পাতা:প্রবাসী (ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৭১৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

bo e a.--ഹ--TarunnoBot (আলাপ) ১৭:১৬, ১৬ এপ্রিল ২০১৬ (ইউটিসি)് কপাল!—না হাসি ন-আমি তোমাকে সত্যি সত্যি প্রাণের কথা বলুচি ভাই—এরকম পানসে ঘরকন্ন আর আমার চলচে ন—বিলিভ মি—অসম্ভব “ভালমাতুষ নিয়ে ধুয়ে খাব ?...একটা দুষ্ট মেয়ের সন্ধান দিতে পার ?-- কেন আবার বিয়ে করবে না কি ?...একটা পার না খেতে দিতে—তোমার দেখচি সুখে থাকৃতে ভূতে— —ন ভাই, এ স্থখ আমার আর-জীবনটা এখন দেখচি একেবারে ব্যর্থ হল, মনের কোনো সাধই মিটল না—এক এক সময় ভাবি ওর সঙ্গে আমার ঠিক মিলন হয় নি—মিলন যদি ঘটত তা হলে দ্বন্দ্বও হত—বুঝলে না ? মিল নেই ভাই বেশ শাস্তি আছে —অর্থাৎ passionate মনোভাব কোনোপক্ষেই নেই আর কি। কে, টেপি ?...এই আমার বড় মেয়ে-শোন, তোর মার কাছ থেকে দু’টো পয়সা নিয়ে দুপয়সার বেগুনি কিনে নিয়ে আয় তো আমাদের জন্যে, আর অমনি চাএর কথা বলে দে— —আচ্ছা মরণের পরে মানুষে কোথায় যায় জান ? বলতে পার ? —ওসব ব্যাপার নিয়ে মাথা ঘামাই নি কখনও । পাওনাদার কি করে তাড়ান যায় বলতে পার ? এখুনি কাবুলীওয়ালা একটা আসবে নেবুতলা থেকে । আঠার টাকা ধার নিয়েচি, চার আন টাকা পিছু স্বদ হথায়। দু হৰ্থার স্বদ বাকী, কি যে আজ তাকে বলি ?. স্কাউণ্ডেলটা এলো বলে—দিতে পার দুটো টাকা ভাই ? —এখন তো নেই কাছে, একটা আছে রেখে দাও। কাল সকালে আর একটা দিয়ে যাব এখন । এই যে টেপি বেশ বেগুণি এনেচিস-ন না, আমি খাব না, তোমরা খাও, আচ্ছ এই একখানা তুলে নিলাম, নিয়ে স্বা টেপি । বন্ধুর দোকান হইতে বাহির হইয়া সে খানিকট প্রবাসী—ফাল্গুন, ১৩৩৭ { ৩০শ ভাগ, ২য় খণ্ড লক্ষ্যহীনভাবে ঘুরিল। লীলা কি এখানে আছে ? একবার দেখিয়া আসিবে ? প্রায় একবৎসর লীলার এখানে নাই, তাহার দাদামহাশয় মামূলা করিয়া লীলার পৈতৃকসম্পত্তি কিছু উদ্ধার করিয়াছেন, আজকাল লীলা মায়ের সঙ্গে আবার বর্দ্ধমানের বাড়িতেই ফিরিয়া গিয়াছে। থার্ড ইয়ারে ভৰ্ত্তি হইয় এক বৎসর পড়িয়াছিল— পরীক্ষা দেয় নাই, লেখাপড়া ছাড়িয়া দিয়াছে । সন্ধ্যার কিছু পূর্বে ভবানীপুরে লীলাদের ওখানে গেল। রামলগন বেহার তাহাকে চেনে, বৈঠকখানায় বসাইল, মিঃ লাহিড়ী এখানে নাই, রাচি গিয়াছেন। লীলা দিদিমণি ? কেন, সে-কথা কিছু বাবুর জান নাই ? দিদিমণির তো বিবাহ হইয়া গিয়াছে গত বৈশাখ মাসে । নাগপুরে জামাইবাবু বড় এঞ্জিনিয়ার, বিলাতফেরৎ— একেবারে খাটি সাহেব, দেখিলে চিনিবার জো নাই । খুব বড় লোকের ছেলে— এদের সমান বড়লোক। কেন বাবুর কাছে নিমন্ত্রণের চিঠি যায় নাই ? অপু বিবর্ণমুখে বলিল—কই না, আমার কাছে, হ্য। — ও আচ্ছা আচ্ছা—ন! আর বসবো না আচ্ছা | বাহিরে আসিয়া জগৎটা যেন অপুর কাছে একেবারে নির্জন, সঙ্গীহীন, বিস্বাদ ও বৈচিত্র্যহীন ঠেকিল। কেন এ রকম মনে হইতেছে তাহার ? লীলা বিবাহ করিবে ইহার মধ্যে অসম্ভব তো কিছু নাই ? সম্পূর্ণ স্বাভাবিক। তবে তাহাতে মন খারাপ করিবার কি আছে ? ভালই তো। জামাই এঞ্জিনিয়ার, শিক্ষিত, অবস্থাপন্ন—লীলার উপযুক্ত বর জুটিয়াছে, ভালই তো । রাস্ত ছাড়িয়া ভিক্টোরিয়া মেমোরিয়ালের সম্মুখের মাঠটাতে অৰ্দ্ধঅন্ধকারের মধ্যে সে উদভ্রাস্তের মত অনেকক্ষণ ঘূরিয়া | লীলার বিবাহ হইয়াছে, খুবই আনন্দের কথা, ভাল কথা। ভালই তে। . ہمہمممم• *

  • & ক্রমশ, : '..." 南