পাতা:প্রবাসী (ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/২০৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

“নায়মাত্মা বলহীনেন লভ্যঃ” ులలas ఠాt> | জ্যৈষ্ট- *SN9<ల ఇ - | ২ জুন্ন সনথ আখ্যh ">వా ఇఆ l = ক্যানাডার পথে ঐরবীন্দ্রনাথ ঠাকুর X চিঠিতে খবর দেওয়া ছাড়া আমি সব কথাই লিখি ব’লে আমার নাম আছে। আমার মনটা যেন বড়ো বড়ো ফাকওয়ালা জাল—তার ভিতর দিয়ে বাইরের দৈনিক খবরগুলো ধরাই পড়ে না, ভিতরকার চিস্তার কথা হয়তো আটকা পড়ে, কিন্তু সেগুলো আজ লিখলেও যা কাল লিখলেও তা। তবু একবার ভেবে দেখি উল্লেখযোগ্য কোনো ঘটনা ঘটেচে কি না । বি-এন-আর-এর কূপে অর্থাৎ খণ্ডগাড়ির অখণ্ড আধিপত্য বোম্বাই ষ্টেশন পৰ্য্যস্ত একটানা ভোগ করে এসেচি। স্নান শয়ন ধ্যান ধারণা কোনো কিছুর অসুবিধা হয়নি। রাত্রে রেল-পাচকের অন্ন স্পর্শ করিনি। মোবারক রুটি-কুকুটের সংযোগে পাচ খণ্ড স্তাণ্ডুয়িচ প্রস্তুত করে দিয়েছিল—তাই আমরা তিন সহযাত্রী ভাগাভাগি করে খেয়েচি। আমার অপৰ্য্যাপ্ত হয়েছিল। যুবক দুজন আমাকে সানা দিবার জন্তে স্মিতমুখে বললেন, তাদের সামান্ত ক্ষুধার পক্ষে আয়োজন যথেষ্ট। আমি বিস্মিত হলুম, কিন্তু এ নিয়ে আমি মনাবগুক পরিতাপ করিনি—কারণ স্বধীন্দ্রকে উপলক্ষ্য করে যথাস্থান থেকে গাড়িতে প্রচুর মিষ্টারের আমদানি হয়েছিল। তখন দেখলুম, ক্ষুধা তাদের কম ছিল তা নয়। এলুমিনিয়ম ভাণ্ডে অনেকগুলি রসনিমজ্জিত গোলাকার ও চপেটাকার পিষ্টক ছিল, সেগুলি উপাদেয়। তা ছাড়া জোড়াসাকো ও কর্ণওয়ালিস্ ট্রীট থেকে একত্রীকৃত যে সন্দেশ-সম্মেলন ঘটেছিল আমাদের অন্তর্জঠরে তাদের মিলন সমাপ্ত হল। আহারাবসানে শ্ৰীযুক্ত নীলমণি জলভাওটাকে তার কাঠবেষ্টনী থেকে বিশ্লিষ্ট করে নিয়ে তৃষ্ণিকে জল বিতরণের অনেক চেষ্টা করলে, কিন্তু উভয়ে তারা স্বনিবিড়ভাবে একাত্ম হয়ে গেছে— ছুটির মধ্যে প্রলয়সাধন ছাড়া অন্যটির মুক্তিসাধনের উপায় ছিল না। ভাগুটিকে ধ্রুব প্রতিষ্ঠা দেবার পক্ষে ব্যবস্থাটি আশ্চৰ্য্য নিপুণ ছিল, কিন্তু তাকে স্বকার্ধ্যে উদ্যত করার পক্ষে অসহযোগিতার প্রয়োজন সঙ্গত ছিল। অবশেষে হতাশ্বাস নীলমণি দুটিকে একসঙ্গে নত করে কাজ •চালিয়ে দিলে । গাড়িতে আমার দুটি কাজ ছিল। একটি বাইরের, একটি ভিতরের। স্বরেনের মহাভারতখানা নিয়ে তার থাটি গল্পাংশটুকু চিহ্নিত করছিলুম। আমার পেনসিলের