পাতা:প্রবাসী (ত্রয়োবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৮৯০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৬ষ্ঠ সংখ্যা ] ৭ম । “তামেচা” মারিয়া নিজ লাঠি প্রতিপক্ষের লাঠিতে প্রতিহত হইলে গরদেশে লাঠি ফিরাইয়া মাথার উপর দিয়া ঘুরাইয়া “কোমর” মারিয়া লাঠি প্রতিহত হইলে, হাতের মুঠ চিং করিয়া লাঠিকে নিম্নমুখভাবে গরদেশে ঘুরাইয়া আনিয়া হাতের মুঠ উপরে তুলিয়। “শির" মারিয়৷ স্থির লক্ষ্যে তরাসে টানিয়া মানিয়া প্রতিপক্ষের “তাঁমেচার” আঘাত আটুকাইবার জন্য প্রস্তুত হইতে হইবে। কোমর আটুকাইবার সময় হাভের মুঠ দক্ষিণ বক্ষপ্লার্থের ঈবং নিম্ন বরাবরে প্রায় অৰ্দ্ধ হস্ত দক্ষিণে ও শীর হইতে সম্মুখের দিকে প্রায় অষ্টাদশ অঙ্গুলী দূরে থাকিবে ; লাঠি ভূমির উপরে লম্ব ভাবে থাকিবে । কোমর তিনের সপ্তম বাড়ি হইতে আরম্ভ করিয়া পঞ্চদশ বাড়ি পৰ্য্যন্ত সমস্তই প্রধানতঃ গরদেশে থেলিতে হইবে ; স্বাভাবিক গতিতে কোন কোন স্থলে আপনা হইতেই জাৰ্ব্ব কিম্বা তরাসের ক্রিয়া হইয়া পড়িবে ; তবে “চির”, “হুল”, “আনি”, “ইয়কৃমা”, “হুজুর”, প্রভৃতি যে-সমস্ত আঘাতে অসির অগ্রবিন্দু প্রতিপক্ষের শরীরের মধ্যে ঢুকাইয়া দিতে হয়, সেগুলির ঠিক পূৰ্ব্বে যে-কোন বাড়িই থাকুক না কেন, তাহ প্রয়োগ করিয়া সাধারণতঃ --সই টানিয়া আনিতে হইবে। লাঠিখেলা ও অদিশিক্ষা bూSసి চা’রের বাড়ি ১ । শির, হাতকাটি, তামেচা, কোমর । / برابر ২ । তামেচা, বাহেরা, চির, শির। /// a لرلرلير/ ৩ । তামেচ, কোমর, চির, শির । /// الملامام ৪ । শির, তামেচা, বাহের, ভাণ্ডার । so /// ৫ । তামেচা, পালট, ভাণ্ডার, শির। Vر/ر/ر ৬ । গ্রীবাণ, হাতকাটি কোমর, শির। ノ// হাতকাটি—প্রতিপক্ষের হস্তের কল্পই ও কজির মাঝামাঝি, তাহার দক্ষিণ পাশ্ব বরাবরে ঈষৎ নিম্নমুখে অসি হেলাইয়া বক্রভাবে আঘাত করিয়া, ঐ হস্তাংশ বিচ্ছিন্ন করিয়া ফেলিতে হুইবে । 婚月 চির-অসির উন্টাপিঠ দ্বারা প্রতিপক্ষের পায়ুমূল হইতে লক্ষ পর্যস্ত চিরিয়া ফেলিতে হুইবে I* ভাণ্ডার—বাম কোমর-পাশ্ব হইতে আরম্ভ করিয়া ঠিক সরলভাবে দক্ষিণ কোমর-পাশ্ব ভেদ করিয়! যাইবে । •ठनक्कै •পালটু-দক্ষিণ পদের দক্ষিণ দিকের গিরার মধ্যভাগ হইতে চারি অঙ্গুলী উপর পর্যন্ত অংশে আঘাত করিয়া • কাটিয়া ফেলিতে হুইবে ।