পাতা:প্রবাসী (ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৪৭৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8 39 প্রবাসী—আষাঢ়, ১৩৩৭ [ ৩০শ ভাগ, ১ম খণ্ড BBSBB BBBDD DB DDS DBB DDD BBBB BBBB BB BB BBB S BBBBBB জন্য ১৯২৬ সালের জন্মাষ্টমীর সময় ও গত ২৬শে সম্মুখে ছিল, সে আহত হয়। আক্রমণকারীদের সংখ্যা “মাধবীনন্দ ধাম |” ভিতরের ছবি জানুয়ারী ইণ্ডিপেগুস্ক, ডে'র পরের দুবারের দাঙ্গায় মুসলমানের কায়েতটুলী আক্রমণ করতে চেষ্টা ক’রেও সফলকাম হয় নি। এবার ভবেশ বাড়ীতে না থাকাতে মুসলমানের দলবদ্ধ হ’য়ে এসে প্রথমেই তারই বাড়ী অক্রেমণ করে । ১৯১৬ সালের দাঙ্গার পর বুদ্ধ ক ৰ্ব৷ নন্দী মহাশয় দোতলায় ওঠবার সিড়ির মুখে একট। লোহার গেট লাগিয়ে নিয়েছিলেন । গেট বাহিরের দিকে খোলা । যখন মুসলমানেরা বাড়ী আক্রমণ করুল, তখন বাড়ীর লোকের। সেই লোহার গেট বন্ধু ক’রে দিয়ে দোতলায় চলে যান। কিন্তু মুসলমানের উপরে ইট ছুড়তে থাকে ও বাড়ীতে প্রবেশ করে। এই সময় ভ:ব:শর দুই বোন ও ভ্রাতৃজায়া উপর থেকে ইট ছুড়ে আক্রমণে বাধ৷ দিতে থাকে ভবেশের ম৷ শিশুগুলিকে আগলে ঘরের মধ্যে ছিলেন। ছেলের ইট ভেঙে মেয়েদের এনে এনে দিচ্ছিল । অল্পক্ষণ পরে মুসলমানের লোহার গেট ভাঙতে আরম্ভ করে। তখন ছেলের একটা বড় লোহার শিকল দিয়ে গেট বেঁধে একটা লোহার খুটিতে শিকল পেচিয়ে টেনে ধ’রে বসে থা : ক । মেয়ে দুটি ও মাঝে মাঝে বধুটি ইট ছুড়ে ঠিক কেউ বলতে পারে না, পারবার কথাও নয় ; তবে ৫০০ লোকের কথাই বেশী লোকে বলে । নন্দীদের বাড়ী একটা চৌমাথার কাছে ; সেখানে এত লোক জড় হ’য়েছিল ঘে চারিদিকের গলি ভ’রে গিয়েছিল —তাদের মধ্যে কে যে দশক, কে যে আক্রমণকারী, তা পৃথক করা তখন দুষ্কর হয়েছিল। এই বিবরণ বৃদ্ধ কৰ্ত্তা প্রসন্নকুমার নন্দী মহাশয়ের নিকট হ’তে শুনে লেখা । ইনি গভমেণ্ট স্কুলের পেন্স্যনপ্রাপ্ত হেড পণ্ডিত । শ্ৰীমতী অনিন্দ্যবালা নন্দীকে শ্ৰীমতী অনিন্দ্যবালা নন্দ । আক্রমণকারী মুসলমানদের হাত হইতে আত্মরক্ষা করিতে গিয়া আহত