবান ইষ্টলেও সে গ্রাহ করে না । মানুষের অন্তর বোধ হয় সব দেশে একই রকম। সেইজন্যই অসভ্য এবং , সভ্য নারীর প্রেমও 'প্রায় একই রকম—তাহার মধ্যে তফাং বিশেষ কোথাও नाशे । নারীরা রূপ বুদ্ধি করিবার জন্ত অঙ্গে নানা প্রকার ক্ষত করে । ইহাতে তাহীদের যথেষ্ট কষ্ট ও ভোগ করিতে হয় । এক এক জাতির ক্ষতের দাগ এক এক বিশেষ প্রকারের হয় । কাহারে কপালে লঙ্গ লম্ব। কাটার দাগ থাকে, কাহারো বা তাহ গোল গোল হয়। কাহারে। বা কপাল হইতে নাক পয্যন্ত দাগ কাটা থাকে। কাহারে। কঙ্গোর লীজীকে নারী—কপালের উর্ধা দেখুন দাগ খুব গভীর হয়, কাহারো বা কম গভীর হয় । ইহার বিশেষ বর্ণনা সকলের ভাল লাগিবে না বলিয়া করিলাম না। তবে সকল জাতির নারীই পিঠে খুব লম্বা লম্বা দাগ কাটে । সকলেই শরীপ রং করে । লাল রং ইহাদের খুবই প্রিয়—টুকুলা নামক বৃক্ষ হইতে এই জলজলে লাল রং Kgg KD 0 BBS BBBS KKKKBB KC BBBS প্রবাসী—ভাদ্র, Oථම්) [ ২৩শ ভাগ, ১ম খণ্ড হইতেও রং বাহির করা হয়। শোক প্রকাশ করিবার জন্য শাদা রং ব্যবহার করা হয় । শাদ রং মাখিয়া সমস্ত দেহ শুভ্ৰ করিয়া ফেলা হয় । ইহাদের পোষাকের আপদ বালাই নাই। সামান্য একটা কিছু কোমরে জড়াইয়া লইলেই সভ্য সমাজে যাইবার মত পোষাক হইল। ধনী রমণীর পোষাক আর-একটু বেশী, তাহার মাথায় কিছু পালক গোঞ্জা থাকে । উৎসবাদির সময়ে ইহার পোষাকের সামান্য কিছু বাহুল্য করে। তবে বাহুল্য যতই হউক, দরজির কোন দরকার কোন সময়েই হয় না । তবে সব জাতির পোষাক সমান নয়। বাকোঙ্গ জাতির বিবাহিত রমণী তিন খণ্ড বস্ত্র ব্যবহার করে, সামনে, পিছনে এবং বক্ষ-দেশে। ‘বাঙ্গাল’ জাতির নারীর কোমরে এক-প্রকার বস্ত্র পরে, তাহ। অনেকট। নর্তকীরের ছোট ঘাঘরার মত । ইহাকে বস্ত্র বলা ভুল, কারণ এই ঘাঘর শুকৃনে তাল-পাতার তৈরী। যে বালিকা যত মুন্দরী—তাহার ঘাঘর তত ছোট হয়। বেশীর ভাগ নারীর পিছনের দিকে কোন আবরণ রাখে না । ইহাদের বস্ত্রের বহর যতই কম হউক না কেন— অলঙ্কারের প্রতি ইহাদের বেশ টান আছে । উবাঙ্গি নারীর কানে ছিদ্র করিয় ভার ঝুলাইয়া দেয়, তাহাতে কাম ক্রমে ১০ ইঞ্চি পয্যন্ত লম্বা হইয়া যায় । অনেকে নাকে ছিদ্র করিয়া হাড় পরে। বাকুমু এবং বান্‌জিরি মেয়ের উপরের ঠোট বিদ্ধ করিয়া কাঠের বা হাতীর দাতের চাকৃতি পরে । অনেকের আবার একটা ছিদ্রে হয় না, গোটা-কয়েক ছিদ্র করিতে হয়। বেশীর ভাগ মেয়েরা দাত উখা দিয়া ঘসিয়া লয়। কঙ্গোদেশের যে নারী যত কম বস্ত্র ব্যবহার করে, তাহার গয়নার আড়ম্বর তত বেশী । বুড জ। নারীরা কোনপ্রকার বস্ত্র ব্যবহার করে না, তাহাদের গয়নার ফৰ্দ্দও তেমনি বেশ বড় গোছের । তাহারা গলায় পিতলের যে হাস্থলি পরে, তাহার ওজন ১৫ সেরের কম হয় না ; পায়ের মলের ওজনও পায়ের চেয়ে বেশী হয় । বালা প্রায় সকল জাতির মেয়েরাই পরে । অনেকে গোড়ালি হইতে হাটু পয্যন্ত মল পরে।