পাতা:প্রবাসী (ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/১৯১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৬২ এইরূপ ব্যবস্থা করি.ে - যে, আমদানী কাপড় ব্রিটেন ছাড়া অন্য দেশ হই েআসিলে শুদ্ধ শতকরা ১৫ টাকা না হইয়া ২০ টাকা হইবে । অভিপ্রায়, ইহার দ্বারা জাপানকে অসুবিধায় ফেলিয়া ইংলণ্ডের সুবিধা করা । এই যে অতিরিক্ত শতকর। পাচ টাকা শুস্ক, ইহ। বোম্বাইয়ের ও ভারতের অন্য জায়গার কাপড়ের কলগুলি রক্ষার জন্য অবগুপ্রয়োজনীয় নহে। কারণ, যদি শতকরা ১৫ টাকা শুল্কে বিলাতী কাপড়ের সহিত প্রতিযোগিতায় দেশী কাপড় টিকিয়া থাকিতে পারে, তাহ হইলে জাপানের সহিত প্রতিযোগিতাতেও তাহ টিকিয়া থাকিতে সমর্থ। সুতরাং এই অতিরিক্ত ৫ টাকা শুস্ক বাড়াইবার উদ্দেশু, ' ভারতবর্ষে বিদেশী কাপড়ের বাজার হইতে জাপানকে তাড়াইয়া দিয়া ঐ বাজার সম্পূর্ণরূপে বিলাতের জন্য রাখা । বাণিজ্যিক স্বার্থপরতা ছাড়া ইহার মধ্যে গুঢ় রাজনৈতিক চা’লও থাকিতে পারে, যদিও সে বিষয়ে নিশ্চয় কিছু বলা যায় না । ভারতবর্ষ এখন পূর্ণ বা অপূর্ণ স্বরাজের জন্য চেষ্টা করিতেছে। এখন বিদেশী জাতিদের ভারতবর্যের প্রতি মিত্রভাব কাৰ্য্যতঃ কতটা সুবিধাজনক হইবে, বলা যায় না ; কিন্তু জগতের লোকমতের, বিশেষতঃ আমেরিকার লোকমতের, মূল্য আছে। এখন এইরূপ শুন্ধের আইন দ্বারা ব্রিটিশসাম্রাজ্যের বাহিরের বস্ত্রনিমণত সব দেশকে ভারতবর্ষের প্রতি বিরূপ করিবার অভিপ্রায় থাকিতে পারে। অবশু, যে-সব বিদেশী লোক ভারতীয় ব্যবস্থাপক সভায় তর্কবিতর্কের খবর রাখিবে, তাহারা বুঝিতে পারিবে, যে, অধিকাংশ নির্বাচিত ভারতীয় প্রতিনিধিদের স্বাধীন ভোট দ্বারা এই শুষ্ক-আইন পাস হয় নাই ; ইংরেজ সভ্য ও গবন্মেন্টের মনোনীত সভ্যদের ভোট ইহার সপক্ষে প্রদত্ত না হইলে ইহা পাস হইত না। নির্বাচিত যে-সব সভ্য ইহার সপক্ষে ভোট দিয়াছেন, তাহারাও, সকলে না হউক, অনেকেই ভয়ে তাহা করিয়াছেন। কারণ, সরকার পক্ষ হইতে বলা হয়, যে, যদি কোন ংশোধক প্রস্তাব দ্বারা ব্যবস্থাপক সভা বিলাতী ছাড়া . অন্য কাপড়ের উপর ২০ টাকা শুদ্ধ নামঞ্জুর করেন, তাহা হইলে গবন্মেণ্ট সমগ্র বিলটিই তুলিয়া লইবেন ; প্রবাসী—বৈশাখ, ১৩৩৭ [ ৩০শ ভাগ; ১ম খণ্ড অর্থাৎ দেশী কলগুলির রক্ষার জন্য যে ১৫ টাকা শুন্ধের ব্যবস্থা তাহাতে আছে, সেই শুল্ক স্থাপনের চেষ্টাও আর করা হইবে না । বেশীর ভাগ কল বোম্বাই প্রেসিডেন্সীতে স্থাপিত। বোম্বাইয়ের সভ্যেরা দেখিলেন, যে, তাহারা যদি অবিলাতী সব বিদেশী কাপড়ের উপর ২০ টাকা শুন্ধে রাজী না হন, তাহ হইলে বিলাতী অবিলাতী কোন কাপড়েরই উপর দেশী-কাপড়-সংরক্ষক ১৫ টাকা শুস্কও বসিবে না, এবং তাহা হইলে তাহদের প্রদেশের কলগুলি রক্ষ কর কঠিন হইবে। এই জন্য র্তাহার ব্রিটিশসাম্রাজ্যের বাহিরের সব দেশের কাপড়ের উপর ২০ টাকা শুন্ধেই রাজী হইলেন। - “কার্য্যতঃ ডোমীনিয়ন ষ্টেটাস” পালেমেণ্টে ভারতসচিব মিঃ বেন তাহার এক বক্তৃতায় বলেন, গত দশ বৎসর ভারতবর্ষ, নামে ন৷ হইলেও, কাৰ্য্যতঃ ডোমীনিয়ন ষ্টেটাস ভোগ করিয়৷ আসিতেছে, এবং ভারতের শিল্প ও বাণিজ্য রক্ষার জন্য ভারতবর্য ( ব্রিটেনের স্বার্থের প্রতি দৃষ্টি না রাখিয়াও ) আমদানী দ্রব্যের উপর শুল্ক বসাইতে পারে। শেষোক্ত মত তিনি আরও দুই একবার ব্যক্ত করিয়াছেন । কিন্তু আলোচ্য আইনটির বেলায় ত ভারতবর্ষের বাণিজ্যশুস্কবিষয়ে কর্তৃত্ব রহিল না, গবন্মেণ ভয় দেখাইয়৷ ইংলণ্ডের সুবিধা করিয়া লইলেন । সেই কারণে পণ্ডিত মদনমোহন মালবীয় প্রভৃতি অনেক সভ্য ব্যবস্থাপক সভার পদ ত্যাগ করিয়াছেন । কাপড়ের উপর শুল্ক কে দিবে ? কাপড়ের উপর শুল্ক বসাইবার প্রকাশিত উদ্দেশ্য কিরূপে সিদ্ধ হইতে পারে, দেখা যাকৃ। যদি ইহা সত্য হয়, যে, শুস্ক বসাইবার আগে যে প্রকারের যত গজ দেশী কাপড়ের দাম ছিল ১১০ টাকা, সেইরূপ তত বিলাতী কাপড়ের দাম ছিল ১০২ টাকা এবং জাপানীর ছিল ১০ • টাকা, তাহা হইলে এখন দেশীর দাম ১১০ই থাকিৰে, বিলাতীর হইবে ১১৭ এবং জাপানীয়