পাতা:প্রবাসী (ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/১০৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

సెతి প্রবাসী--কাৰ্ত্তিক, ১৩৩৭ [ ७०* ভাগ, २झ ॐ€3 মূৰ্ত্তিও তৈরী করছে—মস্ত মাছের মুর্ত, আর সিংহের মূৰ্ত্তি। এই সঙ্গে অন্ত লোকেরা যারা নিজ নিজ আত্মীয়দের সংকার করবে তার নিজ নিজ জাতি অনুসারে এই সব মূৰ্ত্ত, দাহ-কার্যোর জন্য ব্যবহার করবে। সন্ধ্যে হ’য়ে যায়, আমরা পুঙ্গব • *-iস্থখবতীর কাছে বিদায় নিলুম। : আমার সঙ্গে স্বরবায়ার সিন্ধী বণিক - *. লোকুমলের দেওয়া উচ, বই-গীতার অনুবাদ, শাস্তিনিকেতন বিদ্যালয় সম্বন্ধে বই, যোগ কৰ্ম্মবাদ ও পুনর্জন্ম সম্বন্ধে থিওসোফিস্টুদের ইংরেজি বইয়ের অতুবাদ, আর রবীন্দ্রনাথের কতকগুলি ছোটে। গল্পের ডচ অতুবাদ —এই বইগুলি শ্ৰীযুক্ত সুখবর্তীকে উপহার দিলুম। আমার সঙ্গে পুঙ্গব মুখবতীর অল্প-স্বল্প আলাপ হ’য়েছে, ভাষার অভাবে বিশেষ আগ্রহ থাকলেও বেশী কথাবাৰ্ত্ত হ’তে পারেনি-আমি ডচ বা মালাইয়ে কথাবার্তা চালাতে পারি না, আর ' তিনিও ইংরিঞ্জি জানেন না । তিনি বাকে আর দ্রেউএসকে দিয়ে প্রস্তাব করলেন–র্তর পিতৃব্যের পারলৌকিক ক্রিয়া উপলক্ষে আমি যদি বেদ পাঠ করি, তা হ’লে তার আর তার আত্মীয়-স্বজনের বড়ে আনন্দ হয় ; কত দিন পরে ভারতবর্ষ থেকে ঐ দেশে ব্রাহ্মণের আগমন হয়েছে, ہے۔ বোধে এ ভার আমার নেওয়া উচিত ; তবুও রবীন্দ্রনাথের পরামর্শ আর অনুমতি আগে নেবো ঠিক ক’রলুম। শ্রযুক্ত সুখবতীর এই প্রস্তাব ভারত আর বলির ছিন্ন যোগ-স্বত্রের পুনঃ সংস্কারের পক্ষে একটি ব্রাহ্মণের অতুষ্ঠিত ধৰ্ম্মই তো তারা ... x পালন করেন, অতএব ভারতীয় ব্রাহ্মণের একটা অতুষ্টানও যদি হয়, তা হ’লে তার থেকে আবার নোতুন ক’রে ভারতের সঙ্গে বলিদ্বীপের যোগ পুনঃপ্রতিষ্ঠিত হতে পারে। শ্ৰীযুক্ত স্বখবতীর এই কথা আমার কাছে বেশ লাগল । ঘূদিও o আমি পুরোহিত বা পণ্ডিত নই, তথাপিও কৰ্ত্তব্য শবদাহের জন্ত কাষ্ঠ-নিৰ্ম্মিত বৃষাকার চিতা শুভ লক্ষণ ব’লে মনে হ’ল। ডচ বন্ধুরাও এই প্রস্তাবের অমুমোদন ক’রলেন । সন্ধ্যের পরে উবুদ থেকে বাদুঙ-এ আমাদের বাসায় ফিরে এলুম। কবি সকালের চেয়ে শারীরিক আর মানসিক দুরকমেই ঢের ভালো আছেন দেখে আমরা