পাতা:প্রবাসী (ত্রয়োবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৭২৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

£ s 尊 - جسb& ওপাশে । সে এবার বৌদিকে নমস্কার করে' বললে— “বোঁদি, এই জঙ্গলে পাওয়া লক্ষ্মণটিকে ভুলবেন না তো !” বৌদি হেসে উত্তর দিল—“কলকাতা ফিরে মাঝে মাঝে দেখা দিলেই ভুলব না।" তার পর আমার কাছে এগিয়ে এসে সে বললে— “লীলা, আশা করি আবার দেখা হবে ।" আমি কিছু বলতে পারলাম না, চুপ করে রইলাম। ও আবার বললে—“দেখ নিশ্চয়ই হবে, তবে কবে তা জানিনে।” গাড়ী ছেড়ে দিলে । আমার দিকে চেয়ে রইল সে । আমি আর চোখের জল থামিয়ে রাখতে পারলাম না। দাদা বললে—“এরি মধ্যে চোখে কয়ল। ঢোকাতে পারলে।” বৌদি আমায় তার কেলে টেনে নিলে । উঠে বস্লাম। যতক্ষণ পরেশনাথ পাহাড় দেখা গেল, তাকিয়ে রইলাম তার দিকে-–জৈনদের মন্দির আমার ও তীর্থস্থান হ’য়ে উঠল । সেখান থেকে সংগ্রহ কবে? আনলাম তার হাতের ছত্র লেগ। আর তার বঁাশীর স্থরটি . ঠিক একমাস পরে কলকাতা ফিরছি সন্ধ্যের প্যাসেঞ্চারে। আবার ইভ্রি ষ্টেশনে গাড়ী দাড়িয়েছে, সেই গ্র্যাণ্ড ট্রাঙ্ক, রোডের ক্রসিংএর মুখে । লাইন ক্লিয়ার না থাকায় প্রায় আধ ঘণ্টা দাড়াতে হয়েছিল । কাল পূর্ণিমা গেছে। অল্পক্ষণ হ’ল চাদ উঠেছে। দাদা বৌদি দুজনেই ঘুমিয়ে পড়েছিল সারাদিনের মোটরের বাকুনির পর । চাদের আলোয় চারিদিক্‌ ভরে গেছে । আমার সেদিনকার কথা মনে পড়ছিল। হঠাৎ অনেক দূরে বাণী শুনতে পেলাম :– “এখন আমার সময় হ’ল যাবার দুয়ার খোল, খোল । হ'ল দেপা, হ’ল মেলা, আলো-ছায়ায় হ'ল পেল!. স্বপন সে লে ভোলো, ভেলে ।” আমি তাড়াতাড়ি উঠে বস্লাম যদি তাকে দেখতে পাই এই আশায় । তার পর আরও দূরে গান শুনতে পেলাম :– প্রবাসী-ভাদে, ১৩৩e [ ২৩শ ভাগ, ১ম খণ্ড “আকাশ ভরে দূরের গানে, 象 অলখ দেশে হৃদয় টানে, ওগো যদু, ওগে মঞ্চ, পথ বলে দাও পরাণ-বধুর, সব আবরণ তোলে, তোলে৷ ” বৌদিকে তাড়াতাড়ি তুলে বল্লাম—“বোঁদি, শুনতে পাচ্ছি ?” সে বললে –“কি ভাই ? আমি বললাম— “ঐ যে সে গান করছে।” বৌদি হেসে বললে—“সে কি আর এবারেও তোমার জন্যে বসে আছে এখানে এসে ? স্বপ্ন দেপছ নাকি জেগে জেগে !" আমি তখনও শুনতে পাচ্ছি গান থেমে গিয়ে বঁাশীতে বেজে উঠল আবার সেই গানের স্বরট :– “খেলার সার্থী, বিদtয়, দ্বtয় পোলে, গেল যে খেলার বেলা..." গাড়ী ছাড়ল । বাশীর মুর ও আস্তে আস্তে মিলিয়ে গেল। আমার আর ঘুম এল না। বাড়ী এসে পৌঁচেছি। বেল প্রায় ন’ট)। স্নান করে’ চ। খেতে বসেছি । কাল রাত্রের কথা মনে পড়ে মনট কি রকম খাবাপ লাগ ছিল । দাদা এসে “ষ্টেট্স্ম্যান”খান আমার হাতে দিয়ে বললে –“একটা বড় খারাপ খবর আছে । আমাদের সেই পথের বন্ধটি একটা দুর্ঘটনায় মারা গেছেন- পরশু রাত্রে।” আমি তাড়াতাড়ি কাগজখান খুললাম। — Isri, 31st. May, 192 –. Terrible accident at Isri station. 198 miles from Howrah on the Grand Chord line. An Indian gentleman while railway lines on crossing the cycle was run over and killed instantareously by 22 down passenger yesterday night at 19 hours. The level crossing gate was found open. The chowkidar has been arrested and sent up for trial to Dhanbad, The District Traffic Superintendent accompanied by the S. D. O. inspected the spot this morning,...... his motor