৫ম সংখ্যা ] বিবিধ প্রসঙ্গ—শ্ৰীনিকেতনের বর্ষিক উৎসব b^లిసి কেন্দ্রীয় ব্যবস্থাপক সভার সভ্যদিগকে এই অনুরোধ করা যাইতেছে, যে, তাহারা নারীদের সম্বন্ধে হিন্দু আইনের বর্তমান অবস্থা এরূপ ভাবে সংশোধন করা হউক যাহাতে উহা অধিকতর ন্যায়সঙ্গত হয় ; মুসলমান নারীদের অধিকার সম্বন্ধে কোরাণে যাহা ব্যবস্থা আছে, বৰ্ত্তমান মুসলমান লোকাচারের পরিবর্তে তাহা প্রচলিত করা হউক ; নগর ও গ্রামসমূহের অপরিষ্কার ও অস্বাস্থ্যকর অবস্থার প্রতি দৃষ্টি দিয়া তাহার উন্নতি করা হউক ; ঐযুক্ত যন্মুখম্ চেটি “অস্পৃশ্ব" ও “অনাচরণীয়”দের অভাব অভিযোগ দূর এবং অন্য সকলের সহিত সমানাধিকার স্থাপনার্থ যে বিল পেশ করিয়াছেন, কন্ফারেন্স তাহ সমর্থন করেন ; সমুদয় ডিষ্ট্রক্ট বোর্ড আদি স্থানীয় প্রতিনিধি সভাকে ও মহিলাসমিতিসমূহকে কনফারেন্স অনুরোধ করিতেছেন, যে, তাহারা যেন প্রাপ্তবয়স্ক নারীদের শিক্ষার বন্দোবস্ত করেন এবং তদৰ্থে সিনেমা, চলন্ত লাইব্রেরী প্রভৃতির আয়োজন করেন ; সকল শ্রেণীর ও জাতির বালিকাদিগকে যেন একই বিদ্যালয়ে শিক্ষা দেওয়া হয় যাহাতে পরস্পরকে বুঝিবার হুবিধা হয় এবং সভ্যতা ও কৃষ্টর একতা সৰ্ব্বত্র নারীসমাজে লক্ষিত হয় ; কনফারেন্স বালক ও বালিকাদের বিদ্যালয়ে শারীরিক শাস্তিদানের বিরোধী, এবং সৰ্ব্বত্র কর্তৃপক্ষকে এরূপ শাস্তিনিষেধক আইন কাৰ্য্যত: প্রয়োগ করিতে অনুরোধ করিতেছেন । শ্ৰীমতী সরোজিনী নাইডু তখন জেলে থাকিলেও, সমগ্র এশিয়ার নারীদের কনফারেন্সের তিনিই সভানেত্রী নিৰ্ব্বাচিত হন। পারস্য দেশের এক মহিলার প্রস্তাবে এই নির্বাচন হয়। তাহার পর কন্ফারেন্সের এক এক দিনের অধিবেশনে এক এক দেশের কোন মহিলা সভানেত্রীর কাজ করেন । এই কনফারেন্সে অনেকগুলি অতীব প্রয়োজনীয় প্রস্তাব গৃহীত হয়। কতকগুলির বিষয় নীচে উল্লিখিত হইতেছে। বালকবালিকাদের অবৈতনিক আবপ্তিক শিক্ষার ব্যবস্থা ; সম্ভানদের অভিভাবকত্বে এবং সম্পত্তির উপর নারীদের সমান অধিকার ; স্কুলসমূহে পৃথিবীর সকল ধর্মের নেতাদের জীবনচরিত ও উপদেশ সম্বন্ধে শিক্ষা প্রদান, যদ্বারা সকলের মধ্যে পরস্পরের প্রতি শ্রদ্ধা ও প্রতি বদ্ধিত হয় ; জাপান ভিন্ন এশিয়ার অন্য সব দেশকে স্বাস্থ্যবৃদ্ধির জন্য এবং দেশী চিকিৎসা-বিদ্যা বিষয়ে গবেষণাগার স্থাপনার্থ অর্থব্যয় করিতে অনুরোধ ; সকল দেশে দেশের লোকদের নিকট সম্পূর্ণরূপে দায়ী গবন্মেটি স্থাপন । ইহা ব্যতীত নানা দেশে বিবাহ-প্রথা ও নারীদের অধিকার সম্বন্ধে সেই সেই দেশের প্রতিনিধিস্থানীয় মহিলাদের দ্বারা কন্ফারেন্সে বক্তৃত হয়। জাভা হইতে দুটি মহিলা আসিয়াছিলেন ; কিন্তু কনফারেন্সের কার্য্যের সহিত কয়েকজন ইউরোপীয় মহিলার যোগ থাকায় তাহার কন্ফারেন্সে নিজের দেশের প্রতিনিধিত্ব করিতে অস্বীকার করেন । শ্ৰীনিকেতনের বাষিক উৎসব বিশ্বভারতীর যে বিভাগে কৃষির, পল্লী-স্বাস্থ্যের ও নানাবিধ গ্রাম্য কুটারশিল্পের উন্নতির চেষ্টা হইতেছে এবং পল্লীগ্রামগুলিকে আবার শ্ৰীসম্পন্ন ও আনন্দময় করিবার প্রযত্ব হইতেছে, তাহা স্বরুল গ্রামে শ্ৰীনিকেতনে অবস্থিত। গত ২৫, ২৬ ও ২৭শে মাঘ শ্ৰীনিকেতনের বার্ষিক উৎসব হইয়া গিয়াছে। শ্ৰীনিকেতনে উৎসব উপলক্ষ্যে মেলা বসিয়াছিল এবং নানাবিধ পণ্যদ্রব্যের প্রদর্শনীও বসিয়াছিল। প্রদর্শনীতে ক্রনিকেতনের ভিন্ন ভিন্ন বিভাগের কৰ্ম্মী ও ছাত্রেরা নানাবিধ শিল্প ও কৃষিজাত দ্রব্য প্রভৃতি প্রদর্শন করিয়াছিলেন । তাহার সংক্ষিপ্ত বিবরণ দিতেছি । বয়ন-বিভাগে যতরকম ধুতি শাড়ী ছিটের কাপড়, গামছা, তোয়ালে, সতরঞ্চ, গালিচা, আসন প্রভৃতি প্রস্তুত হয় তাহ প্রদশিত হইয়াছিল। কি প্রকারে আসন, গালিচা প্রভৃতি প্রস্তুত হয়, তাহ প্রদর্শনীক্ষেত্রে দেখান হয়। তুলা পাজ করিবার, টানা দিবার এৰং
পাতা:প্রবাসী (ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৭৪৬
অবয়ব