পাতা:প্রবাসী (ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৩১৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ՀԵ-8 প্রবাসী—জ্যৈষ্ঠ, ১৩৩৭ [ ৩০শ ভাগ, .ম খণ্ড বন্দী অবস্থায় সপরিষদ বাচ্চ-ই-সাকাও পুনরায় নির্বিচারে গদীতে স্থাপিত করা কোনও মতে যুক্তিযুক্ত রোধ হইল না, অথচ আফগানিস্থানকে একরূপ অরাজক অবস্থায় ফেলিয়া আসাও অসঙ্গত মনে হইল । লর্ড লিটন ভবিষ্যতের ব্যবস্থা সম্পর্কে গভীরভাবে চিন্তা করিতে লাগিলেন । এমন সময় একজন নুতন আফগান অধিনায়ক ক্রমশঃ শক্তিমান হইয়া উঠিতে লাগিলেন । ইহার নাম আবদার রহমান। ইনি মৃত আমীর শের আলির বৈমাত্রেয় ভ্রাতা আফজল খার পুত্র। আফজল খী বৎসরাধিক কাবুলে রাজত্ব করিয়াছিলেন। তাহার মৃত্যুর পর ষে অস্তবিপ্লব হয় তাহতে শের আলি জয়ী হইয়া গদী দখল করেন। কাজেই আবদার রহমান একহিসাবে আইনতঃ সিংহাসনের মালিক । বিশেষতঃ তাহার শক্তি ক্রমশঃ এত বৃদ্ধি পাইয়৷ চলিল যে, লর্ড লিটন মনে করিলেন সময় থাকিতে তাহার সঙ্গে সন্ধি না করিলে পরে নানারূপ গোলযোগ হইতে পারে এমন কি শেষে নিজেদের স্থবিধা ও ইচ্ছাতুরূপ সৰ্ত্তে সন্ধিস্থাপন না ঘটিয়া উঠিতে পারে। এই সময় ডিজরেলীর স্থলে গ্লাডষ্টোন ইংলণ্ডের প্রধান মন্ত্রী হইলেন । র্তাহার মতের সঙ্গে ডিজরেলীর মতের মিল ছিল না। লীবারেল গভর্ণমেণ্ট আফগানিস্থান সম্পর্কে গভর্ণর-জেনারেলের অভিমত অকুমোদন করিলেন না। ফলে লর্ড লিটন পদত্যাগ করিয়া চলিয়া গেলেন, এবং তাহার স্থলে নিযুক্ত হইয়া আসিলেন মারকুইস অফ রিপন । যাহা হউক ইংরাজের সঙ্গে আবদার রহমানের সন্ধি হইয় গেল এবং ১৮৮০ খ্ৰীষ্টাব্দে তিনি আফগানিস্থানের আমীররূপে রাজত্ব আরম্ভ করিলেন । রুষ বা পারস্ত -এ পৰ্য্যস্ত আফগানিস্থানের সহিত তাহাদের কোনও রাজনৈতিক সম্বন্ধ আছে বলিয়া স্বীকার করিত না, কাজেই এই সন্ধিপত্রে এই সর্ত থাকিল যে, শুধু