পাতা:প্রবাসী (ত্রয়োবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৭৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

b8 بر سر تیر ۹-میره عریخی عیت ۳ص দেশবিদেশে প্রাপ্তপূজা রবীন্দ্রনাথ প্রবাসী-বৈশাখ, ১৩৩০ [ ২৩শ ভাগ, ১ম খণ্ড জুবিলি রাজার যদি হয় জুবিলি কবির হতে পারবে সে,— রাজার পূজা আপন রাজ্যে, কবির পূজা সব দেশে ! চাণক্যের এই প্রাচীন বাক্য লক্ষ কথার এক কথা, রাজার যদি হয় জুবিলি কবির হতে পারবে তা । নজার খুজে নাই যদি পাই নাই তাতে ভাই দুঃথলেশ, পৰ্ব্ব নুতন করবে স্বজন রঙ্গভরা বঙ্গদেশ ! বাজার প্রভাব আপন রাজ্যে কবির প্রভাব সব দেশে, রাজার যদি হয় জুবিলি কবির হতে পারবে সে । বিধান দিলাম পাতি লিখে সই করিলাম নিম্নে তার ; কবির সেরা বঙ্গরবি জানাই তারে নমস্কার ॥ সত্যেন্দ্রনাথ দত্ত বেনে-জল এক অন্ধকার · · · · · আশে-পাশে আগে-পিছে, উপরে-নীচে,—কোনোদিকে একটু অবকাশ নেই, প্রাণপণে তাকাতে গেলেও দৃষ্টি আহত হয়ে ফিরে আসে । কোথায় কোন তেপান্তর মাঠের পারে, অমাবস্তার রহস্য-ঢাকা গহন-বনের গোপন অন্তরালে, তিমির-দৈত্যের চির-স্তন্ধ পাথর-পুরীর কারাগারে, এতকাল ধ’রে যত কুয়াশা, যত আৰু ছায়া বন্দী হয়ে ছিল, আজ যেন তার হঠাৎ দরজা-খোল পেয়ে হুড় মুড়, ক’রে বেরিয়ে সারাপৃথিবীর বুকে ছড়িয়ে পড়েছে। অন্ধকার ------ সহুরের পথে আজ আর পথিকরা চলছে না, একখানা গাড়ীর শব্দও শোনা যাচ্ছে না,—এমন নিবিড় কুয়াশা জীবনে কেউ কখনো দেখেনি। কুয়াশা যে এত জমাটু, এত কালো হ’তে পারে, একথা কল্পনা করাও অসম্ভব। সারি সারি লোহার থামের উপরে, শত শত গ্যাসের