পাতা:প্রবাসী (ত্রয়োবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৭৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৬২ .প্রবাসী—বৈশাখ, বিদ্রোহী করিয়! তোলা ? তামার সে ভগ্নীপতি-ব্রতা'যত শালী, ন হয় গৌরাঙ্গে মজি ভজি তারে ; অভদ্র বিদ্রুপ তাই বলি' ? জোন্স-স্মিথ টম্সননামাঙ্কিত উপহার দেওয়া নামাবলী ? সি দূর মাথায়ে বুটে হায় হায় ! মাথা ষ্টেট-অপমান করা ? হায়রান শুধু শুধু পাঠাইয়। হাকিমের মিথ্যা হরকরা ! কংগ্রেসে দিলাম চাদ, তবু মিছে ছল ধরা ? গেছি আমি চটে, তোমাদের হুজুগেতে আমি— আমি– আমি যোগ দিবনাক মোটে। 箏 দ্বাদশ মুর২—অপৰূপ-ৰূপ ফুল বাংলা দেশের হৃদয়ের মাঝে যেজন বিরাজ করে, ডান হাতে র্যার খড়গ জলিছে বঁ। হাত শঙ্কা হরে, ললাট-নেত্রে বহ্নি র্যাহার, স্নেহ-বিভা দু'নয়নে, হে কবি ! তোমারে দেছেন প্রসাদ তিনি প্রসন্ন-মনে । দেউলের দ্বার খুলেছে তাহার, মিলেছে মিলেছে দিশা, র্তার ইঙ্গিতে, সঙ্গীতে তব হে কবি ! পোহায় নিশা । . S)Oo [ ২৩শ ভাগ, ১ম খণ্ড ত্রয়োদশ মুরং-বিশ্বযোগী-ভারত-মহিমা বিতরিলে ব্রহ্মবিদ্য ; মিশাইলে সীমায় অসীমে ! রচিলে ভাবের সেতু যুক্ত করি পুরবে পশ্চিমে ! সমীপে আনিলে স্বর্গ ; স্বদেশেরে জানিলে সুন্দর, স্বৰ্গ হতে গরীয়ান্‌!—মূৰ্ত্ত যেন দেবতার বর! প্রতিষ্ঠা করিলে প্রাণে ভারতের প্রাচীন সাধনা, বহুর মাঝারে এক,—জগতের চির-আরাধন । সপ্তর্ষির পুণ্য-জ্যোতি সমৰ্পিলে বাঙালীর ভালে ; সত্যের নিষ্কাম ভায় লুপ্ত করি দিলে দেশ-কালে ! বিশ্ব-যোগে যুক্ত হ’লে—বিশ্বনাথ প্রেরিল বারত ! জগতে ঘোষিত হ’ল বিশ্বমানবের আত্মীয়তা ! “জ্যোতিষ্ক কুটুম্ব” যত হেরি তোমা’ আনন্দিত-মন, নক্ষত্র-অক্ষরে * লিখি পাঠাইল তোমারে লিখন ! কৰ্ম্ম-ক্লিষ্ট কোলাহল মন্ত্ৰে যেন শূন্যে গেল মিশি ; মহাশান্তি এল নামি তব পুণ্যে ; হে কবি ! হে ঋষি । 粥 চতুর্দশ মুরৎ-কাবুলিওয়াল প্রকাণ্ড এই চেহারাটায় প্রকাণ্ড যে হৃদয় আছে, ংলাদেশের ওগো কবি ! গোপন সে নেই তোমার কাছে ! ভুষে-মাখা পাপ্পাখানি । ছাপা ছিল পাজর পরে, কারেও তো সে দেখাইনিক, দেখলে তুমি কেমন করে ? ংলা মুলুক যাদুর মুলুক, তুমি যাদুগিরের রাজা, তোমার তরে বাবুসাহেব ! এনেছি এই আঙর তাজ । 豪

  • পাঠাস্তুর-জ্যোতির অক্ষরে । + পাঠাস্তুর—দিব্যশান্তি এল মর্ত্যে ।